ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তথ্য
Spread the love
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তথ্য
- ইউক্রেনের রাজধানী—কিয়েভ
- ইউক্রেনের মুদ্রা—হ্রিভনিয়া
- ইউক্রেনের বর্তমান প্রেসিডেন্ট —ভলোদিমির ওলেক্সান্দ্রোভিচ জেলেনস্কি
- সম্প্রতি( ২১ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কোন দুটি এলাকাকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন?
-দোনেৎস্ক এবং লুহানস্ক। - দোনেৎস্ক এবং লুহানস্ক ইউক্রেনের কোন অঞ্চলে অবস্থিত?
- পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে।
- রাশিয়া কবে ইউক্রেনে সামরিক অভিযান শুরু কর——২৪ ফেব্রুয়ারি, ২০২২
- রাশিয়া কবে এবং কোন দেশের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়?—- ২০১৪ সালে ,ইউক্রেনের কাছ থেকে
- ইউক্রেনের প্রেসিডেন্ট ও রাজধানীর নাম কী? —প্রেসিডেন্টের নাম ভলোদিমির জেলেনস্কি ও রাজধানীর নাম কিয়েভ।
- যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর ( NATO) প্রধান কে? — জেনস স্টলটেনবার্গ।

আরও পড়ুনঃ- ই-পাসপাের্ট কি?
- ইউক্রেনের বন্দরে আটকে পড়া জাহাজে রকেট হামলায় নিহত বাংলাদেশি নাবিকের নাম–ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান।
- অলভিয়া বন্দরটি যে সাগরে অবস্থিত- কৃষ্ণসাগরে।
- রাশিয়ার রাজধান—মস্ক
- রাশিয়ার মুদ্রা—–রুবল
- চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র —ইউক্রেন ও বেলারুশ সীমান্তে
- রাশিয়া কতসালে ক্রিমিয়া দখল করে —– ২০১৪ সালে
- কমলা বিপ্লব কোথায় অনুষ্ঠিত হয় —- ইউক্রেনে (২০০৪ সালে)
- ইউক্রেনের অবস্থান —– পূর্ব ইউরোপ ১৬।
- ইউক্রেন অলভিয়া বন্দরে আটকা পড়ে বাংলাদেশী জাহাজ -‘বাংলার সমৃদ্ধি’ (২৯ জন নাবিক নিয়ে)।

- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আধুনিক সময়ের ‘হিটলার’ হিসেবে আখ্যায়িত করেছেন ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো।
- বেলারুশের গোমেল অঞ্চলে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার প্রথম দিনের শান্তিপূর্ণ বৈঠক —- ২৮ ফ্রেব্রুয়ারি, ২০২২ ।
- ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে – যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, তাইওয়ান, জাপান।
- রাশিয়াকে সব ধরনের আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বহিষ্কার করেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) ও ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)—২৮ ফেব্রুয়ারি ২০২২।
- যুদ্ধে এখন পর্য ন্ত মৃত্যু কমপক্ষে ১৪ হাজার লোক (যুদ্ধ চলমান রয়েছে)
- অ-মারাত্মক আঘাত কমপক্ষে ২০ হাজার লোক (যুদ্ধ চলমান রয়েছে)
- বাস্তুচ্যুত প্রায় 2.7 মিলিয়ন (যুদ্ধ চলমান রয়েছে)
- বিল্ডিং ধ্বংস হয়েছে কমপক্ষে ১৭ হাজার (যুদ্ধ চলমান রয়েছে)
- সম্পত্তির ক্ষতি হয়েছে $119 বিলিয়ন (যুদ্ধ চলমান রয়েছে)
ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তথ্য ইউক্রেন রাশিয়ার যুদ্ধের তথ্য
