Sports

বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । 2023

Spread the love

বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে ।

আফগানিস্তান তো শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে সুপার ফোরে কীভাবে গেলো? ছোট করে সেই ব্যাখ্যা দেই!

• আফগানিস্তানের বর্তমান রানরেট এখন -১.৭৮০! সেটা কেনো? কারণ (২৪৫÷৫০)-(৩৩৪÷৫০)= -১.৭৮!
আফগানিস্তানের রানটা ৫০ দিয়ে ভাগ হচ্ছে কারণ তারা অল আউট হয়!

এখন শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়ে পায় +০.৯৬১, আফগানিস্তান বাংলাদেশ থেকে হেরে পায় -১.৭৮০!

বাংলাদেশের বর্তমান রানরেট কত? +০.৩৭৩! সেটার হিসাব এখানে দিয়ে বড় করলাম না। তবে আফগানিস্তান ও বাংলাদেশের নেট রান রেটের পার্থক্য এখন ২.৫১৩! এই ২.৫ যদি কাভার করে, তাহলে আফগানিস্তান বাংলাদেশের সামনে চলে গেলেও শ্রীলঙ্কা বাংলাদেশের পিছে পড়ে যাবে না?

এখন মনে করেন আফগানিস্তানের শ্রীলঙ্কাকে ১৫০ রানে হারালো! তাহলে হবে কি? আফগানিস্তান +৩ পাবে, +৩ পেয়ে তাদের অবস্থান হবে (-১.৭৮+৩ = ১.২২), বাংলাদেশ থেকে এগিয়ে যাবে৷

কিন্তু এই যে আফগানিস্তান +৩ পেলো, এজন্য শ্রীলঙ্কাও তো -৩ পাবে! তাহলে শ্রীলঙ্কা কত হবে? +০.৯৫১-৩=-২.০৪৯! বাংলাদেশের নিচে।

🔸তাই আফগানিস্তানের উঠার জন্য যে রানরেটটা লাগবে সেটা এচিভ করে জিততে গেলে শ্রীলঙ্কা বাংলাদেশের নিচে চলে যাবে।
🔸আর আফগানিস্তান যদি বড় ব্যাবধানে না জিতে ছোট ব্যাবধানে জিতে সেক্ষেত্রে বাংলাদেশের +.০.৩ কেও ক্রস করতে পারবে না।

🔸আর আফগানিস্তান যদি।শ্রীলঙ্কার কাছে হেরে যায়, তাহলে তো নেট রানরেটের হিসাবই থাকলো না!

যেহেতু ২ টিম কোয়ালিফাই করবে, বাংলাদেশ তো অলরেডি কোয়ালিফাইড, শ্রীলঙ্কা আর আফগানিস্তানের ম্যাচের উপর ডিপেন্ড করছে উভয় দলের ভাগ্য।

Bangladesh_Cricket_ Bord- Logo

শ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে । বাংলাদেশকে সুপার ফোরে নিশ্চিত হলো যেভাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *