ক্যালসিয়াম যুক্ত খাবার-এর উপকারীতা
Spread the love
ক্যালসিয়াম যুক্ত খাবার-এর উপকারীতা
কোন কোন খাবারে ক্যালসিয়াম রয়েছে?
- সামুদ্রীক মাছ
- প্রানিজ মাংস
- সবুজ শাকসবজি, শালগম,বাধাকপি,লেটুস পাতা,মাশরুম ইত্যাদি
- মটরশুটি, কাঁচা ছোলা ও ভিবিন্ন প্রকারের ডাল
- তুলসী পাতা
- পুদিনা পাতা
- দারুচিনি
- রসুন
- মশলা জাতীয় খাবার
- কমলা
- দুধ,দই এবং দুগ্ধ জাতীয় খাবার
- ভিবিন্ন প্রকার ডাল
- গাজর
- সোয়াবিন
- ভিবিন্ন প্রকার বাদাম
- সাদা তিল, শাহী দানা, কালোজিরা
- প্রতিদিন সকালে ৩০ মিনিট সূর্যের আলো গায়ে লাগানো
ক্যালসিয়ামের অভাব জনিত রোগ
- হাড়ের ঘনত্ব কমে যায়
- মাংসপেশী সংকোচিত হয়ে আসে
- বাতরোগে হয়
- পিরিয়ডের সময় প্রচন্ড জ্বালা পোড়া হওয়া
- স্মৃতিশক্তি কমে যাওয়া
- হরমনে সমস্য হওয়া
- দাঁতে ব্যাথা হওয়া
- হাত পায়ের নখ ভঙ্গুর হয়ে যায়
- বাচ্চাদের দাঁত উঠতে দেরী হওয়া

ক্যালসিয়াম এর উপকারীতাঃ-
- হাড় গঠন করে
- শরীরের কোথাও কেটে গেলে রক্ত তারাতাড়ি বন্ধ হয়
- মাংস পেশী সুস্থ রাখে
- স্মৃতি শক্তি ধরে রাখে
- রক্তচাপ নিয়ন্ত্রন রাখে
- হার্টের উপকার করে
- কোলেস্টরেল কন্ট্রোল রাখে
- গর্ভ অবস্থায় নিরাপদ রাখে
Pingback: লাল শাকের-এর পুষ্টি উপকারীতা - সময়ের সংলাপ
Pingback: এলাচ / Cardamom - সময়ের সংলাপ