বাংলাদেশ ডাক বিভাগে চাকরি

Spread the love

বাংলাদেশ ডাক বিভাগে চাকরি

বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, দক্ষিণাঞ্চল, খুলনার অধীনস্থ বিভিন্ন অফিসের শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। আগ্রহ  ও  যোগ্যতা থাকলে আপনিও আবেদন করতে পারেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

১. পদের নামঃ- মেইল গার্ড

পদ সংখ্যাঃ- ১২ জন

বেতনঃ- ৯০০০-২১৮০০

শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে/সমমানের সিজিপিএ উর্ত্তীর্ণ

২. পদের নামঃ- ওয়ারম্যান

পদ সংখ্যাঃ- ০১জন

বেতনঃ- ৮৫০০-২০৫৭০

শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ । ইনস্টিটিউটি ইলেকট্রিক ট্রেড কোর্সে বি/সি ক্যাটাগরি লাইসেন্সধারী।

৩. পদের নামঃ- আর্মড গার্ড

পদ সংখ্যাঃ- ০১ জন

বেতনঃ- ৮৫০০-২০৫৭০

শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায়  উর্ত্তীর্ণ । অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।

৪. পদের নামঃ- প্যাকার

পদ সংখ্যাঃ- ০৪ জন

বেতনঃ- ৮৫০০-২০৫৭০

শিক্ষাগত যোগ্যতাঃ- এসএসসি সমমান পরিক্ষায়  উর্ত্তীর্ণ। সু-স্বাস্থের অধিকারী।

৫. পদের নামঃ- অফিস সহায়ক

পদ সংখ্যাঃ- ১১ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- এসএসসি সমমান পরিক্ষায়  উর্ত্তীর্ণ।

৬. পদের নামঃ- এ্যাটেনডেন্ট

 পদ সংখ্যাঃ- ০১ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেনী জুনিয়র সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ। সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৭. পদের নামঃ- রানার

 পদ সংখ্যাঃ- ০৪ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ।সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৮. পদের নামঃ- নিরাপত্তা প্রহরী

 পদ সংখ্যাঃ- ০৬ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ।সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৯. পদের নামঃ- মালী

 পদ সংখ্যাঃ- ০১ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেনী জুনিয়র সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ। বাগান পরিচর্যায় অভিজ্ঞ থাকতে হবে।

১০. পদের নামঃ- পরিছন্দতা কর্মী (সুইপার)

 পদ সংখ্যাঃ- ০৫ জন

বেতনঃ- ৮২৫০-২০০১০

শিক্ষাগত যোগ্যতাঃ- অষ্টম শ্রেনী জুনিয়র সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ। বাগান পরিচর্যায় অভিজ্ঞ থাকতে হবে।

আবেদনের নিয়ম :

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://pmgsck.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Apply

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ৫৬ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময় : ২০ জুলাই, ২০২১ তারিখ বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *