Health

জলাতংক কি ? 4206

Spread the love

জলাতংক কি ? 4206

জলাতংক হলো প্রানী থেকে মানুষের দেহে সংক্রমিত ভাইরাস জনিত একটি রোগ, যা থেকে মৃত্যু অনিবার্য। কিন্তু এটি প্রতিরোধযোগ্য যদি সময় নস্ট না করে চিকিৎসা করা হয়।

জলাতঙ্ক রোগের লক্ষনঃ

  • জ্বর,
  • মাথাব্যথা,
  • শরীর আংশিক প্যারালাইসিস হওয়া,
  • মুখ থেকে অতিরিক্ত লালা ঝরা,
  • মানসিক বিকারগ্রস্থ হওয়া,
  • পানি দেখলে রোগী প্রচন্ড ভয় পাবে (হাইড্রোফোবিয়া)
  • বাতাসের সংস্পর্শে এলেও রোগী ভয়ে চিৎকার করবে (এরোফোবিয়া) এই লক্ষন দেখা দেওয়ার কিছুদিনের মধ্যেই রোগী মারা যায়।
জলাতংক রোগ কি

আরও পড়ুনঃ- ইউরিন ইনফেকশন হলে কোন খাবার খাওয়া দরকার

জলাতঙ্ক কিভাবে ছড়ায়?

৯৮ %;এর অধিক ক্ষেত্রে কুকুরের কামড়ে জলাতঙ্ক সংক্রমিত হয়ে থাকে এছাড়াঃ-

  • বিড়াল
  • বেজি
  • বনবিড়াল
  • শিয়াল
  • খেকশিয়াল
  • বানর ইত্যাদি প্রানীর কামড় বা আঁচড়ের মাধ্যমে মানুষের দেহে জলাতঙ্ক ছড়াতে পারে।
জলাতংক রোগ

 কোন প্রানীর কামড়ে জলাতঙ্ক সংক্রমিত হয় নাঃ

  • ইঁদুর
  • খরগোশ
  • কাঠবিড়ালি
  • গুইসাপ
  • মানুষ

কখন ভ্যাক্সিন দিতে সমস্যা নেই?

  • গর্ভাবস্থায়
  • বাচ্চাকে বুকের দুধ খাওয়ানোর সময়
  • অন্য যে কোনো অসুস্থতায়
  • ছোট বাচ্চা
  • বয়স্ক ব্যাক্তিদের।

টিকা কখন দিতে হবে?

যত দ্রুত সম্ভব আক্রান্ত হওয়ার ২৪ ঘন্টার ভেতর দেওয়ার চেষ্টা করতে হবে।

জলাতংক কি ? 4206

জলাতংক কি ? 4206 জলাতংক কি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *