News

মানব দেহের বর্ণনা

Spread the love

মানব দেহের বর্ণনা

  • মানব দেহে হাঁড়ের সংখ্যা ২০৬ টা
  • মানব দেহে পেশী সংখ্যা ৬৩৯ টা
  • মানব দেহে  কিডনি ২ টা
  • মানব দেহে  পাঁজর সংখ্যা ১২ জোড়া বা ২৪ পিস
  • মানব দেহে দুধ দাঁতের সংখ্যা ২০ পিস
  • মানব দেহের বাহুতে পেশীর সংখ্যা-৩৬ জোড়া বা  ৭২ পিস
  • একজন সুস্থ মানুষের একটি হৃদ কম্পন সম্পূর্ণ হতে ০.৪ সেকেন্ড সময় নেয়।
  • দৈনিক আমাদের হৃদপিণ্ড ১০০ বার করে, আমাদের দেহে রক্ত ঘুরিয়ে ফিরিয়ে প্রবাহিত করে।
  • মানব চোখের একটি পাঁপড়ি ১৫০ দিন বেঁচে থাকে এরপর ঝড়ে যায়
  • মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশী হচ্ছে জ্বিহবা
  • মানব দেহের হাঁটুর ক্যাপ ছাড়া জন্মগ্রহন করে এবং তা ২ থেকে ৬ বছর পর্যন্ত দেখা যায় না।
  • মানব দেহের হৃদয়ের পাম্প সংখ্যা- ২ টি
  • একজন মানুষের মুখ থেকে পেটে পর্যন্ত খাদ্য পৌঁছাতে সময় লাগে মাত্র ৭ সেকেন্ড
  • মানব দেহের মুখে হাঁড় সংখ্যা -৭ জোড়া বা  ১৪ পিস
  • মানব দেহে  কানের হাড়ের সংখ্যা- ৬ টা
  • মানব দেহে বুকে হাঁড়ের সংখ্যা- ২৫ পিস
  • মানব দেহে ২ কানে মোট ৬ টি হাঁড় থাকে
  • মানব দেহের শরীরের ক্ষুদ্রতম হাঁড় হল কানের হাঁড়
  • মানব দেহের মাথার খুলি ২৬ ধরনের ভিন্ন ভিন্ন হাঁড় দিয়ে তৈরী।
  • মানব দেহের প্রতিটি কানের ভিতরে ৩ টি করে হাঁড় থাকে। ম্যালিয়াস, ইনকাস, স্টেপিস
  • মানব দেহের ক্ষুদ্রতম হাঁড়ের নাম স্টেপিস
  • মানব দেহের সবচেয়ে বড় হাঁড় হল উরুর হাঁড়
  • একটি শিশু জন্মের সময়  ৩০০ হাঁড় নিয়ে জন্ম গ্রহন করে থাকে কিন্তু প্রাপ্ত বয়স্ক হওয়ার পর  ২০৬ টি হাঁড় থাকে।
  • মানব দেহের হাঁড় পাথর থেকে  ৪ গুন বেশি শক্তিশালী হয়।
  • মানব দেহে  মেরুদণ্ডের সংখ্যা- ৩৩ পিস
  • মানব দেহে স্কালের মধ্যে হাঁড়ের সংখ্যা-১১জোড়া বা ২২ পিস
  • মানব দেহে অস্ত্র হাঁড় সংখ্যা- ৬ পিস
  • মানব দেহের চোখের উপর ভ্রুতে ৫০০ টি লোম আছে
  • মানব দেহের হৃদয়ের চেম্বার সংখ্যা- ৪ টা
  • মানব দেহের স্বাভাবিক রক্তচাপ- ১২০/৮০ এবং রক্তের PH – ৭.৪
  • মানব দেহের বৃহত্তম অঙ্গ হলো চামড়া
  • মানুষ যখন খাবার খায় সে খাবারের স্বাদ মুখে ১০ দিন পর্যন্ত থাকে।
  • মানব দেহের বৃহত্তম গ্রান্তি লিভার
  • মানব দেহের ছোট কোষ রক্তের কোষ
  • মানব দেহের বৃহত্তম কোষ হলো ডিম সেল বা ডিম্ব
  • মানব দেহের ছোট হাঁড়ের নাম স্ট্যাপ
  • মানব দেহের সর্বাধিক ধমনী সংখ্যা বারোটা বারোটা
  • মানব দেহের রক্তে একটি সমুদ্রের সম-পরিমান লবন রয়েছে।
  • মানব দেহ ১০০ বিলিয়নের বেশী নার্ভ সেল নিয়ে  গঠিত
  • মানুষ কখন ও চোখ খুলে হাঁচি দিতে পারে না এবং যখন হাঁচি দেয় তখন  শরীলের ভিতর সমস্ত ধরনের কাজ বন্ধ হয়ে যায় এমনকি হার্টবিটও
  • মানুষ হাঁচি দিলে যে বাতাস বের হয় তা প্রতি ঘন্টায় ১৬০ মাইল বেগে বের হয়।
  • মানব দেহের চোখ সবসময় একই রকম থাকে, কিন্তু কান ও নাক বৃদ্ধি পায়
  • একজন প্রাপ্ত বয়স্ক লোকের থেকে একটি শিশুর মুখে যেকোন খাবারের স্বাদ থাকে বেশি লাগে
  • মানব শিশু  বসন্তকালে দ্রুত বৃদ্ধি পাই
  • মানব দেহের হাতের নখে যেই পদার্থ আছে ঠিক সেই পদার্থ দিয়ে  চুল তৈরি হয়ে থাকে। ফলে নখ ও চুল উভয় একই জিনিস, তবে দুইটির ঘনত্ব আলাদা।
  • একজন সুস্থ-স্বাভাবিক মানুষ প্রতিদিন ৬ বার বাথরুমে যায়
  • মানব দেহ রাতের তুলনায় সকালে  দ্রুত লম্বা হয়
  • মানব দেহের মুত্র তৈরী হয় কিডনিতে এবং মুত্র হলুদ দেখায় বিলুরুবিনের জন্য।
  • মানব দেহের নার্ভের মাধ্যমে প্রবাহিত আবেগের গতি প্রতি সেকেন্ডে ১২৫ মিটার।
  • মানব দেহর স্নায়ুতন্ত্র ১ লক্ষ কিঃ মিঃ লম্বা হয় , যা দিয়ে পৃথিবীকে আড়াইবার প্যাঁচান যাবে
  • মানুয়ের চোখ ৫৭৬ মেগা পিকজেল ক্যামেরার সমান
  • একজন প্রাপ্ত বয়স্ক মানুষের শরীরে ৫/৬ লিটার রক্ত থাকে
  • একজন মানুষের শরীরে রয়েছে ১ কোটি লোমকূপ
  • একটি মানব দেহে ৬০ ভাগ পানি থাকেে
  • একজন মানুষের ওজন যখন ৭০ কিঃলোঃ হয় তখন তার শরীরে ০.২ মিলিগ্রাম সোনা থাকে

মানব দেহের বর্ণনা মানব দেহের বর্ণনা মানব দেহের বর্ণনামানব দেহের বর্ণনা মানব দেহের বর্ণনা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *