News

করোনায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

Spread the love

করোনায় দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিএনপির ত্রাণ বিতরণ

কোভিড-১৯ পরিস্থিতির অবনতি হওয়ায় দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহায়তা কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় লকডাউনের কারণে কর্মহীন ও উপার্জন ক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করা দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে এই কর্মসূচিতে নয়া পল্টন, ফকিরাপুল এলাকার দুঃস্থ ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রি বিতরণ করা হয়।

শাহ আবদুল আল বাকীর সভাপতিত্বে ও শহিদুল ইসলাম ভিপির সঞ্চালনায় এই ত্রাণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, জাতীয়তাবাদী নাগরিক সমাজের আলী আজম জালাল, নজরুল ইসলাম, সৈয়দ রফিকুল ইসলাম, মমতাজ হোসেন লিপি, শাহজাহান কামাল, মোয়াজ্জেম হোসেন, শাহাবুদ্দিন সাবু, এনামুল হক, সাজ্জাদ হোসেন কায়কোবাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সোর্সঃ- Bangladesh Nationalist party-BNP Facebook page

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *