News

শেষ রক্ষা হলোনা প্রকৌশলীর স্ট্যাটাস

Spread the love

শেষ রক্ষা হলোনা প্রকৌশলীর স্ট্যাটাস

সিলেটে বিদ্যুৎ বিভাগের প্রধান প্রকৌশলীর স্ট্যাটাস, ‘শেষ রক্ষা হলো না’

ছবি সংগৃহীত

সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহতে রূপ নিচ্ছে। ইতিমধ্যেই তলিয়ে গেছে সিলেটের বরইকান্দি ৩৩ কেভি সাবস্টেশন ও কন্ট্রোল রুম। বিষয়টি গ্রাহকদের জানিয়ে দুঃখ প্রকাশ করে এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাদের। সেখানে তিনি কয়েকটা ছবি সংযুক্ত করে লিখেছেন, শেষ রক্ষা হলোনা। আবারও তলিয়ে গেল BOROIKANDI 33KV SUBSTATION & Control room. সম্মানিত গ্রাহকগনের জন্য দুঃখ প্রকাশ করছি।

মাস খানেক আগের বন্যায়ও বিদ্যুতের এই সাবস্টেশনটি পানিতে তলিয়ে সরবরাহে বিঘ্ন ঘটে সপ্তাহ দু’য়েক। এছাড়া নগরের উপশহরেও বিদ্যুতের সাব স্টেশন পানিতে তলিতে যাওয়ায় বন্ধ করা হয়েছিল ডিভিশন-২ এর বিদ্যুৎ সরবরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *