NewsNews

পদ্মা সেতুতে যে সকল কাজ করা নিষিদ্ধ

Spread the love

পদ্মা সেতুতে যে সকল কাজ করা নিষিদ্ধ

আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে শুধু চলাচল করলেই হবে না, সেতু ব্যবহারে থাকবে কিছু নিয়ম ও নীতি। সেতুর নিরাপত্তা ও রক্ষনাবেক্ষনে যা গুরুত্বপূর্ণ। আমাদের এ সকল বিষয় মেনে চলতে হবে।

  • পদ্মা সেতু ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা গুলো হলো-

১. পদ্মা সেতুর ওপর অনুমোদিত গতিসীমা ৬০ কিলোমিটার/ঘণ্টা।

২. পদ্মা সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপরে দাঁড়িয়ে ছবি তোলা/হাঁটা সম্পূর্ণ নিষেধ।

৩. তিন চাকা বিশিষ্ট যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়ি যোগে সেতু পারাপার হওয়া যাবে না।

৪. গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫.৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না।

৫. সেতুর ওপরে কোনো ধরনের ময়লা ফেলা যাবে না।

পদ্মা সেতুর দুই প্রান্তে সেতুর নিরাপত্তার দায়িত্ব থাকবেন সেনাবাহিনীর দুইটি বিগ্রেড ইউনিট এবং পদ্মা ব্রীজ উত্তর এবং দক্ষিন থানা। তাই নিয়ম ভঙ্গ করে পার পেয়ে যাবেন এমনটা ভাবার অবকাশ নেই। এছাড়াও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আছে চায়না ও কোরিয়ান কোম্পানি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *