Sports

শিয়ালকোটের বিশ্বকাপের ফুটবল তৈরীর ইতিহাস

Spread the love

শিয়ালকোটের বিশ্বকাপের ফুটবল তৈরীর ইতিহাস

পৃথিবীর মোট ফুটবলের শতকরা ৭০ ভাগ তৈরী হয় পাকিস্তানের শিয়ালকোটে । এবছর ফিফা বিশ্বকাপ খেলা অনুষ্ঠিত হবে পাকিস্তানে তৈরি ফুটবল দিয়ে। শিয়ালকোট পাক-পাঞ্জাবের উত্তরে অবস্থিত একটি শহর এখানেই তৈরি হয়েছে রাশিয়া বিশ্বকাপের সমস্ত ফুটবল।

শুধু রাশিয়া বিশ্বকাপ না, এখান রয়েছে পৃথিবীর বিখ্যাত ফুটবল তৈরির কারখানা। ১৯৯০ সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপেই ফুটবল গিয়েছে এই শহর থেকে। শুধু ফুটবল বিশ্বকাপ না, এই মুহূর্তে শিয়ালকোটে বানানো ফুটবলেই খেলা হয় চ্যাম্পিয়নস লিগ, জার্মান বুন্দেসলীগা ও ফরাসি লিগের মতো জনপ্রিয় লিগ গুলো।

২০১০ সাল পর্যন্ত বিশ্বকাপ খেলা হত হাতে সেলাই করা ফুটবলে। তখনও ফুটবল যেত পাকিস্তান থেকেই। কিন্তু সেলাই করা ফুটবলে এখন আর খেলা হয় না। এখন এসেছে থার্মো বন্ডেড ফুটবল। তবে নতুন প্রযুক্তিতেও সেরা ফুটবল তৈরি হয় শিয়ালকোটেই।

১৮৮৯ সালে শিয়ালকোটের এক ব্রিটিশ সেনা তাঁর খারাপ হয়ে যাওয়া ফুটবলটি সারাতে দেন স্থানীয় মুচিকে। তাঁর কাজ দেখে মুগ্ধ হয়ে তাঁকে একটি ফুটবল বানানোর বরাত দেন তিনি। শিয়ালকোটে বানানো প্রথম ফুটবল সেটিই। তারপর থেকেই শুরু ফুটবল মাঠে শিয়ালকোটের একক আধিপত্য।
লেখকঃ- আহম্মেদ রফিক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *