Sports

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

Spread the love

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১য় টি২০ ক্রিকেট ম্যাচে ২৪ রানে  ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাথে এটি বাংলাদেশের টি২০ প্রথম জয়। ৫ ম্যাচ টি২০ সিরিজের ১টি তে বাংলাদেশ  টসে হেরে ব্যাটিংএ আমন্ত্রন পায়। বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন সাকিব আল হাসান ৩৩ বলে ৩৬ রান । দ্বিতীয় সর্বোচ্চ ২৯ বলে ৩০ রান করেন নাঈম শেখ । অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন জে হজলউড তিনি ০৪ ওভারে ২৪ রান ‍দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তারপরে আছে স্টার্ক তিনি ০৪ ওভার বল করে ৩৩ রান ‍দিয়ে ২ উইকেটের শিকার করেন।

জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানরা ব্যাটিং বিপর্যয় পরেন । বাংলাদেশী বলারদের সামনে দাড়াতেই পারেননি । অস্ট্রেলিয়া দলিও শূন্য রানের মাথায় “ক্যারে” কে হারায়, এরপর শুরু হয় ছন্দ পতন দলিও ৫০ রান করতে অস্ট্রেলিয়া হারিয়ে বসে ৪ উইকেট । দলের পক্ষে   সর্বোচ্চ রান আসে ”মার্শ” এর ব্যাটে, তিনি ৪৫ বলে ৪৫ রান করে শরিফুলের হাতে ক্যাচ দিয়ে চলে যায়। তারপরে আর বাংলাদেশী বলারদের সামনে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন স্টার্ক ১৪ বলে ১৪ রান । অস্ট্রেলিয়া  ২০ ওভারে সব উইকেট হারিয়ে করে ১০৮ রান। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট পান মো নাসুম তিনি ০৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ৪  উইকেট শিকার করেন। এদিন বাংলাদেশ দলের সব বলাররাই ভালো বল করে।

স্কোর

বাংলাদেশঃ- ১৩৭/৭(২০)

               সাকিব আল হাসান ৩৩ বলে ৩৬ রান

               নাঈম শেখ ২৯ বলে ৩০ রান

জে হজলউড ৪ ওভার ২৪ রান ৩ উইকেট

স্টার্ক ৪ ওয়ার ৩৩  রান ২ উইকেট

অস্ট্রেলিয়া:- ১০৮(১০)

        মার্শ:- ৪৫(৪৫)

স্টার্ক ১৪ (১৪)

নাসুম আহম্মেদ ৪ ওভার ১৯ রান ৪ উইকেট

মোস্তাফিজুর রহমান ৪ ওভার ১৬ রান ২ উইকেট

                                    এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্দন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *