শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি
শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি
| শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন একটি ক্ষুদ্রঋণ সংস্থা (এমআরএ সনদ নং ০০১৭৬-০০০৫৯-০০০১৮) যা ১৯৯২ সাল থেকে সুবিধাবঞ্চিত মহিলাদের দারিদ্র বিমােচনে কাজ করে আসছে। সংস্থার কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগ (চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, কুমিল্লা, নােয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষীপুর), খুলনা বিভাগ (খুলনা, বাগেরহাট, যশাের, ফরিদপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা) এবং ঢাকা বিভাগের (ঢাকা, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, নারায়নগঞ্জ, মানিকগঞ্জ) জেলাসমুহের প্রার্থীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স, ক্ষুদ্র | উদ্যোগ ঋণ (SME) এবং হেলথ প্রোগ্রামে নিম্নোক্ত পদের অন্য দরখাস্ত আহবান করা হচ্ছে। এছাড়াও অন্যান্য জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। |
| প্রতিষ্ঠানের নামঃ- শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন |
তিনটি প্রোগ্রামে শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি । উক্ত প্রতিষ্ঠানে মোট চারটি প্রোগামে মোট ৮৩৮ জন কর্মি নিয়োগ দিচ্ছে।
| ১) শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরির প্রোগ্রামের নামঃ- মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম (MFP) |
| ১। পদের নামঃ- ট্রেইনি ক্রেডিট অফিসার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক
বয়সঃ- সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতাঃ- অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদ সংখ্যাঃ- ৩০০ জন।
মাসিক প্রশিক্ষন কাল (প্রশিক্ষনগকাল) ০৩ মাসঃ- ১০,০০০/-
মাসিক বেতন ও ভাতা প্রশিক্ষন পরিবর্তী(স্থায়ীকরণের পরে)ঃ- ২০.০০০/-
প্রশিক্ষণকালঃ- নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা তিন মাস ট্রেইনি ক্রেডিট অফিসার পদে প্রশিক্ষণে থাকবেন। সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারীদেরকে তিন মাস পরে ক্রেডিট অফিসার পদে স্থায়ীকরণ করা হবে।
২) শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরির প্রোগ্রামের নামঃ- মাইক্রোফাইন্যান্স প্রােগ্রাম (MFP)
| ২। পদের নামঃ- অ্যাকাউন্টেন্ট |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর/ফিন্যান্স/ম্যানেজমেন্ট
বয়সঃ- সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতাঃ- ক্ষুদ্রঋন কার্যক্রমে (শাখা পার্যায়ে) অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদ সংখ্যাঃ- ৮০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ২০,০০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ২২.০০০/-
| ৩। পদের নামঃ- এমই সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মকর্তা পদে ২ বছরের অভিজ্ঞতাসহ ৪ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ১০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৩০,৩০০/- থেকে ৩৬,৭০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৩২,৮০০/- থেকে ৩৮,৩০০/-
| ৪) পদের নামঃ- শাখা ব্যবস্থাপক |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪২ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋন/ ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ৭০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৩০,৩০০/- থেকে ৩৬,০০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৩২,৫০০/- থেকে ৩৯,০০০/-
| ৫। পদের নামঃ- এরিয়া সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋন/ ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/কর্মসূচিতেএরিয়া ম্যানেজার/সুপারভাইজার হিসেবে কমপক্ষে ৫ টি শাখা এবং ১৫ কোটি টাকার ঋন স্থিতি পরিচালনায় ২ বছরের অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ২০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৪১,০০০/- থেকে ৪৪,০০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৪৪,০০০/- থেকে ৪৭,০০০/-
| ০৬। পদের নামঃ- ফাইন্যান্স সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর(অ্যাকাউন্টিং ফিন্যান্স/ম্যানেজমেন্ট)
বয়সঃ- সর্বোচ্চ ৪০ বছর
অভিজ্ঞতাঃ- ক্ষুদ্রঋণ কার্যক্রমে (শাখা পর্যায়ে) ফাইন্যান্স সুপারভাইজার হিসেবে ২ বছরের অথবা অ্যাকাউন্টেন্ট/হিসাবরক্ষক/অডিটর হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ০৮ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৪০,৮০০/- থেকে ৪৫,৩০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৪৩,৮০০/- থেকে ৪৮,৩০০/-
| ০৭। পদের নামঃ- রিজিওন হেড |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪৮ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্রঋণ/ ক্ষুদ্র উদ্দ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার/জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে ২৫ টি শাখা এবং ৬০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ৫ বছরের অভিজ্ঞতা।
পদ সংখ্যাঃ- ০৫ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৬০,০০০/- থেকে ৬৩,৫০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৬৪,০০০/- থেকে ৬৭,৫০০/-
আরও পড়ুনঃ-প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি
| ৩) শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি প্রগ্রামের নামঃ-ক্ষুদ্র উদ্যোগ ঋণ প্রোগ্রাম ( SMEP) |
| ০৮। পদের নামঃ- রিলেশনশীপ অফিসার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৩২ বছর
অভিজ্ঞতাঃ- অভিজ্ঞতার প্রয়োজন নেই।
পদ সংখ্যাঃ- ২০০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ২০,৫০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ২২,৫০০/-
| ০৯। পদের নামঃ- সিনিয়র রিলেশনশীপ অফিসার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৩৫ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মকর্তা পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ৫০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ২৪,৫০০/- থেকে ৩০,৫০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ২৭,০০০/- থেকে ৩৩,০০০/-
| ১০। পদের নামঃ- এসএমই সুপারভাইজার |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৩৫ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মসূচিতে লোন রিভিউ অফিসার পদে ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ৩০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ২৪,৫০০/- থেকে ৩০,৫০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ২৭,০০০/- থেকে ৩৩,০০০/-
| ১১। পদের নামঃ- এরিয়া কো-অর্ডিনেটর |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪৫ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মসূচিতে এরিয়া ম্যানেজার/সুপারভাইজার হিসেবে কমপক্ষে ৪ টি শাখা এবং ২০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ০২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ১০ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৪৩,০০০/- থেকে ৪৮,০০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৪৬,৫০০/- থেকে ৫২,৫০০/-
| ১২। কো-অর্ডিনেটর |
শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর
বয়সঃ- সর্বোচ্চ ৪৮ বছর
অভিজ্ঞতাঃ- স্বনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র উদ্দ্যোগ ঋণ/এন্টারপ্রাইজ ঋণ/এসএমই কর্মসূচিতে এরিয়া ম্যানেজার/সুপারভাইজার হিসেবে কমপক্ষে ১৫ টি শাখা এবং ৮০ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনায় ০৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ০৫ জন।
মাসিক বেতন ও ভাতা (শিক্ষানবিশকালো)ঃ- ৫৫,০০০/- থেকে ৬৫,৫০০/-
মাসিক বেতন ও ভাতা (স্থায়ীকরণের পরে)ঃ- ৫৮,০০০/- থেকে ৭০,০০০/-
আরও পড়ুনঃ- প্রমি এগ্রো ফুডস্ লিঃ নিয়োগ
| ৪) শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি প্রোগ্রামের নামঃ- হেলথ প্রোগ্রাম (Health Program) |
| শক্তি ফাউন্ডেশন এর হেলথ প্রােগ্রামের আওতায় সমগ্র দেশব্যাপী শক্তি মেডিকেল কেয়ার সেন্টার (SICC) পরিচালনার লক্ষ্যে স্থানীয় পর্যায়ে নিম্নোক্ত পদে জনা যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান ব্রা হচ্ছে। উল্লেখ্য যে, ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা-নবাবগঞ্জ, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশােরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা (চৌদ্দগ্রাম, মজিদপুর, মুরাদপুর, দেবিদ্বার, দাউদকান্দি), নােয়াখালী, মানিকপঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদাহ, যশাের, ঝালকাঠি, মাদারীপুর, চট্টগ্রাম, বান্দরবন এবং কক্সবাজার জেলার সকল থানার প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| ১৩। পদের নামঃ- মেডিকেল অ্যাসিস্ট্যন্ট/(চুক্তি ভিত্তিক) |
শিক্ষাগত যোগ্যতাঃ- মেডিকেল উনস্টিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্সে সম্পন্ন হতে হবে। এবং BMDC সনদধারী হতে হবে।
বয়সঃ- সর্বোচ্চ ৩০ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পদ সংখ্যাঃ- ৫০ জন।
মাসিক বেতনঃ- ১৮,০০০/-
| শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি অন্যান্য সুযোগ-সুবিধা |
অন্যান্য সুযােগ-সুবিধা ১) ১-৬ নং পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ী এলাকায় অবস্থিত শাখাসমুহে কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০-২৫০০/- টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান না হবে।
২) সংস্থার পলিসি অনুযায়ী দুরত্ব ভাতা (৭৫০-২৫০০/- টাকা,নিজ জেলা থেকে কর্মস্থলের দুরত্ব অনুযায়ী) বৈশাখী ভাতা, বছরে ২ টি উৎসব বােনাস সুবিধা।
৩) স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমােশনের সুবিধা।
৪) কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে।
৫) সংস্থার পলিসি অনুযায়ী কর্মকালীন সময়ে মৃত্যুজনিত কারণে সক্ষণ কর্মীর ক্ষেত্রে ১ লক্ষ টাকা পরিবারকে সহায়তা প্রদান।
৬) নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ৬ (ছয়) মাস এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি ৭ (সাত) দিন।
৭) কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ।
৮) সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারসমূহে প্যাঘলজিক্যাল টেস্টের সুবিধা।
৯) সংস্থার পলিসি অনুযায়ী মাঠপর্যায়ের কর্মীদের মাসিক পারফরমেন্সের ভিত্তিতে ইনসেনটিভ সুবিধা।
| শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি প্রশিক্ষণ ফিঃ- |
প্রশিক্ষণ ফি হিসেবে এরিয়া সুপারভাইজার, এরিয়া কো-অর্ডিনেটর ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক ও সিনিয়র রিলেশনশীপ অফিসার পদের জন্য ৫,০০০ টাকা এবং অ্যাকাউন্টেন্ট ও রিলেশনশীপ অফিসার পদের ন্য ৬,০০০ টাকা জমা দিতে হবে।
আরও পড়ুনঃ- জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) চাকরি
| শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি আবেদন করার শর্তাবলী ও নিয়মাবলীঃ- |
উল্লেখিত ২-১১(৭নং ব্যতিত) নংপদের শিক্ষানবিশকাল ৬ মাস এবং ৭ ও ১২ নং পদের শিক্ষানবিশকাল ১বছর।
তালা ২ কপি রঙিন ছবি, সল শিক্ষাগত যোগ্যতার সনদ, চাকরির অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দু’জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মােবাইল নম্বরসহ নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র আগামী ফেব্রুয়ারী ২৮, ২০২২ তারিখের মধ্যে পাঠাতে হবে খামের উপর পদের নাম স্পষ্ট করে লিখতে হবে ত্সংস্থার চাহিদা অনুযায়ী নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রার্থীকে প্রয়ােজনীয় কাগজপত্র প্রদান করতে হবে * শুধুমাত্র বাছাইকৃত যােগ্য প্রার্থীদের নিয়ােগ পরীক্ষার জন্য ডাকা হবে *অধ্যয়নরত ছাত্র- ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নেই * নির্বাচিত প্রার্থীদের জীবন বৃত্তান্তে উল্লেখিত তথ্যাবলি সংস্থার নিজস্ব প্রক্রিয়ায় যাচাই করা হবে * লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মােবাইলে SMS (Shakti-01817-031440)এর মাধ্যমে জানানাে হবে। শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতিত অন্য কোন মাধ্যমে (বিকাশ, রকেট, নগদ ইত্যাদি) আর্থিক লেনদেন করে না। নিয়ােগ প্রত্যাশী প্রার্থী থেকে কোন প্রতারক চক্র টাকা দাবী করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো।
| শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি আবেদনের ঠিকানাঃ- |
সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর#৪, রােড নম্বর#১ (মেইন রোড), ব্লক#এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬। এ বিজ্ঞপ্তি সম্পর্কে আরাে বিস্তারিত জানতে ভিজিট করুন www.shakti.org.bd/career , www.facebook.com/SFDWbd

