Sports

ব্যাটিং ব্যার্থতায় বাংলাদেশের হার

Spread the love

ব্যাটিং ব্যার্থতায় বাংলাদেশের হার

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে ২য় টি২০ ক্রিকেট ম্যাচে ২৪ রানে হেরেছে বাংলাদেশ দল । প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ক্রিকেটাররা । নির্ধারিত ২০ ওভারে ০৬ উইকেট হারিয়ে ১৬৬ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ বলে ৭৩ রান করেন ওয়েসলি মাধবারে এবং দ্বিতীয় সর্বোচ্চ ১৯ বলে ৩৪ রান করেন রায়ান বুরিল । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন শরিফুল ইসলাম, তিনি ০৪ ওভারে ৩৩ রান ‍দিয়ে ০৪ উইকেট শিকার করেন। তবে বলারদের মধ্যে সবচেয়ে কম রান দেয় তাসকিন আহম্মদ সে ০৪ ওভার বল করে ২৮ রান ‍দেয় তবে কোন উইকেটের দেখা পাননি।

জবাব দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা জিম্ববুয়ে বলারদের সামনে দাড়াতেই পারেননি । বাংলাদেশের দলিও ১৪ রানের মাথায় নাঈম শেখের উইকেট হারায় তারপর শুরু হয় আশা যাওয়ার খেলা । জিম্বাবুয়ে বলারদের ভালোমতো  শাষন করতে কোন ব্যাটসম্যানই পারেনি । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ রান আসে অভিষেক ব্যাটসম্যান শামিম পাটোয়ারির ব্যাট থেকে  ১৩ বলে ২৯ রানে ০৩ চার আর ০২ ছয় ২৩৩ স্টাইকরেটে এ রান করে  সাজ ঘরে ফিরেন।  ১৯.৫ বলে ১৪৩ রানে বাংলাদেশ দল অলআউট হয়।

স্কোর জিম্বাবুয়েঃ- ১৬৬/৬(২০)

               ওয়েসলি মাধবারে  ৭৩ (৫৭)

               রায়ান বুরিল ৩৪(১৯)

শরিফুল ইসলাম ৪ ওভার ৩৩ রান ৪ উইকেট

তাসকিন আহম্মদ ৪ ওয়ার ২৮  রান ০ উইকেট

বাংলাদেশঃ- ১৪৩ (১৯.৫)

        শামিম পাটোয়ারিঃ- ২৯(১৩)

       আফিফ হোসেন  ২৪ (২৫)

মাসাকাদজা ৪ ওভার ২০ রান ৩ উইকেট

জংগুই ৩.৫ ওভার ৩৩ রান ৩ উইকেট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *