LifestyleNews

ফরজ সালাতের পর নবীজির আমল 3712

Spread the love

ফরজ সালাতের পর নবীজির আমল 3712

নবী কারিম (সঃ) ফরজ সালাত/নামাজের পরে এই সকল দোয়া গুলো আমল করতেন।

১। “আসতাগফেরুল্লাহ” -৩ বার।  অর্থঃ হে আল্লাহ! আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করছি। (মুসলিম,১২২২) 

২। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারকতা ইয়া যাল-জালালী ওয়াল ইকরাম-১বার।

اللهم أنت السلام، ومنك الشفى تباركت يا ذا الجلال والإكرام

অর্থঃ হে আল্লাহ! তুমি শান্তিময়, তােমার কাছ থেকেই শাস্তি অবতীর্ণ হয়। তুমি বরকতময়, হে পরাক্রমশালী ও মর্যাদা  প্রদানকারী। (মুসলিম,১২২১)।

৩। আয়াতুল কুরসী (সূরা বাকারার ২৫৫ নং আয়াত) -১ বার ফজীলতঃ রাসুলুল্লাহ প্পি বলেছেনঃ “যে ব্যক্তি প্রত্যেক ফরয সালাতের পর ‘আয়াতুল কুরসী পাঠ করে মৃত্যু ছাড়া আর কিছুই তাকে জান্নাতে প্রবেশ করা থেকে বিরত রাখতে পারবেনা। (নাসায়ী, হাদীস সহীহ, সিলসিলাহ সহিহাহ-হাদিস ৯৭২)।

৪। “সুবাহানাল্ল-হ” -৩৩ বার,আলহামদুলিল্লাহ”-৩৩ বার,”আল্লাহু-আকবর” ৩৩ বার।তারপরঃ লা-ইলা-হা ইল্লাল্লহু ওয়াহদাহু লা-শারীকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুওয়া আলা-কুল্লি শাইয়িন ক্বদীর-১বার। ফজীলতঃ এগুলাে পাঠে গুনাহসমূহ সমুদ্রের ফেনারাশির মতাে অসংখ্য হলেও ক্ষমা করে দেয়া হয়।) (মুসলিম, ১২৪০)

আরও পড়ুনঃ- শিশু সন্তান মারা গেলে মা বাবা কি জান্নাতে যাবে?

৫। সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস-১ বার করে।(সকাল-সন্ধ্যায় ৩ বার করে) (আবু দাউদ,১৫২৩)।

৬। “আল্লাহুম্মা আইন্নি আ’লা জিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি  ইবাদাতিকা” -১বার।

اللهم أعني على اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك

 অর্থ: হে আল্লাহ! আমাকে তােমার যিকির করার সুযােগ দাও,তােমার অনুগ্রহের শুকরিয়া আদায়ের সুযােগ দাও এবং সুন্দরভাবে তােমার ইবাদত করার সুযােগ দাও।(আবু দাউদ,১৫২২)।

৭।“আল্ল-হুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনি ওয়া আউযুবিকা মিনাল বুখলি ওয়া আউযুবিকা মিন আরযালিল ‘উমুরি ওয়া আ’উযুবিকা মিং ফিত্নাতিল দুনিয়া-ওয়া ‘আযা-বিল কবরি” -১ বার। (সহীহ বুখারী/২৮২২)। রাসূল এর পঠিত আরাে অনেক দোয়া বিভিন্ন হাদীসে বর্ণিত হয়েছে।

ফরজ সালাতের পরে দোয়া
ফরজ সালাতের পরে দোয়া
ফরজ সালাতের পর নবীজির আমল 3712
ফরজ সালাতের পর নবীজির আমল 3712

ফরজ সালাতের পর নবীজির আমল 3712 ফরজ সালাতের পর নবীজির আমল 3712 ফরজ সালাতের পর নবীজির আমল 3712

2 thoughts on “ফরজ সালাতের পর নবীজির আমল 3712

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *