News

পিলখানা হত্যা ইতিহাস 3725

Spread the love

পিলখানা হত্যা ইতিহাস 3725

২৫ ও ২৬ ফেব্রুয়ারি, বাংলাদেশের ইতিহাসে কালো একটি দিন। ২০০৯ সালের পিলখানায় বিডিআর সদর দফতরে ঘটে এক মর্মান্তিক ও নৃশংস ঘটনা. তখন সকাল ৯টা ২৭ মিনিট। দরবার হলে চলমান বার্ষিক দরবারে একদল বিদ্রোহী বিডিআর সৈনিক ঢুকে মহাপরিচালকের বুকে আগ্নেয়াস্ত্র তাক করেন। বিডিআরের বিদ্রোহী সৈনিকরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেনা কর্মকর্তাদের হত্যা করে এবং তাদের পরিবারকে জিম্মি করে ফেলেন। চারটি প্রবেশ গেটই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আশপাশের এলাকায় গুলি ছুঁড়তে থাকে। জন্ম নেয় এক বীভৎস ঘটনার।

৩৬ ঘণ্টা পর এ বিদ্রোহের অবসান ঘটলেও ততক্ষণে বিদ্রোহী সৈনিকরা কেড়ে নেয় ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তার জীবন। পিলখানায় পরিণত হয় এক রক্তাক্ত প্রান্তর। ঘটনার পর পিলখানা থেকে আবিষ্কৃত হয় গণকবর। গণকবর থেকে উদ্ধার করা হয় সেনা কর্মকর্তাদের লাশ।  এ ঘটনায় সারাদেশের মানুষ হতবাক হয়ে যায়। মাত্র ৩৬ ঘণ্টার এ হত্যাযজ্ঞে ৫৭ জন মেধাবী সেনা কর্মকর্তা, একজন সৈনিক, দুইজন সেনা কর্মকর্তার স্ত্রী, ৯ জন বিডিআর সদস্য ও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। রাজধানী পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে সংগঠিত নৃশংস ভাবে হত্যাকরা হয়. ইতিহাসের সবচেয়ে বড় নির্লজ্জ তম হত্যাকান্ড, হত্যা করা হয়েছিলো ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তা সহ ৭৪ জনকে হত্যার মাধ্যদিয়েই দেশপ্রেমিক সেনাবাহিনীকে হারাতে হইছে, যাদের শূন্যতা কখনো পূরণ করা সম্ভব নয়।

আরও পড়ুনঃ-ফরজ সালাতের পর নবীজির আমল

পিলখানায় বিডিয়ার বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের তালিকা:

 ১) মেজর জেনারেল শাকিল আহমেদ

২) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেন

৩) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আব্দুল বারী

৪) কর্নেল মো. মজিবুল হক

৫) কর্নেল মো. আনিস উজ জামান

৬) কর্নেল মোহাম্মদ মসীউর রহমান

পিলখানা হত্যা
পিলখানা হত্যা

৭) কর্নেল কুদরত ইলাহী রহমান শফিক

৮) কর্নেল মোহাম্মদ আখতার হোসেন

৯) কর্নেল মো. রেজাউল কবীর

১০) কর্নেল নাফিজ উদ্দীন আহমেদ

১১) কর্নেল কাজী এমদাদুল হক

১২) কর্নেল বিএম জাহিদ হোসেন

১৩) কর্নেল সামসুল আরেফিন আহাম্মেদ

১৪) কর্নেল মো. নকিবুর রহমান

১৫) কর্নেল কাজী মোয়াজ্জেম হোসেন 

১৬) কর্নেল গুলজার উদ্দিন আহমেদ

১৭) কর্নেল মো. শওকত ইমাম

১৮) কর্নেল মো. এমদাদুল ইসলাম

১৯) কর্নেল মো. আফতাবুল ইসলাম

২০) লেফটেন্যান্ট কর্নেল এনশাদ ইবন আমিন

২১) লেফটেন্যান্ট কর্নেল শামসুল আজম

২২) লেফটেন্যান্ট কর্নেল কাজী রবি রহমান, এনডিসি

২৩) লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মোহাম্মদ

২৪) লেফটেন্যান্ট কর্নেল মো. বদরুল হুদা

২৫) লেফটেন্যান্ট কর্নেল এলাহী মঞ্জুর চৌধুরী

২৬) লেফটেন্যান্ট কর্নেল মো. এনায়েতুল হক, পিএসসি

২৭) লেফটেন্যান্ট কর্নেল আবু মুছা মো. আইউব

২৮) লেফটেন্যান্ট কর্নেল মো. সাইফুল ইসলাম

২৯) লেফটেন্যান্ট কর্নেল মোঃ লুৎফর রহমান

৩০) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাজ্জাদুর রহমান

৩১) লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান খান

৩২) মেজর মো. মকবুল হোসেন 

৩৩) মেজর মো. আব্দুস সালাম খান

৩৪) মেজর হোসেন সোহেল শাহনেওয়াজ

৩৫) মেজর কাজী মোছাদ্দেক হোসেন

৩৬) মেজর আহমেদ আজিজুল হাকিম

৩৭) মেজর মোহাম্মদ সালেহ

৩৮) শহীদ মেজর কাজী আশরাফ হোসেন

৩৯) মেজর মাহমুদ হাসান

৪০) মেজর মুস্তাক মাহমুদ

৪১) মেজর মাহমুদুল হাসান

৪২) মেজর হুমায়ুন হায়দার

৪৩) মেজর মোঃ আজহারুল ইসলাম

পিলখানা সেনাদের লাশ
পিলখানা সেনাদের লাশ

৪৪) মেজর মো. হুমায়ুন কবীর সরকার

৪৫) মেজর মোঃ খালিদ হোসেন

৪৬) মেজর মাহবুবুর রহমান

৪৭) মোঃ মিজানুর রহমান

৪৮) মেজর মোহাম্মদ মাকসুম-উল-হাকিম

৪৯) মেজর এস এম মামুনুর রহমান

৫০) মেজর মোঃ রফিকুল ইসলাম

৫১) মেজর সৈয়দ মো. ইদ্রিস ইকবাল

৫২) মেজর আবু সৈয়দ গাযালী দস্তগীর

৫৩) মেজর মুহাম্মদ মোশারফ হোসেন

৫৪) মেজর মোহাম্মদ মমিনুল ইসলাম সরকার

৫৫) মেজর মোস্তফা আসাদুজ্জামান

৫৬) মেজর তানভীর হায়দার নূর

৫৭ ক্যাপ্টেন মোঃ মাজহারুল হায়দার।

পিলখানা হত্যা ইতিহাস 3725 পিলখানা হত্যা ইতিহাস 3725 পিলখানা হত্যা ইতিহাস 3725 পিলখানা হত্যা ইতিহাস 3725 পিলখানা হত্যা ইতিহাস 3725

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *