জিহ্বা দেখে রোগ নির্ণয় 21
জিহ্বা দেখে রোগ নির্ণয়
ডাক্তার জিহ্বা দেখে রোগীকে পরিক্ষা নিরীক্ষা করেন নিশ্চয় দেখেছেন, জানেন এর কারন কি? কারণ জিহ্বা দেখলেই অনুমান করা যায় কোন রোগে আক্রা’ন্ত হয়েছে । স্বাস্থ স’স্পর্কে অনেকটাই ধারনা করা যায় জিহ্বা দেখে। আকার, গঠন এবং রং এর ওপর ভিত্তি করে আপনার জিহ্বা আপনার স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।

আরও পড়ুনঃ- কোষ্ঠকাঠিন্য হলে কি খেতে হয় এবং কোন কোন খাবার খেলে কোষ্ঠকাঠিন্য হয় দেখে নিন।
যেমনঃ-
নীল জিহ্বাঃ- কিডনির সমস্যা, আপনার জিহ্বার রং নীল হলে বলা যায় যে আপরি কিডনি সমস্যায় ভুগছেন।
হলুদ জিহ্বাঃ- পাকস্থলি বা লিভারে সমস্যা, হলুদ রং এর জিহ্বা দেখে বোঝা যায় যে পাকস্থলি বা লিভার সমস্যায় ভুগছে।
উজ্জল লাল জিহ্বাঃ- হার্টের সমস্যা ও রক্তের সমস্যা। উজ্জল লাল মানে হার্টের সমস্যা ও রক্তের ভিবিন্ন সমস্যা রয়েছে।
ফ্যাকাশে জিহ্বাঃ- ভিটামিন ও পুষ্টির সমস্যা। জিহ্বার রং ফ্যাকাশে হলে সে ভিটামিন ও তার শরীরের পুষ্টির ঘাটতি রয়েছে।
সাদা জিহ্বাঃ- পানি শুন্যতা, ফাঙ্গাল ইনফেকশন ও ফ্লু। সাদা রং এর জিহ্বা দেখে বলা যায় যে পানি শুন্যতা , ফাঙ্গাল ইনফেকশন ও ফ্লু সমস্যা রয়েছে


জিহ্বা দেখে রোগ নির্ণয়
