News

রকেটের ধ্বংসাবশেষ আচড়ে পড়ল পৃথিবীতে 5B

Spread the love

রকেটের ধ্বংসাবশেষ আচড়ে পড়ল পৃথিবীতে 5B

আলোচিত সেই চিনা রকেটের ধংসাবশেষ ভারত সাগরে পতীত হয়েছে। রয়টার্স এক প্রতিবেদনে জানান চীনের রকেটের ধংসাবশেষ  ভারত সাগরে পতিত হয়েছে। এতে কোন হতাহতো হয়নি, উল্লেখ্য চীনের মহাকাশ স্টেশন স্থাপনের জন্য গত ২৯ এপ্রিল বুধবার “লং মার্চ ৫ বি “রকেটটি উৎক্ষেপ করা হয়। রকেটটি সফল ভাবে উৎক্ষেপ করা গেলেও পরে তার নিয়ন্ত্রণ হারায় গ্রাইন্ড স্টেশন। পরে সেটি পৃথিবীর কক্ষ পথে গুড়তে থাকে। এর ভিতরই রকেটের একটি অংশ (প্রায় ১০০ ফিট) রকেট থেকে আলাদা হয়ে পৃথিবীর দিকে ধেয়ে এসে আছড়ে পরল। রয়টার্স জানান রকেটটি আছড়ে পরার আগে বায়ুমন্ডলে বসে এর অনেকটা অংশ পুড়ে যায়। এর আগে বলা হয়েছিলো যে চিনের এই রকেটের ধংসাবশেষ পৃথিবীতে আছড়ে পরবে তবে কোথায় এটি পড়তে পারে তার কোন ধারনা আচ করতে পারছিলো না। তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে বলা হয়েছিলো যে রকেটের ধংসাবশেষ নিয়ন্ত্রনে তারা কোন ভূমিকা পালন করবে না তবে এটা সমুদ্রে অবতরনের সম্ভাবনা রয়েছে বলে আশা করা যাচ্ছে।

চীনা রকেটের ধ্বংসাবশেষ আচড়ে পড়ল পৃথিবীতে চীনা রকেটের ধ্বংসাবশেষ আচড়ে পড়ল পৃথিবীতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *