Lifestyle

গুরুত্বপূর্ণ ০৮ টি জিকির

Spread the love

গুরুত্বপূর্ণ ০৮ টি জিকির

  • জিকির – ১
    ‘প্রতিদিন ১০০ বার সুবহানাল্লাহ্ পাঠ করলে ১০০০ সাওয়াব লিখা হয় এবং ১০০০ গুনাহ মাফ করা হয়।’

( সহীহ মুসলিম – ৪/২০৭৩ )

  • জিকির – ২
    ‘আলহামদুলিল্লাহ্’ মীযানের পাল্লাকে ভারী করে দেয় এবং সর্বোত্তম দোআ।

( তিরমিযী – ৫/৪৬২, ইবনে মাযাহ – ২/১২৪৯, হাকিম – ১/৫০৩, সহীহ আল জামে – ১/৩৬২ )

  • জিকির – ৩
    ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ সর্বোত্তম যিকর।
    ( তিরমিযী – ৫/৪৬২, ইবনে মাযাহ – ২/১২৪৯, হাকিম – ১/৫০৩, সহীহ আল জামে – ১/৩৬২ )
  • জিকির – ৪
    ‘সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলা হা ইল্লাল্লাহু আল্লাহু আকবার’ এই কালিমাগুলো আল্লাহর নিকট অধিক প্রিয় এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “পৃথিবীর সমস্ত জিনিসের চইতে আমার নিকট অধিক প্রিয়।”

( সহীহ মুসলিম – ৩/১৬৮৫ , ৪/২০৭২ )

  • জিকির – ৫
    যে ব্যক্তি ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী’ প্রতিদিন ১০০ বার পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ (সগীরা) গুনাহ থাকলে ও তাকে মাফ করে দেওয়া হবে।

( সহীহ বুখারী – ৭/১৬৮, সহীহ মুসলিম – ৪/২০৭১ )

  • জিকির – ৬
    নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সুবহানাল্লাহি ওয়াবিহামদিহী সুবহানাল্লিল আযীম’ এই কালীমা গুলো জিহ্বায় উচ্চারণে সহজ , মীযানের পাল্লায় ভারী ও দয়াময় আল্লাহর নিকট প্রিয়।

( সহিহ বুখারী – ৭/১৬৮, সহীহ মুসলিম – ৪/২০৭২ )

  • জিকির – ৭
    যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আযীমি ওয়াবি হামদিহী’ পাঠ করবে প্রতিবারে তার জন্য জান্নাতে একটি করে (জান্নাতী) খেজুর গাছ রোপন করা হবে ।
    ( জামে আত তিরমিযী – ৫/৫১১, আল হাকীম – ১/৫০১, সহীহ আল-জামে – ৫/৫৩১, সহীহ আত তিরমিজী – ৩/১৬০ )
  • জিকির – ৮
    নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহ’ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমুহের মধ্যে একটি গুপ্তধন।

( সহীহ বুখারী – ১১/২১৩, সহীহ মুসলিম – ৪/২০৭৬ )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *