LatestLifestyleLifestyle

আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত ! 4416

Spread the love

আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত

রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’যে ব্যাক্তি দৃঢ় বিশ্বাসের সাথে আযানের জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে। (সুনানে নাসাঈ; হাসান; হাদীস নং- ৬৭৪)

ajan

কিভাবে জবাব দেবেন আজানের?

আবু সাঈদ খুদরি (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’যখন তোমরা আজান শুনতে পাও, তখন মুয়াজ্জিন যা বলে তোমরা তাই বল’ (সহীহ মুসলিম, হাদিস নং-৩৮৩)

উমার ইবন খাত্তাব (রাঃ) বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’মুয়াজ্জিন যখন ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ বলে তখন তোমাদের কোন ব্যাক্তি আন্তরিকতার সাথে তার জবাবে বলে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ যখন মুয়াজ্জিন বলে, ‘আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ’ এর জবাবে সেও বলে ‘আশহাদু আল-লা ইলাহা ইল্লাল্লাহ’ ; অতঃপর মুয়াজ্জিন যখন বলে ‘আশহাদু আন্না মুহাম্মাদান রাসুলুল্লাহ’ এর জবাবে সে বলে ‘আশহাদু আন্না মুহাম্মাদান রাসুলুল্লাহ’ ; অতঃপর মুয়াজ্জিন বলে ‘হাইয়া আলাস সলাহ’ এর জবাবে সে বলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’; অতঃপর মুয়াজ্জিন যখন বলে ‘হাইয়া আলাল ফালাহ’ এর জবাবে সে বলে ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’; অতঃপর মুয়াজ্জিন যখন বলে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ এর জবাবে সে বলে ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ; অতঃপর মুয়াজ্জিন যখন বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর জবাবে সে বলে ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ আজানের এই জবাব দেয়ার কারনে সে জান্নাতে যাবে। (সহীহ মুসলিম, হাদিস নং-৩৮৫) [অর্থ্যাৎ আজানের জবাব দেয়ার নিয়ম হলো, মুয়াজ্জিন যা বলবে তাই বলা, শুধু হাইয়ালাস সালা, এবং হাইয়ালাল ফালা, এই দুই বাক্যের সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা বলা

আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত ! 4416

আরও পড়ুন:- নীল নদে কেন যুবতী নারী বলি দেয়া হতো

আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দু’আর ফজিলতঃ

আনাস ইবন মালিক (রাঃ) সুত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুল (সাঃ) বলেছেনঃ ‘’জান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দু’আ কখনও প্রত্যাখ্যান হয় না’’ আবু দাউদ; সহীহ; (হাদীস নঃ ৫২১) আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন-আমীন।

আজানের দোয়া

আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত আজানের জবাব দেওয়ার নিয়ম এবং তার গুরুত্ব ও ফজিলত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *