Jobs circular

Popular Diagnostic Center Job Circular

Spread the love

Popular Diagnostic Center Job Circular

পপুলার ডায়াগনিস্টিক সেন্টার লিঃ –এর ঢাকা ও ঢাকার বাহিরে বিভিন্ন শাখা সমূহে নিম্নলিখিত পদে অভিজ্ঞ লোক নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের জীবন বৃত্তান্ত, ২ কপি ছবি,, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত ফটো কপি, যোগাযোগের জন্য মোবাইল নম্বরসহ খামের ওপরে পদের নাম উল্লেখপূর্বক আগামী ৩১ আগস্ট ২০২১ইং তারিখের মধ্যে নিম্ন ঠিকানায় ব্যবস্থাপনা পরিচালক বরাবর আবেদন করার জন্য অনুরোধ করা হলো।

১) পদের নামঃ- বায়োকেমিষ্ট্রি/মাইক্রোবায়োলজিস্ট(পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- ব্যায়োকেমিস্টি ও মলিকুল্যার বায়োলজী/মাইক্রোবায়োলজিতে অনার্সসহ  মাস্টার্স ও কোন প্রতিষ্ঠিত ল্যাবরেটরীতে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

২) পদের নামঃ- একাউন্ট অফিসার (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- একাউন্টিংয়ে অনার্সসহ মাস্টার্স এবং  কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ বিষয়ে ২-৩ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা।

৩)পদের নামঃ- পাবলিক রিলেশন্স অফিসার (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্নাতকোত্তন ডিগ্রীসহ কোন প্রতিষ্ঠানে সংশ্লিষ্ঠ বিষয়ে  কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে উদ্যম, পরিশ্রমী ও রোগী সেবার মানসিকতা সম্পন্ন হতে হবে।

৪) পদের নামঃ- কাস্টমার সার্ভিসেস অফিসার এন্ট্রি কাউন্টার (পুরুষ )

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্নাতক/স্নাতকোত্তন ডিগ্রীসহ  সংশ্লিষ্ঠ বিষয়ে কোন ডায়াগনস্টিক সেন্টারে কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা  থাকতে হবে।

৫)পদের নামঃ- আইটি অফিসার  (পুরুষ) সিস্টেম/হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- বিএসসি ইন কম্পিউটার সায়েন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩-৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৬) পদের নামঃ-মেডিকেল টেকনোলজিস্ট (CT.&MRI) (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- রেডিওলজী এন্ড ইমেজিং-এ ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে ৫-৬ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ 1.5 Tesal MRI ও Multi Slice CT.Scan Machine –এ কাজ করার বাস্তব অভিজ্ঞতা।

৭)পদের নামঃ-মেডিকেল টেকনোলজিস্ট (X-Ray) পুরুষ/মহিলা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- রেডিওলজী এন্ড ইমেজিং-এ ডিপ্লোমাসহ সংশ্লিষ্ঠ কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৮) পদের নামঃ- মেডিকেল টেকনোলজিস্ট (পুরুষ) বায়ো.মাইক্রো,ক্লিনিঃ

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- ল্যাবরেটরী মেডিসিনে ডিপ্লোমা/বি.এস.সি. ডিগ্রীসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

৯)পদের নামঃ- ল্যাব টেকনিশিয়ান (প্যাথলজী কালেকশন) পুরুষ/মহিলা

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- ল্যাবরেটরী মেডিসিনে ডিপ্লোমাসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১০)পদের নামঃ- কম্পিউটার অপারেটর (পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্নাতক/স্নাতকোত্তন ডিগ্রী এবং কম্পিউটার রিপোর্ট টাইপিং কাজে পারদর্শিতাসহ কোন প্রতিষ্ঠিত ডায়াগনস্টিক সেন্টারে সংশ্লিষ্ট  কাজে  বাস্তব অভিজ্ঞতা  থাকতে হবে।

১১)পদের নামঃ- ইসিজি/ইটিটি/ইইজি টেকনিশিয়ান (মহিলা)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- মেডিকেল এ্যাসিস্টেন্ট ট্রেইনিং স্কুল(মাটস) থেকে সনদ প্রাপ্ত ও সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

১২)পদের নামঃ- টেলিফোন অপারেটর (কল সেন্টার) (পুরুষ/মহিলা)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম স্নাতক  পাসসহ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার।

১৩)পদের নামঃ- নিরাপত্তা পরিদর্শক (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম এসএসসি  পাসসহ সংশ্লিষ্ট কাজে ২-৩ বছর বাস্তব কাজের  অভিজ্ঞদের অগ্রাধিকার।

১৪)পদের নামঃ- ইলেক্ট্রিশিয়ান/এ.সি. টেকনিশিয়ান/প্লাম্বার (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম এসএসসি  পাস ও  ট্রেড কোর্স সম্পন্নসহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

১৫) পদের নামঃ- নিরাপত্তা প্রহরী (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম এসএসসি  পাসসহ সংশ্লিষ্ট কাজে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।  সেনাবাহিনী, বিজিবি ও আনসার থেকে অবসর প্রাপ্তদের  অগ্রধিকার দেয়া হবে।

১৬) পদের নামঃ- লিফট অপারেটর (পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম এসএসসি  পাস।

১৭) পদের নামঃ- আল্ট্রাসনোগ্রাম সহকারী (মহিলা) ল্যাব সহকারী/এক্স-রে সহকারী(পুরুষ)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- নুন্যতম এসএসসি  পাস।

বিঃদ্রঃ- প্রার্থীর নিজ জেলার বাইরে কাজ করার মানসিকত থাকতে হবে এবং কোন প্রকার ব্যাক্তিগত যোগাযোগ বা সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে।

ঠিকানা:- পপুলার ডায়ানস্টিক সেন্টার লিঃ

House -16, Road-2, Dhanmondi, Dhaka.

Phone:- 09613787801

Popular Diagnostic Center Job Circular Popular Diagnostic Center Job Circular Popular Diagnostic Center Job Circular Popular Diagnostic Center Job Circular Popular Diagnostic Center Job Circular

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *