Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ
Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা। কমপক্ষে ১৫ বছর কাজ করার এবং কাজের নক্শা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতাসহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে । মাসিক বেতন: ৪৫,০০০-৫০,০০০ টাকা। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
■ সাইট ইঞ্জিনিয়ার: সিভিল ইঞ্জিনিয়ারিং- এ ডিপ্লোমা। কমপক্ষে ১০ বছর কাজ করার এবং কাজের নক্শা, পরিমাপ ও বিশ্লেষণ করার দক্ষতাসহ নির্মাণ কাজ পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে । মাসিক বেতন: ২৮,০০০-৩৩,০০০ টাকা। বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
■ হিসাবরক্ষণ কর্মকর্তা (ফ্যাক্টরী): হিসাববিজ্ঞানে মাস্টার্স। যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন : ২০,০০০ টাকা।
■ কাউন্টার ইনচার্জ (ফ্যাক্টরী): বাণিজ্যে স্নাতক। হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় পারদর্শী হতে
হবে | মাসিক বেতন: ১৫,০০০ টাকা।
■ নির্মাণ সুপারভাইজার : ন্যূনতম এইচ. এস. সি পাশ। নির্মাণ শ্রমিক পরিচালনায় ও নির্মাণ কাজ তত্ত্বাবধানে কমপক্ষে ০৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মাসিক বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা। বয়স: সর্বোচ্চ ৩৮ বছর।
■ কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী (ফ্যাক্টরী) : ন্যূনতম এইচ.এস.সি পাশ। MS Office – সহ কম্পিউটার চালনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। টাইপের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। মাসিক বেতন: ১৫,০০০ টাকা।
■ শেড সুপারভাইজার (ফ্যাক্টরী) : ন্যূনতম এইচএসসি পাশ। মাসিক বেতন: ১৫,০০০ টাকা। উচ্চতা: ৫
ফিট ৬ ইঞ্চি ।
প্রভিডেন্ট ফাণ্ড
গ্র্যাচুয়িটি
অন্যান্য সুবিধা :
উৎসব ভাতা
- চিকিৎসা সেবা সুবিধা
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান
আগ্রহী প্রার্থীগণ ২৭ এপ্রিল ২০২৩ তারিখের মধ্যে আবেদন করতে ভিজিট করুন
www.akijbiri.com/career
Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ Akij Biri বিভিন্ন পদে জরুরি নিয়োগ
| বর্তমানে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলে প্রতারণা করা হচ্ছে। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নিয়ে প্রার্থীদের ক্ষতিগ্রস্ত করা হয়। 👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না। 👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। 👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য (NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP ইত্যাদি) কখনো শেয়ার করবেন না। 👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। আপনার সতর্কতাই আপনাকে প্রতারণা থেকে রক্ষা করবে। ভুয়া চাকরি বিজ্ঞাপন শনাক্ত করুন, নিরাপদ থাকুন। |
পাশ হলো পুলিশ কমিশন গঠন অধ্যাদেশ

