Jobs circular

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি

Spread the love

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি
প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ের সুপ্রতিষ্ঠিত বেসরকারী উন্নয়ন প্রতিষ্ঠান যা মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) এর সনদপ্রাপ্ত সনদ নং -৩০৭ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ও বিভিন্ন ব্যাংকের আর্থিক সহায়তায় নােয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলার ইউনিয়ন পর্যায়ে সফলতার সাথে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO  প্রতিষ্ঠানে ক্ষুদ্রঅর্থায়ন পরিচালনার জন্য নিম্নবর্ণিত পদে লােক নিয়ােগ করা হবে।
প্রতিষ্ঠানের নামঃ- প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ

পদ সংখ্যাঃ- ১২২ টি

কর্মস্থলঃ- নােয়াখালী, লক্ষীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা

চাকরির ধরনঃ- এনজিও চাকরি।

বেতন ভাতাঃ- বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।

চাকরির বয়সঃ- বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।

লিঙ্গঃ- নির্ধারিত করে বলা হয়নি।

আবেদনের শেষ তারিখঃ- ২৮/০২/২০২২

আবেদনের নিয়মঃ- বিস্তারিত নিচে আলোচনা করা হয়েছে।

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি পদ সম্মূহ।

১। পদের নামঃ- ক্রেডিট অফিসার

পদ সংখ্যাঃ- ১০০ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৩৫ বছর এবং ২৪ বছরের কম নহে (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/সমমান

অভিজ্ঞতাঃ- কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়ােজন নেই।

বেতনঃ- শিক্ষানবিশকাল ২০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ২৬,০০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুনঃ– Marie Stopes Bangladesh NGO Job

২। পদের নামঃ- ব্রাঞ্চ ম্যানেজার

পদ সংখ্যাঃ- ১০ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং  (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর

অভিজ্ঞতাঃ- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে  কমপক্ষে ০২(দুই) বছর চলমান অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে যা আবেদন পত্রে উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।  মােটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতনঃ- শিক্ষানবিশকাল ৩০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ৩৮,০০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

আরও পড়ুনঃ-  কোস্ট ফাউন্ডেশন NGO তে চাকরি ২০২২

৩। পদের নামঃ- অভ্যন্তরীণ নিরীক্ষক ও মনিটরিং অফিসার  

পদ সংখ্যাঃ- ০৬ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৪০ বছর (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর

অভিজ্ঞতাঃ- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় সমপর্যায়ের পদে  কমপক্ষে ০২(দুই) বছর চলমান অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে যা আবেদন পত্রে উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।

বেতনঃ- শিক্ষানবিশকাল ৩০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ৩৮,০০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

৪। পদের নামঃ- এরিয়া ম্যানেজার

পদ সংখ্যাঃ- ০৪ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/স্নাতকোত্তর

অভিজ্ঞতাঃ- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের  সমপর্যায়ের পদে  কমপক্ষে ০২(দুই) বছর চলমান অভিজ্ঞতা সহ কমপক্ষে ০৫ – ০৭ টি শাখা পরিচালনায় দক্ষতা থাকতে হবে। আবেদন পত্রে চাকুরীর অভজ্ঞতা ও শাখার সংখ্যা উল্লেখ আবশ্যক।   কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে। মােটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতনঃ- শিক্ষানবিশকাল ৪০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ৫৪,৮০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

৫। পদের নামঃ- ট্রেনিং অফিসার

পদ সংখ্যাঃ- ০১ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৪০ বছর এবং (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর

অভিজ্ঞতাঃ- জাতীয় পর্যায়ে ক্ষুদ্রঅর্থায়ন কার্যক্রম পরিচালনাকারী সংস্থায় কমপক্ষে ০৫ (পাঁচ) বছরের  সমপর্যায়ের পদে  কমপক্ষে ০২(দুই) বছর চলমান অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন পত্রে চাকুরীর অভিজ্ঞতা উল্লেখ আবশ্যক। কম্পিউটার পরিচালনায় বেসিক ধারনা থাকতে হবে।  মােটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বেতনঃ- শিক্ষানবিশকাল ৩০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ৩৮,০০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

৬। পদের নামঃ- লিগ্যাল অফিসার

পদ সংখ্যাঃ- ০১ জন

বয়সঃ- বয়স সর্বোচ্চ ৪৫ বছর এবং  (২৮/০২/২০২২ পর্যন্ত)

শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতকোত্তর (এলএলবি)

অভিজ্ঞতাঃ- সিভিল (নেগােশিয়েবল ইনুস্ট্রমেস্টস অ্যাক্ট-১৮৮১) এর মামলা পরিচালনা করার  অভিজ্ঞতা থাকতে হবে। আবেদন পত্রে মামলা পরিচালনার অভিজ্ঞতা উল্লেখ আবশ্যক।

বেতনঃ- শিক্ষানবিশকাল ৪০,০০০ টাকা এবং | স্থায়ীকরনের পর ৫৪,৮০০ টাকা বেতন ভাতা প্রাপ্য হবেন।

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি সুবিধাদি

উপরােক্ত সকল পদে শিক্ষানবীশকাল(০৬ মাস) সফলভাবে সমাপ্তিরপর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বেতন স্কেল, বাৎসরিক ইনক্রিমেন্ট, ২টি উৎসব বােনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, সংস্থার নিজস্ব ডরমেটরীতে ফ্রি থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে টিফিন ভাতা , মােটরসাইকেল জ্বালানী ও রক্ষণাবেক্ষণ, ও মােবাইল বিল সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে। চলমান অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থিদের শিক্ষানবীশকাল আলােচনা স্বাপেক্ষে হ্রাস করা যাবে।

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি চাকুরির শর্তাবলীঃ

১। নির্বাচিত প্রার্থীকে নিয়ােগের পর্বে ০১.০২ ও ০৪ নং পদের প্রার্থীদের যথাক্রমে ২০,০০০/-, ৩০,০০০/- ও ৪০,০০০/- নগদ জামানত হিসেবে | জমা প্রদান করতে হবে । যা চাকুরী শেষে নিয়ম অনুযায়ী ফেরৎযােগ্য। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।

২। ১ নং পদে নির্বাচিতদের চাকুরীতে যােগদানের পূর্বে ০১ মাস প্রশিক্ষনকালীন সময় খাবার ও পকেট খরচ বাবদ ১০,০০০/-টাকা সহ আবাসন সুবিধা দেয়া হবে।

৩। নির্বাচিত প্রার্থীকে নিয়ােগের পূর্বে পিতা/ আইনগত অভিভাবককে জামিনদার হিসেবে সংস্থার সাথে চুক্তিবদ্ধ হতে হবে।

৪। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার সময় সকল মূল সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি দেখাতে হবে।

৫। চুড়ান্ত ভাবে নির্বাচিত প্রার্থিদের শিক্ষাগতযােগ্যতার সকল মূল সনদপত্র প্রতিষ্ঠানের নিকট জমা রাখতে হবে।

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি আবেদনের নিয়ম

প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরির আগ্রহী প্রর্থীদের পূর্ণ জীবন বৃত্তান্ত, নাগরিকত্ব সনদ, মূল শিক্ষাগত সনদপত্র সমূহের ফটোকপি, সাম্প্রতিককালের দুই কপি পাসপাের্ট সাইজের ছবি (সত্যায়িত) সহ ০২,০৩,০৪,০৫ ও ০৬ নং পদের প্রার্থীদের নির্বাহী পরিচালক, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, ফান কাশানা ,ফ্লাট # ৩ এ/বি, বাড়ী #৪১, ব্লক # সি, রােড # ০৬, বনানী, ঢাকা-১২১৩, বরাবর আগামী ফেব্রুয়ারী ২৮, ২০২২ ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরন করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ফোন/এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ’র জন্য ডাকা হবে। ০১ নং পদের (নােয়াখালী, লক্ষীপুর ফেনী , চাদপুর ও কুমিল্লা) অঞ্চলের প্রার্থিদের আগামী ১১/০২/২০২২ইং ও ১২/০২/২০২২ইং তারিখ এবং অন্যান্য জেলার প্রার্থিদের আগামী ১৯/০২/২০২২ইং তারিখ প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, আঞ্চলিক কার্যালয়, ডানহিল ভবন, বাড়ী # ৩০, সেন্ট্রাল রােড, নােয়াখালী হাউজিং ষ্টেট, মাইজদী কোট, নােয়াখালী এই ঠিকানায় সকাল ৮.৩০ ঘটিকার মধ্যে আবেদনপত্র ও শিক্ষাগত যােগ্যতার মূল সনদপত্র সহ সরাসরি উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরােধ করা হলাে।

4 thoughts on “প্রিজম ফাউন্ডেশন বাংলাদেশ NGO চাকরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *