Sports

৫ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬০ রানের জয়

Spread the love

৫ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬০ রানের জয়

বাংলাদেশ ক্রিকেট
বাংলাদেশ ক্রিকেট দল
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ম টি-টোয়েন্টিতে ৬০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। ৫ ম্যাচ টি২০ সিরিজের ৫ম টি তে বাংলাদেশ  টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত ন্যায়।  নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১২২ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন নাঈম হাসান ২৩ বলে ২৩ রান। অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন নাথান এলিস, তিনি ০৪ ওভারে ১৬ রান ‍দিয়ে ০২ উইকেট শিকার করেন। তারপরে আছে ড্যানিয়েল ক্রিষ্টিয়ান ০৪ ওভার বল করে ১৭  রান ‍দিয়ে ০২ উইকেটের শিকার করেন।
জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা ব্যাটিং বিপর্যয়ে পরেন, মাত্র ৬২ রানে তারা অল-আউট হয়। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন ম্যাথু ওয়েড ২২ বলে ২২ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ বলে ১৭ রান করেন বেন ম্যাকডারমট। বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন সাকিব আল-হাসান ।  তিনি ৩.৪ ওভারে ০৯ রান ‍দিয়ে ০৪ উইকেট শিকার করেন। তারপরে আছে মোঃ সাইফ উদ্দিন ০৩ ওভার বল করে ১২ রান ‍দিয়ে ৩ উইকেটের শিকার করেন।

লকডাউন থাকবে আগামী ১০ আগস্ট পর্যন্ত

স্কোর

বাংলাদেশঃ- ১২২/৮(২০)

               নাঈম ২৩ বলে ২৩ রান

             নাথান এলিস ০৪ ওভারে ১৬ রান  ০২ উইকেট

              ড্যানিয়েল ক্রিষ্টিয়ান ০৪ ওভার  ১৭  রান ‍২ উইকেট

অস্ট্রেলিয়া:- ৬২/১০(১৩.৪)

          সাকিব আল- হাসান ৩.৪ ওভার ৯ রান ৪ উইকেট

        সাইফ উদ্দিন ৩ ওভার ১২ রান ৩ উইকেট

4 thoughts on “৫ম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৬০ রানের জয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *