২য় টি২০ তে বাংলাদেশের ৫ উইকেটের জয়
২য় টি২০ তে বাংলাদেশের ৫ উইকেটের জয়
শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২য় টি২০ তে ০৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সাথে এটি বাংলাদেশের টি২০ ২য় জয়। ৫ ম্যাচ টি২০ সিরিজের ২য় টি তে বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং পায়। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ ৪২ বলে ৪৫ রান । দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন হেনরিকুইস । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান তিনি ০৪ ওভারে ২৩ রান দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তারপরে আছে শরিফুল ইসলাম ০৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেটের শিকার করেন।
জবাব দিতে গিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালোই করেন । বাংলাদেশের ৯ রানের মাথায় সৌম সরকার কে হারায়, এরপর অপর ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ দলিও ২১ রানের মাথায় আউট হয়। পরে ছোট ছোট পার্টনারশীপে এগোতে থাকে বাংলাদেশ দল।নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেনের ৬ষ্ঠ উইকেট পার্টনারশীপে দলের জয় নিশ্চিত হয়। তাদের জুটিতে আসে ৫৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ”আফিফ হোসেন” এর ব্যাটে ৩১ বলে ৩৭ রান ।
স্কোর
অস্ট্রেলিয়া:- ১২১(৭)
মিচেল মার্শ:- ৪২ বলে ৪৫ রান
হেনরিকুইস ২৫ বলে ৩০ রান
মোস্তাফিজুর রহমান ৪ ওভার ২৩ রান ৩ উইকেট
শরিফুল ইসলাম ৪ ওভার ২৭ রান ২ উইকেট
বাংলাদেশঃ- ১২৩/৫(১৮.৪)
অফিফ হোসেন ৩১ বলে ৩৭ রান
সাকিব আল- হাসান ১৭ বলে ২৬ রান
অ্যাস্টান আগার ৪ ওভার ১৭ রান ১ উইকেট
জোশ হজলউড ৪ ওয়ার ২৪ রান ১ উইকেট
ম্যান অফদ্যা ম্যাচ আফিফ হোসেন
এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্দন

