Sports

শেষ টি২০তে বাংলাদেশের ৫ উইকেটের জয়

Spread the love

শেষ টি২০তে বাংলাদেশের ৫ উইকেটের জয়

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে ৩য় টি২০ ক্রিকেট ম্যাচে ০৫ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ দল । প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ক্রিকেটাররা । নির্ধারিত ২০ ওভারে ০৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৫৪ রান করেন ওয়েসলি মাধবারে এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ৪৮ রান করেন চাকাবা । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন সৌম সরকার, তিনি ০৩ ওভারে ১৯ রান ‍দিয়ে ০২ উইকেট শিকার করেন। এছাড়াও মো সাইফ উদ্দিন, সাকিব আল-হাসান, শরিফুল ইসলাম ০১ টি করে উইকেট শিকার করেন।

জবাব দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা জিম্ববুয়ে বলারদের ভালোই শাষন করতে থাকে। দলের উদ্বোদনিও জুটি ভাঙ্গে দলিও ২০ রানের মাথায় মাত্র ০৩ রান করে সাজঘরে ফিরেন মোঃ নাঈম শেখ পরে অবশ্য সাকিব আল-হাসান এবং সৌম্য সরকার ৫০ রানের জুটি করেন । দলিও ৭০ রানের মাথায় সাকিব আউট হলে দলের হাল ধরেন মাহমুদুল্লাহ এবং সৌম সরকার তাদের জুটিতে আসে ৬৩ রান । সৌম্য সরকারের ব্যাক্তিগত ৪৯ বলে ৬৮ রান করে আউট হয়ে যায়। মাহমুদুল্লাহর ৩৪ এবং শামিমের অসাধারন ১৫ বলে ৩১ রানের ফিনিশিংএ  বাংলাদেশের জয় নিশ্চিত হয় ৪ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই ।  

স্কোর জিম্বাবুয়েঃ- ১৯৩/৫(২০)

               ওয়েসলি মাধবারে  ৫৪ (৩৬)

                           চাকাবা     ৪৮(২২)

সৌম সরকার ৩ ওভার ১৯ রান ২ উইকেট

সাবিক আল-হাসান ৪ ওভার ২৪ রান ১ উইকেট

বাংলাদেশঃ- ১৯৪/৫ (১৯.২)

        সৌম সরকার  ৬৮(৪৯)

  মাহমুদুল্লাহ  ৩৪ (২৮)

মুজারাবানি ৪ ওভার ২৭ রান ২ উইকেট

চাতার ৪ ওভার ২৭  রান ০ উইকেট

One thought on “শেষ টি২০তে বাংলাদেশের ৫ উইকেটের জয়

  • This site was… how do you say it? Relevant!! Finally I have found something which helped me. Many thanks!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *