Lifestyle

যেসব কারণে পরিবারের বরকত কমে যায় এবং এ থেকে বাঁচার উপায়বরকত কমার কারণ

Spread the love

যেসব কারণে পরিবারের বরকত কমে যায় এবং এ থেকে বাঁচার উপায় বরকত কমার কারণ


• গুনাহে লিপ্ত থাকলে
• প্রতারণা করলে ও ধোঁকা দিলে
• কথায় কথায় কসম খেলে
• হারাম উপায়ে উপার্জন করলে
• নিয়ামতের শুকরিয়া আদায় না করলে
• কৃপণতা করলে
• রিজিক ও তাকদিরের ওপর সন্তুষ্ট না থাকলে
• অপচয় করলে
• সকালে ঘুমালে
• পেট ভরে খাবার খেলে
• বাম হাতে খেলে
• আত্মীয়তা ধরে না রাখলে
• সুদ আদানপ্রদান করলে
• অন্যের উন্নতিতে হিংসা করলে
• যাকাত না দিলে
• সম্পদের চিন্তা ও হিসাবে ব্যস্ত থাকলে

যেসব কারণে বরকত বাড়ে:

  • ওয়াক্তমত নামাজ আদায় করলে
  • সুন্নত নামাজ আদায় করলে
  • তিলাওয়াত করলে
  • রোজা রাখলে
    • তাহাজ্জুদ আদায় করলে
    • তাকওয়াহ করে চললে
    • নিয়ামতের শোকর আদায় করলে
    • তাওয়াক্কুল করলে
    • অল্পে তুষ্ট থাকলে
    • আখলাক উত্তম করলে
    • অপচয় না করলে
    • বেশি বেশি ইস্তেগফার করলে
    • সকাল-বিকেল ও নামাজের পর বরকতের দুয়া করলে
    • আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে
    • সাদাকাহ করলে
    • করজে হাসানাহ দিলে
    • সকালে রিজিকের তালাশ করলে
    • অভাব অনটনে আল্লাহমুখি থাকলে
    • বাবা মায়ের খেদমত করলে ইত্যাদি

যেসব কারণে পরিবারের বরকত কমে যায় এবং এ থেকে বাঁচার উপায়বরকত কমার কারণ যেসব কারণে পরিবারের বরকত কমে যায় এবং এ থেকে বাঁচার উপায়বরকত কমার কারণ যেসব কারণে পরিবারের বরকত কমে যায় এবং এ থেকে বাঁচার উপায়বরকত কমার কারণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *