মোবাইলের IMEI নাম্বার কিভাবে দেখে?
মোবাইলের IMEI নাম্বার কিভাবে দেখে?
আইএমইআই (IMEI) নাম্বার থেকে ফোনের মডেল থেকে শুরু করে সিরিয়াল নাম্বার সকল কিছুই বের করা সম্ভব। আপনার মোবাইল ফোনটির আইএমইআই নম্বর জানতে ডায়াল করুন *#০৬# । ডায়াল করতে কোনো খরচ হবে না। এটি ডায়াল করলে সঙ্গে সঙ্গে আপনার ১৫ সংখ্যার আইএমইআই নম্বর দেখতে পাবেন।
IMEI -এর অর্থ কি?
IMEI“-এর অর্থ ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি
IMEI নম্বর দিয়ে কি হয়?
IMEI-নম্বরের মাধ্যমে নির্দিষ্ট ডিভাইসের লোকেশন জানা সম্ভব। যদি ফোন হারিয়ে যায় তাহলে ফোনের হদিশ পাওয়ার ক্ষেত্রেও প্রয়োজন হয় IMEI নম্বরের। কারণ ওই নম্বরের ভিত্তিতে ফোন ট্রাকিং শুরু হয়। ফোন থেকে সিম খুলে নেওয়া হলেও IMEI নম্বরের মাধ্যমে তা ট্র্যাক করা সম্ভব।
মোবাইলের IMEI নাম্বার কিভাবে দেখে? মোবাইলের IMEI নাম্বার কিভাবে দেখে?
