News

ভাসমান পেয়ারা বাজার

Spread the love

ভাসমান পেয়ারা বাজার

এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাজার গড়ে উঠেছে ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায়। জেলা সমূহের ২৬ টি গ্রামের প্রায় ৩১০০০ একর জমির উপর গড়ে উঠেছে এই পেয়ারা বাগান।
এসব জায়গায় প্রায় ২০০০০ পরিবার পেয়ারা চাষের সঙ্গে জড়িত।পানির উপরেই গড়ে উঠেছে এই পেয়ারার বাজার, যেখানে প্রতিদিন পেয়ারার হাট বসে। নৌকায় করে শত শত মন পেয়ারা আসে, আবার নৌকায় করেই কিনে নিয়ে যায় অনেকে।স্থানীয় ব্যক্তিদের মুখে অবশ্য এই বাজারকে উদ্দেশ্য করে কথা বলার সময় গোইয়ার হাট নামটা শোনা যায়। ভিমরুলির আশেপাশের সব গ্রামেই অসংখ্য পেয়ারা বাগান রয়েছে। কৃষকরা এসব বাগান থেকে পেয়ারা সংগ্রহ করে নৌকায় করে সরাসরি হাটে নিয়ে আসে।
ভিমরুলি বাজারে ব্যস্ততম সময় দুপুর ১২টা থেকে বিকাল ৩টা। এই সময়ে খালে নৌকা সংখ্যার চমকপ্রদভাবে বেড়ে যায়। এমনকি কয়েকশ ছাড়িয়ে যায়।

ভাসমান পেয়ারা বাজার ভাসমান পেয়ারা বাজার ভাসমান পেয়ারা বাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *