Jobs circular

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

Spread the love

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের আওতাধীনতৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করে নিবিড় প্রশিক্ষণ প্রদান কর্মসূচীর অধীনে নি পদসমূহে সম্মানী ভিত্তিতে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বা যাচ্ছে।  
প্রতিষ্ঠানের নামবাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান
পদের নামআর্চারি০১, হকি০১, কারাতে,টেবিল টেনিস০১, স্কোয়াশ০১ বক্সিং০১, উশু০১
চাকরির লোকেশনবাংলাদেশের যে কোন জায়গা
পদ সংখ্যা০৭
বয়ষ ৪০ বছর
বেতনমাসিক ৩৫ হাজার টাকা
শিক্ষাগত যোগ্যতাসর্বসাকুল্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যূন স্নাতক ডিগ্রীসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমাধারী
অভিজ্ঞতাশর্ত থাকে যে, নিম্নবর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে ডিপ্লোমার প্রয়োজন হইবে না।  

(ক) জাতীয় দলের সাবেক বা বর্তমান কোন খেলোয়াড়

(খ) জাতীয় দলের প্রশিক্ষক

(গ) স্বীকৃত কোন প্রতিষ্ঠান হইতে কোচিং বিষয়ে ডিগ্রীপ্রাপ্ত

(ঘ) কোন স্বীকৃত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিষয়ে কোচ হিসেবে ৫ (পাঁচ) বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন

(ঙ) আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত; অথবা

(চ) আন্তর্জাতিক সংস্থা কর্তৃক প্রদত্ত কোন কোচিং কোর্সে সার্টিফিকেট বা লাইসেন্সপ্রাপ্ত  

১। স্বহস্তে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের (তিন) কপি (x সে. মি.) সাইজের সত্যাষিত ছবিসহ মহাপরিচালক, বাংলাদে শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকাএর বরাবরে আগামী ৩০/১১/২০১১ তারিখের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে অফিস চলাকালিন সময় পৌছাইতে হইবে। নির্ধারিত তারিখের পরে কোন আবেদনপত্র গ্রহণযোগ্য হইবে না।

২। প্রতিষ্ঠানের চাকুরীতে নিয়োজিত রহিয়াছেন এইরূপ বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

৩। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

৪। আগামী ৩০/১১/২০১১ তারিখে প্রার্থীর বয়স আবেদনে উল্লেখ করতে হইবে।

৫। খামের উপর অবশ্যই পদের নাম উল্লেখ করিতে হইবে।

৬। আবেদনকারীকে ২০০/- (দুইশত) টাকার পেঅর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লি: এর যে কোন শাখা হইতে মহাপরিচালক, বিকেএসপিএর দরখাস্তের সাথে জমা দিতে হইবে। অন্যথায় আবেদনপত্র বাতিল বলে গণ্য হইবে।

৭।  লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (প্রযোজ্য ক্ষেত্রে) মৌখিক পরীক্ষায় আহবান করা হইবে। মৌখিক পরীক্ষার সময় শিক্ষাগত যোগ্যতা সনদের মূল কপি দেখাইতে হইবে

৮। প্রযোজ্য ক্ষেত্রে মহিলা কোটা, উপজাতীয় কোটা, মুক্তিযোদ্ধাগণের সন্তানদের জন্য নির্ধারিত কোটা এবং এতিমখানা নিবাসী শারীরিক প্রতিবন্ধীদের। নির্ধারিত কোটা সংরক্ষণ করা হইবে। তবে সকল ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের সনদপত্র দরখাস্তের সাথে পেশ করিতে হইবে।

৯। আবেদন ফরম বিকেএসপির ওয়েব সাইটে (www.bksp.gov.bd) পাওয়া যাইবে।

১০। নিয়োগ সংতি বিষয়ে। নিয়োগকারী কর্তৃপক্ষের যে কোন সিঙ্গতি চুড়ান্ত বলিয়া গণ্য হইবে।

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান জিরানী,
আশুলিয়া, সাভার, ঢাকা।  

One thought on “বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে চাকরির সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *