NewsTechnology

ফোন থেকে পর্ণ সাইট বন্ধ করবেন যেভাবে

Spread the love

ফোন থেকে পর্ণ সাইট বন্ধ করবেন যেভাবে

পর্ণ সাইড বন্ধ
পর্ণ সাইড

পর্ণোগ্রাফী যা মানুষকে ভিবিন্না খারাপ কাজের দিকে ধাপিত করে থাকে। ইন্টারনেট যেহেতু হাতের মুঠোয়, সেহেতু নিজের ইচ্ছে মতোই যে কোন ব্রাউজারে ঢুকতে পারা যায়। মনে রাখতে হবে, পর্ণোগ্রাফী হচ্ছে ধর্ষণ উদ্দীপনার অন্যতম কারণ। তাই এই ঘৃণ্য অপরাধ সমাজ থেকে নির্মূল করতে পর্ণোগ্রাফী দেখা সবার অবশ্যই বন্ধ করা উচিত। নিজে সুরক্ষিত থাকতে হবে, অন্যকেও সুরক্ষিত রাখতে হবে। পর্ণোগ্রাফী সাইড একটি মারাত্বক ঝুকি পূর্ন সাইড। ফোনের ইন্টারনেট অন থাকলে মাঝে মধ্যে আমদের  ফোনে অনাকাঙ্খিত ভাবে কিছু পর্ণ সাইডের বাজে নটিফিকেশন ফোনে এসে থাকে  যা খুবেই বিভ্রান্তিকর। অনেক পরিবারেই আছে, বাসায় বড়দের ফোন ছোটদের হাতে থাকে। আর তখন এমন কিছু বাজে সাইড থেকে ম্যাসেজ আসলে নিজেকে  লজ্জার মুখে পরতে হয় । তাই আপনার ফোন থেকে স্থায়ী ভাবে পর্ণ সাইডের ম্যাসেজ গুলো বন্ধ করতে আমদের নির্দেশনা গুলো দেখে নিন।

ফোন থেকে পর্ণ সাইট অনুসন্ধান করা বন্ধ করার নির্দেশনাবলীঃ

  • প্রথমেই, নিজের ফোনের “Settings” অপশনে চলে যান।
  • এরপর, Settings অপশন এর ভিতর থেকে, Wireless Connection / Other Wireless Connection / network & internet / Connection & Sharing অপশনে প্রবেশ করুন।
  • এর পরবর্তী ধাপে, Wireless Connection থেকে Private DNS অপশনে প্রবেশ করুন।
  • Private DNS অপশন থেকে Designated private DNS অপশনে ক্লিক করুন। দেখুন এখানে একটি লিংক বার সামনে চলে আসবে।

এখন আপনাকে একটি লিংক এই লিংক বারে এন্টার করতে হবে।

 লিংকটি হলোঃ- adult-filter-dns.cleanbrowsing.org

  • এখন টাইপ করার পর “Save” বাটনে ক্লিক করুন।
  • এই লিংক বসিয়ে সেভ করার পর আপনি আর কোনো পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না। অনুসন্ধান করলে Error দেখাবে।

এখন নিচে আরও সহজে সেটিংসগুলো মনে রাখতে শর্ট টেকনিক দেখে নিনঃ

  •  Settings >
  •  Wireless connection >
  • Private DNS>
  •  Designated Private DNS >
  •  adult-filter-dns.cleanbrowsing.org > এরপর সেভ করতে হবে।
  •  কিন্তু সবচেয়ে ভালো লিংক হলো family-filter-dns.cleanbrowsing.org স্মার্টফোনের ক্ষেত্রে এই পদক্ষেপ অনুসরণ করে আপনি পর্ন সাইট ব্লক করতে পারবেন।

এখন আসুন দেখা যাক কিভাবে কম্পিউটার থেকে এই কাজটি করা যাবেঃ-

কম্পিউটার থেকে পর্ন সাইট ব্লক করার পদ্ধতিঃ-

  • প্রথমে ডেক্সটপ থেকে Google Chrome ব্রাউজার ওপেন করুন।
  • এরপর, Settings এ প্রবেশ করুন।
  •  এখান থেকে Private DNS অপশন খুজে এখানে family-filter-dns.cleanbrowsing.org কোডটি বসিয়ে সেভ করুন।

অথবা আরেকটি কাজ করতে পারেন,

  • Chrome ব্রাউজারে AdBlocker এক্সটেনশন ডাউনলোড করে নিন।
  • family-filter-dns.cleanbrowsing.org কোডটি বসিয়ে সেভ করুন
  •  এখানে উপরের লিংক বসিয়ে সেভ করলেও উক্ত সাইটগুলি ব্লক করতে পারবেন।

যদি কারোর স্মার্টফোনে উপরি উল্লিখিত কাজগুলো না করা যায়, তাহলে নিচের কাজগুলো করতে পারেন।

  • DNS সেটিং খুজে না পেলে, সেটিংসে Private DNS লিখে অনুসন্ধান করুন।
  • যাদের ফোনে এই অপশন পাবেন না, তারা Google থেকে সেটিংসে গিয়ে General> safe search এ ঢুকেও উক্ত লিংক সেভ করে সেটিংসটি করে নিতে পারবেন।

     অথবা

সর্বশেষ পদক্ষেপ হলোঃ-

  •  https://k9-web-protection.en.softonic.com/ লিংক থেকে সফটওয়ার ডাউনলোড করেও সাইট ব্লক করতে পারবেন।
  • এখন প্রায় নিশ্চিতভাবেই বলা যায় যে, আপনি চাইলেও আর পর্ণ সাইট অনুসন্ধান করতে পারবেন না।

যদিও আমাদের দেশে পর্ণোগ্রাফী সাইড  কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে, তবুও আমাদের ভিবিন্ন ধরনের অ্যাপস ব্যবহারের কারনে অথবা ফোনে ভিপিএন ব্যাবহারে কারনে এ রকম নটিফিকেশন আসতে পারে। তবে উপরের নির্দেশাবলী মেনে নিলে পর্ণোগ্রাফী সাইডে আর ঢুকতে পারা যাবেনা এবং নিজের ফোনকে সুরক্ষিত রাখা যাবে।

One thought on “ফোন থেকে পর্ণ সাইট বন্ধ করবেন যেভাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *