News

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

Spread the love

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

  • জাতিসংঘে শান্তিরক্ষী মিশনের বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষণ কেন্দ্রের নাম – BIPSOT(Bangladesh Institute of Peace Support Operation Training), গাজীপুর।
  • বর্তমানে শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে শীর্ষদেশ – বাংলাদেশ। 
  • জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে ডেপুটি ফোর্স কমান্ডার নিযুক্ত হন – মােঃ মাঈন উল্লাহ চৌধুরী
  • শান্তিরক্ষী মিশনে ২য় শীর্ষ দেশ – ইথিওপিয়া।
  • আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘ শান্তি রক্ষা মিশন 
  • প্রতিষ্ঠা করা হয় – ১৯৪৮ সালে।
  • জাতিসংঘের ১ম শান্তিরক্ষী মিশন পরিচালিত হয় – ফিলিস্তিনে (১৯৪৮ সালে)।
  • মিশনের নাম UNTSO (United Nations Truce Supervision Organization) 
  • বাংলাদেশি সৈন্য প্রথম শান্তিরক্ষী মিশনে যােগদান করে – ১৯৮৮ (ইরাক – ইরান মিশনে)। যা – UNIIMOG নামে পরিচিত (১৫ জন সেনা সদস্য প্রেরণ করা হয়)। শান্তিরক্ষী মিশনে প্রথম পুলিশ যােগদান করে – ১৯৮৯ সালে এবং নারী সদস্য যােগদান করে – ১৯৯৯ সালে।

আরও পড়ুনঃ- ই-পাসপাের্ট কি?

জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

জাতিসংঘ
জাতিসংঘে বাংলাদেশ
জাতিসংঘ শান্তিরক্ষী মিশন ও বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *