Jobs circular

দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ চাকরির সুযোগ ২০২২

Spread the love

দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ চাকরির সুযোগ ২০২২

দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ একটি দ্রুত সম্প্রসারণশীল আধুনিক প্রযুক্তি সম্বলিত উন্নত মানের জীবন রক্ষাকারী এ্যালোপ্যাথিক ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। আমাদের উৎপাদিত ট্যাবলেট, ক্যাপসুল, টিআর ক্যাপসুল, সিরাপ, সাসপেনশন ও ডায়াবেটিস প্রোডাক্টসমূহ ইতিমধ্যেই খুবই সুনাম ও কৃতিত্বের সাথে সম্মানিত ডাক্তার, কেমিষ্ট ও রোগীদের নিকট গ্রহণযোগ্যতা লাভে সক্ষম হয়েছে। এই সমস্ত প্রোডাক্টসমূহ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল তথা সকল জেলা শহর ও উপজেলা সমূহে প্রমোশন, বাজারজাত ও বিক্রয় নিশ্চিত করার জন্য আলোচনা সাপেক্ষে, উল্লেখিত এলাকা সমুহে “সেলস রিপ্রেজেনটেটিভ/সেলস এক্সিকিউটিভ” ও “এরিয়া ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে।
প্রতিষ্ঠানের নামঃ- দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ
পদের নামঃ- সেলস্ রিপ্রেজেনটেটিভ সেলস্ এক্সিকিউটিভ
  • পদ সংখ্যাঃ- নির্ধারিত নয়
  •  শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ- স্নাতক/সমমান (যে কোন বিভাগ)
  • বয়সঃ- সর্বোচ্চ ৩৫ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং বয়স উভয়ই শীথিলযোগ্য
  • অভিজ্ঞতাঃ- ফার্মাসিউটিক্যালস কোম্পানীতে ৩ থেকে ৫ বৎসরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
  • বেতনঃ- আলোচনা সাপেক্ষে
পদের নামঃ- এরিয়া ম্যানেজার
  • পদ সংখ্যাঃ- নির্ধারিত নয়
  •  শিক্ষাগত যোগ্যতাঃ- স্নাতক/সমমান (যে কোন বিভাগ)
  • বয়সঃ- সর্বোচ্চ ৪৫ বৎসর
  • অভিজ্ঞতাঃ- কোন প্রেসক্রিপশন ওরিয়েন্টেড ঔষধ কোম্পানীতে কমপক্ষে ২-৩ বৎসরের এরিয়া ম্যানেজার হিসাবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ম্যানেজার হিসাবে নিয়োগ প্রত্যাশীদের নিজস্ব লোকবল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বেতনঃ- আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়মাবলী

আগ্রহী প্রার্থীগণকে দরখাস্ত, বায়োডাটা, ২ কপি পাসপোর্ট সাইজ ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহ অফিস চলাকালিন সময়ে সরকারী ছুটির দিন ব্যতিত ১৮ ডিসেম্বর ২০২১ইং থেকে ১১ জানুয়ারী ২০২২ইং পর্যন্ত সকাল ১০.০০ ঘটিকা থেকে বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত Walk in Interview এর জন্য নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। Walk in Interview এ উপস্থিতির জন্য কোন প্রকার টি.এ./ডি.এ প্রদান করা হবে না।

এলাকা সমূহ
ঢাকা বিভাগ

১) ঢাকা: কোতয়ালী, সূত্রাপুর, মতিঝিল, রমনা, ডেমরা, লালবাগ, হাজারীবাগ, মোহাম্মদপুর, তেজগাঁও, ক্যান্টনমেন্ট, সবুজবাগ, দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জ। 

(২) নারায়নগঞ্জ: আড়াইহাজার।

(৩) মুন্সিগঞ্জ: শ্রীনগর, লৌহজং, সিরাজদীখান ও টঙ্গীবাড়ী।

(৪) নরসিংদী: রায়পুরা, বেলাবো, পলাশ।

(৫) মানিকগঞ্জ সাটুরিয়া, ঘিওর, দৌলতপুর, শিবালয়।

(৬) মাদারীপুর: রাজৈর, কালকিনি।

(৭) রাজবাড়ী: গোয়ালন্দ, বালিয়াকান্দি, কালুখালী।

(৮) শরিয়তপুর: ডামুড্যা, ভেদরগঞ্জ, শখিপুর, শরিয়তপুর সদর।

 (০৯) গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর, কোটালী পাড়া, টুঙ্গীপাড়, কাশিয়ানী।

(১০) ফরিদপুর: আলফাডাঙ্গা, বোয়ালমাড়ী, চরভদ্রাসন, মধুখালী, নগরকান্দা, সদরপুর, সালথা

ময়মনসিংহ বিভাগ

 ১) ময়মনসিংহ ত্রিশাল, ধোবাউড়া, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, তারাকান্দা।

২) কিশোরগঞ্জ: ইটনা, মিঠামইন, তাড়াইল, নিকলী, অষ্টেগ্রাম, বাজিতপুর, কটিয়াদী, কুলিয়ারচর, পাকুনদিয়া।

৩) শেরপুর ঝিনাইগাতী, নকলা।

৪) জামালপুর: ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মাদারগঞ্জ, মেলেন্দা

চট্টগ্রাম বিভাগ

১) চট্টগ্রাম: ফটিকছড়ি, হাটহাজারী, মীরেশ্বরাই, পাঁচলাইশ, রাঙ্গুনিয়া, রাউজান, আনোয়ারা।

২) রাঙ্গামাটি: বেতবুনিয়া, বেলাইছড়ি, বরকল, বাঘাইচড়ি, কাউখালী, জুরাইছড়ি, লংগদু, নুনের চর, ঝিনাইছড়ি, কাপ্তাই, রাজস্থলী, চন্দ্রঘোনা।

৩) কক্সবাজার: কক্সবাজার সদর, পেকুয়া, মহেশখালী, চকোরিয়া, কুতুবদিয়া, রামু, উখিয়া, টেকনাফ।

৪) বান্দরবান: বান্দরবান, পানছড়ি, রোয়াংছড়ি, নাইখংছড়ি, আলীকদম, রুমা, থানচী, লামা।

৫) খাগড়াছড়ি: খাগড়াছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, পানছড়ি, লক্ষীছড়ি, দীঘিনালা, মাটিরাঙ্গা, রামগড়।

৬) নোয়াখালী জেলা: কোম্পানীগঞ্জ ,সোনাইমুড়ী, সুবর্ণচর, কবিরহাট।

৭) ফেনী: ফুলগাজী, ছাগলনাইয়া, পরশুরাম।

৮) লক্ষিপুর: রায়পুর, রামগতি ।

সিলেট বিভাগ

(১) সিলেট: গোলাপগঞ্জ, বিশ্বনাথ, কানাইঘাট, ফেঞ্চুগঞ্জ, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, জকিগঞ্জ, জৈন্তাপুর।

(২) সুনামগঞ্জ: দিরাই, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগর।

(৩) হবিগঞ্জ: হবিগঞ্জ সদর, লাখাই, নীগঞ্জ, আজমিরীগঞ্জ।

(৪) মৌলভীবাজার: শ্রীমঙ্গল, কমলগঞ্জ, রাজনগর।

রাজশাহী বিভাগ

(১) রাজশাহী: বাঘা, গোদাগাড়ী, মোহনপুর, পবা, তানোর, পুটিয়া, বোয়ালিয়া, চারঘাট, দুর্গাপুর।

 (২) নওগাঁ: দামুরহাট, আত্রাই, পােরশা, রানীনগর, শাপাহার, বাদলগাছি।

(৩) পাবনা: ফরিদপুর, আতাইকোলা, ভাঙ্গুরা, ঈশ্বরদী, চাটমোহর, সাঁথিয়া।

(৪) চাঁপাইনবাবগঞ্জ: নাচোল

(৫) সিরাজগঞ্জঃ কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, কামারখন্দ, উল্লাপাড়া।

(৬) বগুড়া: বগুড়া সদর, আদমদিঘী, ধনুট, কাহালু, সারিয়াকান্দি, শেরপুর, শিবগঞ্জ, গাবতলি, সোনাতলা, নন্দীগ্রাম।

(৭) জয়পুরহাট: জয়পুরহাট সদর, ক্ষেতলাল, আক্কেলপুর, কালাই, পাঁচবিবি।

খুলনা বিভাগ

(১) খুলনা: খুলনা সদর, রূপসা, বটিয়াঘাটা, তেরখাদা, কয়রা, ডুমুরিয়া, ফুলতলা, দাকোপ, পাইকগাছা, দীঘলিয়া, খালিশপুর, খানজাহান আলী, সোনাডাঙ্গা।

(২) সাতক্ষীরা: কালীগঞ্জ, লারোয়া, শ্যামনগর, তালা, দেবহাটা, আশাশুনি।

(৩) বাগেরহাটঃ বাগেরহাট সদর, মংলা, কচুয়া, মরেলগঞ্জ, স্বরণখোলা, মোল্লাহাট, ফরিহাট, রামপাল, চিতলমারী।

(৪) মাগুরা: মাগুরা সদর, শালিখা, মোহাম্মদপুর, শ্রীপুর।

(৫) ঝিনাইদহ: ঝিনাইদহ সদর, মহেশপুর, কোটচাদপুর, হরিণাকুন্ড, শৈলকুপা, কালিগঞ্জ।

(৬) কুষ্টিয়া: দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী।

(৭) মেহেরপুর: গাংনী।

(৮) চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদর, আলমডাঙ্গা, দামুরহুদা।

রংপুর বিভাগ

১) রংপুর: রংপুর: গঙ্গাচড়া, বদরগঞ্জ, মিঠাপুকুর, পীরগঞ্জ।

(০২) কুড়িগ্রামঃ চিলমারী, ভুরঙ্গমারী, ফুলবাড়ী, নাগেশ্বরী, উলিপুর, রাজারহাট।

(০৩) নীলফামারী: সৈয়দপুর।

(৪) দিনাজপুর: ঘোড়াঘাট, বীরগঞ্জ, বোচাগঞ্জ, হাকিমপুর ।

(০৫) পঞ্চগড়: বোদা, দেবীগঞ্জ।

(৬) লালমনিরহাট: আদিতমারি, পাটগ্রাম।

Desh www.prebd.com
দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ ২-ডি/১১-সি বর্ধিত পল্লবী, মিরপুর, ঢাকা-১২১৬।
মোবাইলঃ ০১৭৬৮৭২৯২৩৯,০১৯২৫১৫৭৮৮২ ০১৭১২৮২ ৬৩৯৩. ০১৯২৫৭৫১৪৬৯ ০১৭৯৭১৯১৯৮৫, ০১৭৩৩০৬৮৬০১। প্রধান কার্যালয় কর্তৃক সংরক্ষিত ও নিয়ন্ত্রিত।  

3 thoughts on “দেশ ফার্মাসিউটিক্যালস (প্রাঃ) লিঃ চাকরির সুযোগ ২০২২

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *