News

পদ্মা সেতুর পিলারে আবারো ফেরির ধাক্কা পিলারের সেফটি অংশ ক্ষতিগ্রস্থ

Spread the love

পদ্মা সেতুর পিলারে আবারো ফেরির ধাক্কা পিলারের সেফটি অংশ ক্ষতিগ্রস্থ

পদ্মা সেতুর পিলারে ফের আবারো আরেকটি ফেরি ধাক্কা দিয়েছে। সোমবার রাতে বাংলাবাজার ঘাট থেকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ফেরিটি পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়। ঐ সময় ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ফেরির নিচের কিছু আংশ ছিদ্র হয়েছে।ফেরিতে থাকা যাত্রীরাও আহত হয়েছে, এবং পিলারের সেফটি অংশের রডও বের হয়ে গেছে ।তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দিয়েছে ওই কমিটি। বিশেষজ্ঞরা ফেরিকে অন্য কোথাও সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *