Lifestyle

নফসকে নিয়ন্ত্রনে রাখার কৌশল

Spread the love

নফসকে নিয়ন্ত্রনে রাখার কৌশল

  • ফজরের পরে না ঘুমানোর অভ্যাস করুন। প্রয়োজনে কাইলুলা (দুপুরের হালকা ঘুম) করা যাবে।
  • সকাল সন্ধ্যার জিকির-আযকার পাঠ করুন।
  • ইশরাকের সালাত আদায়ের অভ্যাস করুন।
  • প্রতিদিন নিয়মত কুরআন পড়ার অভ্যাস করুন।
  • ফজরের পরে ইশরাকের সালাত পড়ার অভ্যাস করা।
  • দৃষ্টি অবনত রাখুন। না পারলে ওইসব জায়গা এড়িয়ে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে।
  • সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করা।
  • বিশেষকরে রাতে ভরপেট খাওয়া পরিহার করতে হবে৷
  • প্রতিবেলা খাবার সময় যেটুকু খাবার যথেষ্ট বলে মনে হবে তার থেকে একটু কম খাবেন।
  • অপ্রয়োজনীয় কথা বলা থেকে বিরত থাকতে হবে। কোন মন্তব্য করার আগে একবার চিন্তা করুন এই কথাটা আপনি না বললে কি কোন লস আছে? বলা কি আবশ্যক? উত্তর না হলে; ওই কথা বলার দরকার নাই।
  • রাতে ঘুমানোর পূর্বে অযু করে দুই রাকাত নফল সালাত আদায় করে নিন এবং ঘুম না আসা পর্যন্ত আসতাগফিরুল্লাহ পড়তে থাকুন।
  • নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায়ের অভ্যাস করুন।

নফসকে নিয়ন্ত্রনে রাখার কৌশল নফসকে নিয়ন্ত্রনে রাখার কৌশল নফসকে নিয়ন্ত্রনে রাখার কৌশল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *