দলিল কাকে বলে? দলিল কত প্রকার?
দলিল কাকে বলে? দলিল কত প্রকার?
যে কোন লিখিত বিবরণ আইনগত সাক্ষ্য হিসাবে গ্রহণযোগ্য তাকে দলিল বলা হয়। তবে রেজিস্ট্রেশন আইনের বিধান মোতাবেক জমি ক্রেতা এবং বিক্রেতা সম্পত্তি হস্তান্তর করার জন্য যে চুক্তিপত্র সম্পাদন ও রেজিস্ট্রি করেন সাধারন ভাবেতাকে দলিল বলে। সাধারনত দলিল বলতে যে কোন চুক্তির লিখিত ও আইনগ্রাহ্য রূপ বোঝায়। তবে বাংলা ভাষায় সম্পত্তি, বিশেষ করে জমি-জমা ক্রয়-বিক্রয়, বণ্টন এবং হস্তান্তরের জন্য ‘দলিল’ শব্দটি বিশেষভাবে ব্যবহৃত হয়ে থাকে।
বাংলাদেশ ভূমি আইন অনুযায়ি জমির দলিল মোট ৯ ধরনের।
১) সাফ-কবলা দলিল
২) দানপত্র দলিল
৩) হেবা দলিল
৪) হেবা বিল এওয়াজ দলিল
৫) এওয়াজ দলিল
৬) বন্টন নামা দলিল
৭) অসিয়তনামা দলিল
৮) উইল দলিল
৯) না-দাবি দলিল
যেসব খাদ্য ভিজিয়ে রাখলে পুষ্টিগুণ বাড়বে
দলিল কাকে বলে? দলিল কত প্রকার? দলিল কাকে বলে? দলিল কত প্রকার? দলিল কাকে বলে?
