Sports

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

Spread the love

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

জিম্বাবুয়ের হারারে ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টি২০ ক্রিকেট ম্যাচে ০৮  উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে ক্রিকেটাররা । নির্ধারিত ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৫২ রান করে জিম্বাবুয়ে। দলের পক্ষে সর্বোচ্চ ২২ বলে ৪৩ রান করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান চাকাভা এবং দ্বিতীয় সর্বোচ্চ ২২ বলে ৩৫  রান করেন ডি.মায়ার্স । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান । তিনি ০৪ ওভারে ৩১ রান ‍দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তবে বলারদের মধ্যে সবচেয়ে কম রান দ্যায় মোঃ সাইফউদ্দিন সে ০৪ ওভার বল করে ২৩ রান ‍দিয়ে ০২ উইকেট শিকার করেন।

জবাব দিতে গিয়ে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালেই সূচনা করেন । বাংলাদেশের প্রথম জুটি ভাঙ্গে ১০২ রানে ১৩ ওভারে সময় রান আউট হয়ে সাজ ঘরে ফিরে যান সৌম্য সরকার ।  সৌম্য সরকার ৪৫ বলে ৫০ রানে ০৪ চার আর ০২ ছয় ১১১ স্টাইকরেটে এ রান করে  সাজ ঘরে ফিরেন । তবে অবশ্য সবথেকে ধৈয্যের পরিচয় দ্যায় মোঃ নাঈম তিনি প্রায় ১২৪ স্টাইকরেটে ৬ চারে ৫১ বল খরচায় ৬৩ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের ০৭ বল হাতে থাকতেই ১৫৩ রান করে জয় তুলে ন্যায়।

স্কোর জিম্বাবুয়েঃ- ১৫২(১৯)

               চাকাবা ৪৩(২২)

              ডি.মায়ার্স ৩৫(২২)

মোস্তাফিজুর রহমান ৪ ওভার ৩১ রান ৩ উইকেট

মোঃ সাইফউদ্দিন ৪ ওয়ার ২৩ রান ২ উইকেট

বাংলাদেশঃ- ১৫৩/২(১৮.৫)

        মোঃ নাঈমঃ ৬৩(৫১)

       সৌম্য সরকারঃ ৫০(৪৫)

মুজারাবানি ৩.৫ ওভার ১৯ রান

মাসাকাদজা ৩ ওভার ২০ রান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *