News

আওয়ামী লীগের উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর

Spread the love

আওয়ামী লীগের উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর

বিতর্কিত কর্মকাণ্ডে আওয়ামী লীগের উপকমিটি থেকে পদ হারানো হেলেনা জাহাঙ্গীর। হেলেনা  জাহাঙ্গীরের সঙ্গে অস্ট্রিয়া প্রবাসী সমালোচিত বাংলাদেশি নাগরিক সেফুদার সাথে নিয়মিত যোগাযোগ ও আর্থিক লেনদেন ছিল বলে জানিয়েছে র‌্যাব । হেলেনা জাহাঙ্গীরকে সেফুদা  নাতনি হিসেবে সম্বোধন করতেন বলে র‌্যাববকে জানিয়েছেন হেলেনা জাহাঙ্গীর।  শুক্রবার বিকালে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদরদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। খন্দকার আল মঈন বলেন,হেলেনা জাহাঙ্গীরকে অস্ট্রিয়া প্রবাসী আলোচিত সেফুদার নাতনি হিসেবে সম্বোধন করতেন। সেফুদার সঙ্গে নিয়মিত যোগাযোগ করতেন হেলেনা জাহাঙ্গীর  এমনকি  লেনদেনও করতেন। খন্দকার আল মঈন বলেন, হেলেনা জাহাঙ্গীর নিজেকে ‘মাদার তেরেসা’, ‘পল্লীমাতা’, ‘প্রবাসীমাতা’ হিসেবে পরিচিতি পেতে জয়যাত্রা ফাউন্ডেশনকে ঢাল হিসেবে ব্যবহার করেন। তার পৃষ্ঠপোষকতায় একটি সংঘবদ্ধ চক্র ভুয়া খেতাবের অপপ্রচার চালাত। তিনি আরও বলেন, হেলেনা বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা রেখে নিজের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতেন। তিনি ১২টি ক্লাবের সদস্যপদে রয়েছেন। প্রসঙ্গত, অস্ট্রিয়া প্রবাসী সেফুদা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে সমালোচনায় আসে।

সোসাল মিডিয়ায় এ নিয়ে চলছে নানা ধরনের সমালোচনা । এছাড়াও  হেলেনা জাহাঙ্গীরের আরও কিছু অডিও কল রেকডিং ভাইরাল হয়েছে , যেখনে শোনা গেছে টাকার বিনিময়ে প্রবাসীদের কাছ থেকে পদ পদবি বিক্রি করার বায়না করছে। এমন বিতর্কিত কর্মকান্ডের জন্য বিভ্রান্তির মুখে পরেছে ক্ষমতাশীল দল আওয়ামী লীগ কেননা আওয়ামী লীগকে ঢাল হিসেবে ব্যবহার করে তার এই বিতর্কিত কর্মকান্ড চালিয়ে আসছে। এর আগে পাপিয়া , সাবরিনা , সাহেদেরও ক্ষমতার অপব্যবহার করে বিতর্কের জন্ম দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *