Jobs circular

অভিজ্ঞদের চাকরি দিবে সুরভী এগ্রো

অভিজ্ঞদের চাকরি দিবে সুরভী এগ্রো

কৃষিভিত্তিক বাংলাদেশে কৃষি সেবায় সুরভী এগ্রো ইন্ডাঃ লিঃ (সুপ্রীম সীড কোম্পানী ও সুরভী গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান) একটি সুপ্রতিষ্ঠিত নাম। কোম্পানীর ব্যবসা সম্প্রসারণ ও অধিকতর কৃষি সেবা প্রদানের উদ্দেশ্যে নিম্নবর্ণিত পদসমূহে জনবল নিয়ােগে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে: 

পদের নামশিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা
মার্কেটিং টেরিটরী অফিসারডিপ্লোমা-ইন-এজি, বি.এ / বি.কম / বি.এস.সি বা সমমানের ডিগ্রীধারী হতে হবে। বি.এস.সি (এজি) হলে নিয়ােগের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। স্বনামধন্য কোন পেষ্টিসাইড কোম্পানীতে কমপক্ষে ২ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।মটরসাইকেল চালনার অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এরিয়া ম্যানেজার(সেলস এন্ড মার্কেটিং) কমপক্ষে বি.এ / বি.কম / বি.এস.সি বা সমমানের ডিগ্রীধারী হতে হবে। বি.এস.সি (এজি) এবং অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিয়ােগের  ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। স্বনামধন্য কোন পেষ্টিসাইড কোম্পানীতে কমপক্ষে ৫ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।এরিয়া ম্যানেজার কিংবা সমমর্যাদার পদে কমপক্ষে ২ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। 

আরও পড়ুন সেইভ দা চিলড্রেনে চাকরি

মটরসাইকেল চালনার অভিজ্ঞতা এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। আগ্রহী প্রার্থীকে শিক্ষাগত যােগ্যতা ও অভিজ্ঞতা উল্লেখপূর্বক পূর্ণাঙ্গ জীবন-বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের কপি ও পাসপাের্ট সাইজের ২ কপি ছবিসহ আবেদনপত্র আগামী ১৫-০৫-২০২২ ইং তারিখের মধ্যে নিম্ন উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।

 এইচ.আর বিভাগ, সুরভী এগ্রো ইন্ডাট্রিজ লিঃ 

১০, গরীব-ই-নেওয়াজ এভিনিউ, সেক্টর-১৩, উত্তরা, ঢাকা-১২৩০।

 অথবা ইমেইল আইডি: hr@suroviagro.com

সুরভী এগ্রো ইন্ডাঃ লিঃ চাকরি

সুরভী এগ্রো ইন্ডাঃ লিঃ চাকরি সুরভী এগ্রো ইন্ডাঃ লিঃ চাকরি সুরভী এগ্রো ইন্ডাঃ লিঃ চাকরি

সুরভি এগ্র
সুরভী

অভিজ্ঞদের চাকরি দিবে সুরভী এগ্রো অভিজ্ঞদের চাকরি দিবে সুরভী এগ্রো অভিজ্ঞদের চাকরি দিবে সুরভী এগ্রো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *