বিসিবিকে না হাথুরুসিংহে!
বিসিবিকে না হাথুরুসিংহে বিসিবির একজন পরিচালক জানিয়েছেন হাথুরুসিংহে বিসিবিকে না করে দিয়েছেন। বিসিবির ফোন করছেন না। হোয়াটসঅ্যাপে মেসেজের উত্তর দিচ্ছেন না।মূলত বিসিবিকে ব্যবহার করে হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের একাডেমির কোচ হিসেবে পদন্নোতি ও বেতন বাড়িয়ে নিয়েছেন। এবং নিউ সাউথ ওয়েলসের একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।হাথুরুসিংহে না করায় শ্রীধরন শ্রীরাম বাংলাদেশ দলের সাদা বলের কোচ হতে পারেন এমনটাই জানা গিয়েছে।
Read moreবাংলাদেশের সিরিজ জয়
বাংলাদেশের সিরিজ জয় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩য় টি২০ ক্রিকেট ম্যাচে ১০ রানে জয় পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার সাথে এটি বাংলাদেশের টি২০ ৩য় জয়। ৫ ম্যাচ টি২০ সিরিজের ৩য় টি তে বাংলাদেশ টসে জিতে ব্যাটিং ন্যায়। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মাহমুদুল্লাহ রিয়াদ ৫৩ বলে ৫২ রান । দ্বিতীয় সর্বোচ্চ ১৭ বলে ২৬ রান করেন সাকিব আল হাসান । অস্ট্রেলিয়া দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন নাথানে এলিস তিনি ০৪ ওভারে ৩৪ রান দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তারপরে আছে জোশ হজলউড ০৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ২ উইকেটের শিকার করেন। জবাব দিতে গিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা উইকেট আগলে রাখতে সক্ষম হলেও রানরেটে পিছিয়ে পরে। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ ৪৭ বলে ৫১ রান । দ্বিতীয় সর্বোচ্চ ৪১ বলে ৩৫ রান করেন বেন ম্যাকডারমট। বাংলাদেশ দলের সবচেয়ে কম রান দ্যায় মোস্তাফিজুর রহমান তিনি ৪ ওভারে মাত্র ০৯ রান দিয়েছেন এবং শরিফুল ইসলাম ৪ ওভার ২৯ রান ২ উইকেট । অস্ট্রেলিয়ার সাথে এটি প্রথম বাংলাদেশের সিরিজ জয়। স্কোর বাংলাদেশঃ- ১২৭/৯(২০) মাহমুদুল্লাহ ৫৩ বলে ৫২ রান সাকিব আল- হাসান ১৭ বলে ২৬ রান নাথান এলিস ৪ ওভার ৩৪ রান ৩ উইকেট জোশ হজলউড ৪ ওভার ১৬ রান ২ উইকেট অস্ট্রেলিয়া:- ১১৭(৪) শরিফুল ইসলাম ৪ ওভার ২৯ রান ২ উইকেট মোস্তাফিজুর রহমান ৪ ওভার ৯ রান ০ উইকেট ম্যান অফদ্যা ম্যাচ মাহমুদুল্লাহ রিয়াদ
Read more২য় টি২০ তে বাংলাদেশের ৫ উইকেটের জয়
২য় টি২০ তে বাংলাদেশের ৫ উইকেটের জয় শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২য় টি২০ তে ০৫ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সাথে এটি বাংলাদেশের টি২০ ২য় জয়। ৫ ম্যাচ টি২০ সিরিজের ২য় টি তে বাংলাদেশ টসে হেরে ফিল্ডিং পায়। অস্ট্রেলিয়া নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২১ রান করতে সক্ষম হয় । দলের পক্ষে সর্বোচ্চ রান করেন মিচেল মার্শ ৪২ বলে ৪৫ রান । দ্বিতীয় সর্বোচ্চ ২৫ বলে ৩০ রান করেন হেনরিকুইস । বাংলাদেশ দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকার করেন মোস্তাফিজুর রহমান তিনি ০৪ ওভারে ২৩ রান দিয়ে ০৩ উইকেট শিকার করেন। তারপরে আছে শরিফুল ইসলাম ০৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেটের শিকার করেন। জবাব দিতে গিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা ভালোই করেন । বাংলাদেশের ৯ রানের মাথায় সৌম সরকার কে হারায়, এরপর অপর ওপেনার ব্যাটসম্যান নাঈম শেখ দলিও ২১ রানের মাথায় আউট হয়। পরে ছোট ছোট পার্টনারশীপে এগোতে থাকে বাংলাদেশ দল।নুরুল হাসান সোহান এবং আফিফ হোসেনের ৬ষ্ঠ উইকেট পার্টনারশীপে দলের জয় নিশ্চিত হয়। তাদের জুটিতে আসে ৫৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান আসে ”আফিফ হোসেন” এর ব্যাটে ৩১ বলে ৩৭ রান । স্কোর অস্ট্রেলিয়া:- ১২১(৭) মিচেল মার্শ:- ৪২ বলে ৪৫ রান হেনরিকুইস ২৫ বলে ৩০ রান মোস্তাফিজুর রহমান ৪ ওভার ২৩ রান ৩ উইকেট শরিফুল ইসলাম ৪ ওভার ২৭ রান ২ উইকেট বাংলাদেশঃ- ১২৩/৫(১৮.৪) অফিফ হোসেন ৩১ বলে ৩৭ রান সাকিব আল- হাসান ১৭ বলে ২৬ রান অ্যাস্টান আগার ৪ ওভার ১৭ রান ১ উইকেট জোশ হজলউড ৪ ওয়ার ২৪ রান ১ উইকেট ম্যান অফদ্যা ম্যাচ আফিফ হোসেন এমন জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিন্দন
Read moreঅস্ট্রেলিয়ার সাথে দল ঘোষণা করল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার সাথে দল ঘোষণা করল বাংলাদেশ অষ্ট্রেলিয়ার সাথে ৫ ম্যাচ টি২০ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১ আগষ্ট রাতে এই ঘোষণা আসে বিসিবির পক্ষ থেকে। দলে আছেঃ- ১) দলের অধিনাক মাহমুদুল্লাহ রিয়াদ ২) সাবিক আল-হাসান ৩) মোঃ নাঈম শেখ ৪) সৌম্য সরকার ৫) মোঃ সোহান ৬) আফিফ হোসেন ৭) শামিম পাটোয়ারী ৮) মোঃ সাইফ উদ্দিন ৯) মোঃ-মিথুন ১০) তাইজুল ইসলাম ১১) নাসুম ১২) মোসাদ্দেক হোসেন সৈকত ১৩) মোস্তাফিজুর রহমান ১৪) তাসকিন আহম্মদ ১৫) শরিফুল ইসলাম ১৬) রুবেল হোসেন ১৭) শেখ মেহেদী জিম্বাবুয়ের বিপক্ষে টি ২০ সিরেজে যাহারা ছিলো তারা সবাই আছে দলে। জিম্বাবুয়ে থেকে ক্রিকেটাররা দেশে এসে তারা হোটেল ইন্টারকন্টিনেন্টালের সুরক্ষা বলয়ে চলে জান। কোয়ারেন্টিন শেষে প্রাকটিস সেশনের পরে দল ঘোষনা করেছে বিসিবি। উলেখ্য গত ২৯ জুলাই ৫ ম্যাচ টি ২০ ক্রিকেট খেলতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ডে-নাইট ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকটে স্টেডিয়ামে। চোটের কারনে খেলতে পারছেন না ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল । অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের অপত্তি থাকার কারনে সিরিজে খেলতে পারছেনা মুশফিকুর রহিম এছাড়াও লিটন কুমার দাস এর শশুর করোনা আক্রান্ত হওয়ার কারনে ছুটিতে আছে ।
Read more







