Jobs circular

GAAC NGO Recruitment for 884 Positions

GAAC NGO Recruitment for 884 Positions

গ্রাম উন্নয়ন কর্ম (গাক) জাতীয় পর্যায়ের একটি বেসরকারী উন্নয়ন সংস্থা হিসেবে ১৯৯৩ সালে প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন জেলায় ঋণ কার্যক্রমের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দরিদ্রবান্ধব গাক চক্ষু হাসপাতাল, সৌর বিদ্যুৎ, কৃষি, মৎস প্রাণিসম্পদ উন্নয়ন, জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকিহাসকরণ কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে আসছে। সংস্থার ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
প্রতিষ্ঠানের নামঃ- গ্রাম উন্নয়ন কর্ম (গাক)
১। পদের নামঃ- এরিয়া ম্যানেজার
পদ  সংখ্যা
  • ১০ টি
বেতনঃ-
  • বেতন সর্বসাকুল্যে ৪৬,৯৩৭/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা সিপিএফসহ) এছাড়াও মাসিক রাত্রী যাপন ভাতা ,৫০০/- থেকে ,০০০/- টাকা প্রাপ্য হবেন
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক/স্নাতকোত্তর/সমমান
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  •  সংশ্লিষ্ট অথবা সমপদে ন্যূনতম বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতাসহ ন্যূনতম ৮টি শাখায় ২৫৩৫ কোটি টাকা ঋণস্থিতি পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৪৫ বছর

আরও পড়ুনঃ- ১১৬৫ জনবল নিয়োগ দিচ্ছে রিক এনজিও

২। পদের নামঃ- শাখা ব্যবস্থাপক
পদ  সংখ্যা
  • ৭০ টি
বেতনঃ-
  • সর্বসাকুল্যে ৩৪,৭৩৪/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা | সিপিএফসহ) ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক/স্নাতকোত্তর/সমমান।
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কর্মসুচিতে শাখা ব্যবস্থাপক পদে ন্যূনতম বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স
  • সর্বোচ্চ ৪০ বছর
৩। পদের নামঃ-  এ্যাসিসটেন্ট একাউন্টস অফিসার
পদ  সংখ্যা
  • ১০০ টি
বেতনঃ-
  • মাস শিক্ষানবিশকালে মাসিক বেতন ১২,০০০/| টাকা চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২১,৯৩৭/-টাকা (মোবাইল বিল, লাঞ্চ ভাতা সিপিএফসহ) ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে না এবং যোগদানের পর হতে মাসিক বেতন সর্বসাকুল্যে ২১,৯৩৭/-টাকা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা
  • নূন্যতম বিকম/বিবিএস
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনন্দিন হিসাব সংক্রান্ত যাবতীয় আর্থিক লেনদেন পরিচালনা করতে হবে
বয়স
  • সর্বোচ্চ ৩৫ বছর

৪। পদের নামঃ- ফিল্ড অফিসার
পদ  সংখ্যা
  • ৭০০ টি
বেতনঃ-
  • মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে নিয়মিতকরণের পর মাসিক বেতন সর্ব সাকুল্যে ২৩,১৩৭/-টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা সিপিএফসহ) ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে। যে সকল প্রার্থীর ক্ষুদ্রঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল প্রযোজ্য হবে না এবং যোগদানের পর হতে মাসিক বেতন সবর্সাকুল্যে ২৩,১৩৭/-টাকা প্রাপ্য হবেন।
শিক্ষাগত যোগ্যতা
  • স্নাতক/সমমান
বয়স
  • সর্বোচ্চ ৩৫ বছর
৫। পদের নামঃ- লিগ্যাল অফিসার
পদ  সংখ্যা
  • পদ সংখ্যা ৪টি
বেতনঃ-
  • মাসিক বেতন সর্বসাকুল্যে ২৫,০০০/- থেকে ৩০,০০০/- টাকা (মোটরসাইকেলের জ্বালানী বিল, মোবাইল বিল, লাঞ্চ ভাতা সিপিএফসহ) ছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
  • এলএলবি/এলএলএম পাশ
অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতা
  • ঋণ কর্মসূচিতে আইন সহায়তা কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে। 
বয়স
  • সর্বোচ্চ ৪০ বছর
 কর্মস্থল
  • সংস্থার আঞ্চলিক অফিস সমূহে
শর্তাবলীঃ

  , নং পদের প্রার্থীকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে। সকল পদের প্রার্থীদের কম্পিউটারে অফিস প্রোগ্রাম ইন্টারনেট ব্যবহার জানা থাকতে হবে। উল্লেখ্য, সকল পদের ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধিমালা অনুযায়ী বৈশাখী ভাতাসহ বছরে ৩টি উৎসব ভাতা, গ্রাচুইটি, দূরত্ব ভাতা, সিটি এলাউন্স, লীভ এনক্যাশমেন্ট সুবিধা, যাতায়াত এবং দুর্ঘটনাজনিত বীমা সুবিধা প্রাপ্য হবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২৫ জানুয়ারী ২০২২ | তারিখের মধ্যে পূর্ণ জীবন বৃত্তান্ত, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, উচ্চতা, ওজন, জন পরিচয় প্রদানকারীর (আত্নীয় নন এমন ব্যক্তি) নাম এবং মোবাইল নম্বর, আবেদন পত্রের খামের উপর পদের নাম, নিজ জেলা পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখসহ সহকারী পরিচালক, মানব সম্পদ বিভাগ, গ্রাম উন্নয়ন কর্ম (গাক), প্রধান কার্যালয়, গাক টাওয়ার, বনানী, বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন/এসএমএস এর মাধ্যমে জানানো হবে। সকল পদে ঢাকা, চট্রগ্রাম, খুলনা সিলেট বিভাগে কাজ করতে আগ্রহী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেয়া

বিঃ দ্রঃ নির্বাচিত প্রার্থীদের পরীক্ষা ঢাকা, কুমিল্লা, কালিয়াকৈর, কুষ্টিয়া, যশোর এবং বগুড়ায় অনুষ্ঠিত হবে।
বিস্তারিত:- www.guk.org.bd

GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions

বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন:
👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না।
👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না।
👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না।
👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি  

GAAC NGO Recruitment for 884 Positions GAAC NGO Recruitment for 884 Positions

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *