ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে: আবদুল্লাহ রানা
ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে: আবদুল্লাহ রানা বাংলা নাটকের একটা সময় ছিল স্বর্নালী যুগ। গল্পের গাঁধুনি কিংবা অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতা দর্শকদের মুগ্ধ করত। যে নাটকগুলো এখনো দর্শকের হৃদয়ে দাগ কেটে আছে। তবে এখনকার অধিকাংশ নাটকই যেন সস্তা বিনোদন। ভাইরালের নেশা যেন সবাইকে পেয়ে বসেছে। দিনকে দিন কিভাবে হলো বাংলা নাটকের এ হাল। তা নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে কথা বলেছেন জ্যেষ্ঠ অভিনেতা আবদুল্লাহ রানা। জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে বলে জানান তিনি। ষাটের দশকে বাংলা নাটকের জোয়ার শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে। যে জোয়ারে বুঁদ হয়েছে অগণিত দর্শক। আগেরকার নাটকে ছিল পারিবারিক বন্ধন, শালীন ভাষা ও সামাজিক শিক্ষা। সবকিছু মিলিয়ে নাটক হয়ে উঠেছিল জীবনেরই এক অংশ। তবে এখনকার অধিকাংশ নাটক হয়ে উঠেছে সস্তা এক বিনোদনের অনুসঙ্গ। সবাই যেন ছুটছে ভাইরালের নেশায়। যে ভাইরাস নাট্য ইন্ডাস্ট্রিতে তৈরি করেছে সামাজিক অবক্ষয়ের। যে অবক্ষয়ের পাতায় পাতায় আছে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়ের দক্ষতার অভাব, আশালীন ভাষা, ভালো গল্পের অভাব ও বাজেটের স্বল্পতা। সবকিছু মিলিয়ে খুঁড়ে খুঁড়ে চলছে এই নাট্য ইন্ডাস্ট্রি। একটি নাটক দর্শকদের সামনে সুন্দর করে ফুটিয়ে তুলে নাটকের ভাষা। নাটকের ভাষার বিকৃতি প্রসঙ্গে অনেকেই আঙ্গুল তুলেন নির্মাতা কাজল আরেফিন অমির দিকে। তবে অভিনেতা আবদুল্লাহ রানা সে আঙ্গুল ঘুরিয়ে প্রশ্ন তুললেন আরেক পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর দিকে। ফারুকীর হাত ধরে নাটকে অশ্লীল ভাষা শুরু হয়েছে: আবদুল্লাহ রানা আরও কয়েক জনকে দায়ী করেন। ভাষা বিকৃতি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে আছে উল্লেখ করে তিনি বলেন, ভাষার তেরোটা বাজানো মোস্তফা সরয়ার ফারুকী শুরু করেছিলেন। সেটির ধারাবাহিকতা এখনো চলছে। ভাষা বিকৃতি করে ফারুকী জনপ্রিয় হয়েছিলেন। অমিও জনপ্রিয় হয়েছেন। বিষয়টি এখন ভাষায় আটকে নেই। এটি এখন কনটেন্ট-এ আটকে আছে। এমন অভিযোগ প্রসঙ্গে জানতে মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার এগুলোর উত্তর দেওয়ার সময় নেই। এরপর তিনি ফোনটি কেটে দেন। অনেক সময় অভিযোগ উঠে তারকারা শুটিংয়ে দেরি করে ঢুকেন। যাতে বিপাকে পড়েন নির্মাতা। এই অভিযোগ প্রসঙ্গে খানিকটা ক্ষোপ নিয়ে পাল্টা প্রশ্ন রেখে অভিনেতা আবদুল্লাহ রানা বলেন, ইন্ডাস্ট্রি এখন ধ্বংসের পথে। এখন এই প্রশ্ন রেখে লাভই বা কী? বিশ্বের সবচেয়ে নোংরা মানব মারা গেছে তিনি আরও বলেন, ২৫ বছর আগেও নায়করা শুটিংয়ে ১টা কিংবা ২টার দিকে এসে সন্ধ্যায় চলে যেতেন। যা সবাই জানেন। সেই চর্চাটা এখনো চলছে। কোনদিন কেউ তাদের নিয়ে প্রশ্ন তুলেনি। সারাজীবন তাদের প্রশ্রয় দিয়ে গেল। যখন…
Read moreকেন অর্থনৈতিক শিক্ষা দরকার?
কেন অর্থনৈতিক শিক্ষা দরকার? তোমরা হয়তো ভাবছ, আমরা তো এখনো ছেলেমানুষ। বড়দের এইসব কথাগুলো কেন তোমাদের বলছি। দুটি কারণ বলি: প্রথমত, আমি ধরে নিচ্ছি তোমরা সবাই প্রাপ্তবয়ষ্ক। ইসলামি দৃষ্টিকোণ থেকে প্রাপ্তবয়ষ্ক হওয়ার পর বাবা-মা বাধ্য নয় সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিতে (ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য)। তার মানে তারা তোমাদের পড়াশোনার খরচ বহন করছে এটি তোমাদের জন্য একটি বিশেষ অনুগ্রহ। এটি তোমাদের হক নয়। কাজেই তোমাদের কি উচিত না খুব দ্রুত স্বাবলম্বী হওয়া? দ্বিতীয়ত, তোমরা যখন একাডেমিক পড়াশোনা শেষ করে কর্মক্ষেত্রে প্রবেশ করবে তখন শুরু হবে টাকা উপার্জনের এক নতুন জীবনযুদ্ধ। যেহেতু টাকাই এখানে মুখ্য, কাজেই আমাদের জানা উচিৎ কীভাবে টাকা ম্যানেজ করতে হয়। আমরা টাকার পেছনে দৌড়াব না, টাকা যাতে আমাদের পেছনে দৌড়ায় এই দক্ষতা অর্জন করতে হবে। এজন্যই দরকার হচ্ছে অর্থনৈতিক শিক্ষা। আশ্চর্যের ব্যাপার হলো, এরকম একটি বাস্তব সত্য আমরা সবাই লুকিয়ে যাই। আমাদের পরিবার, স্কুল-কলেজ-ইউনিভার্সিটি কোথাও এই ব্যাপারে আমাদের কিছুই শেখানো হয় না। এই বিষয়ে খুব সহজভাবে কিছু কথা বলব। আশা করি অর্থনৈতিক ব্যাপারে তোমাদের ধারণা পরিবর্তন হবে, ইনশাআল্লাহ। টাকা-পয়সা বিষয়ে আমাদের ধ্যানধারণা :অনেক মানুষ অনেক টাকা উপার্জন করেও গরিব। কারণ, তারা যেমন আয় করে, ঠিক তেমনি খরচ করে। দিনশেষে তাদের কাছে কিছুই অবশিষ্ট থাকে না। কাজেই কেউ যদি বেশি টাকা বেতন পায় তাহলে আসলে সেটায় লাভ নেই। কতটা উপার্জন করছে এটা বড় ব্যাপার নয়, কত ধরে রাখতে পারছে এটাই আসল। কেউ যদি হঠাৎ অনেক টাকার মালিক হয়ে যায়, তবুও লাভ নেই যদি সে না জানে কীভাবে এই টাকার সঠিক ব্যবহার করতে হয়। অনেকে উত্তরাধিকার সূত্রে অনেক টাকার মালিক হয়েও কিছুদিন পরে আবার গরিব হয়ে যায়। মধ্যবিত্তরা টাকা সঞ্চয় করার চেষ্টা করে। কিন্তু এই টাকা দিয়ে তারা টিভি কিনে, এসি কিনে, ভালো ফ্ল্যাট ভাড়া করে তাদের জীবনযাত্রার মান উন্নত করে। এতে তাদের খরচ বাড়ে, কিন্তু আয় সেই তুলনায় বাড়ে না। স্ট্যাটাস ধরে রাখতে গিয়ে মধ্যবিত্তরা সবসময় একটা অর্থনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। অনেকে হারাম কাজ করে। সুদের ওপর লোন করে ফ্ল্যাট কিনে, গাড়ি কিনে। তারা ভাবে, কিস্তিতে আমরা ব্যাংক লোন পরিশোধ করে দিলে এগুলো অ্যাসেট (asset-সম্পদ) হিসেবে থেকে যাবে। বিপদের সময় কাজে লাগবে। এগুলো কি আসলেই তাদের সম্পদ? তোমরা যদি ব্যাংকের ব্যালেন্স শিট দেখো তাহলে দেখবে এইগুলো ব্যাংকের অ্যাসেট (asset)। তার মানে এইগুলো তাদের দেনা (liability)। এই দেনা বাড়ার কারণে তারা আসলে আরও গরিব হচ্ছে যা তারা বুঝতেই…
Read moreপরকীয়া করার পরিণাম।
পরকীয়া করার পরিণাম। যে ব্যক্তি কোন মহিলাকে কুমতলবের ইচ্ছা নিয়ে স্পর্শ করবে, কিয়ামতের দিন সে এমনভাবে আসবে যে তার হাত তার ঘাড়ের সাথে যুক্ত থাকবে। সে যদি কোনো নারীকে চুমু দিয়ে থাকে, তাহলে তার ঠোঁট দুটিকে আগুনের কাঁচি দিয়ে কাটা হবে।।আর যদি তার সাথে ব্যভিচারে লিপ্ত হয়ে থাকে তাহলে তার দুই উরু সাক্ষী দিবে! তখন তার জিহ্বা তার বিরুদ্ধে সাক্ষী দিয়ে বলবে, ‘আমি অবৈধ বিষয়ে কথা বলেছিলাম’। তার হাত সাক্ষী দিবে, ‘আমি অবৈধ বস্তু ধরেছিলাম’। এরপর চক্ষু বলবে, আমি অবৈধ বস্তুর দিকে তাকাতা তার দুখানা পা বলবে, ‘ আমিব্যভিচার করেছি’। প্রহরী ফেরেশতারা বলবে, ‘ আমি শুনেছি’। অন্য ফেরেশতা বলবে, ‘আর আমি লিখে রেখেছি’। আর আল্লাহ বলবেন, ‘আমি জেনেছি এবং লুকিয়ে রেখেছি’। এরপর আল্লাহ বলবেন, ‘হে ফেরেশতাগণ! একে পাকড়াও করে আমার আযাব ভোগ করাও। কেননা যে ব্যক্তি লজ্জা কমে যায় তার উপর আমার ক্রোধের অন্ত নাই। রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোন বেগানা নারীর প্রতি লোলুপ দৃষ্টি নিক্ষেপ করবে , কিয়ামতের দিন তার চোখে উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হবে (ফাতহুল কাদীর) এসব হারাম সম্পর্কগুলো সৃষ্টি হয় দৃষ্টির মাধ্যমে। এজন্য পবিএ হাদীসে দৃষ্টিকে শয়তানের তীর বলা হয়েছে। বেগানা নারীর সৌন্দর্য উপভোগ করাকেচোখের জিনা বলা হয়েছে।
Read moreহেক্সা মিশন কি / ব্রাজিলের হেক্সা মিশন
হেক্সা মিশন কি / ব্রাজিলের হেক্সা মিশন হেক্সা একটি গ্রিক শব্দ এর বাংলা অর্থ হচ্ছে “ছয়”। আর (mission) একটি ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে অভিযান। অর্থাৎ হেক্সা মিশন এর বাংলা অর্থ হচ্ছে ষষ্ঠ অভিযান। ব্রাজিল যেহেতু এর আগে পাঁচ বার ট্রফি জিতেছিল এবারে ছয় বারের জন্য কাপ জেতার লক্ষে যাচ্ছে তাই এটা তাদের কাছে হেক্সা মিশন।
Read moreAll the apps that drain the smartphone battery.
All the apps that drain the smartphone battery. Use different types of apps on smartphones. From social media to banking work can also be done at home through this app. But hackers can take over your phone through fake apps. Various viruses and malware spread through apps. Recently, Google has removed several such apps from the Play Store. Which not only spread malware but also consumed more data of the phone. Even these apps are very harmful for mobile battery. The use of such apps is causing damage to the mobile battery. Google has listed some such apps. Which have already been removed from play store. Worryingly, these apps have been downloaded around 20 million times. If you have apps on your phone, remove them now. Check out the names of some of the apps in this list- Flashlight (Torch) QR Readers Camera Unit converts Task managers Google has identified 16 such apps. In which malware named Clicker has been seen. After opening these apps, they are downloaded through remote configuration. As a result they send HTTP requests. After that configuration is downloaded, it is registered in the Firebase cloud messaging system. Push messages are then sent to customers from there. Through this, various types of damage are being tried to the customers. Source: Indian Express
Read moreস্মার্ট ফোন বিস্ফোরণের কারন
স্মার্ট ফোন বিস্ফোরণের কারন স্মার্টফোন বিস্ফোরণের খবর পাওয়া যায় মাঝেমধ্যেই। এতে আহত তো হচ্ছেই সেই সঙ্গে মারাও যাচ্ছেন ব্যবহারকারী। তবে জানেন কি, স্মার্টফোন ব্যবহারের কিছু ভুল এই বিস্ফোরণের জন্য দায়ী। শুধু স্মার্টফোনই নয়, সেই সঙ্গে বিভিন্ন ডিভাইস স্মার্ট টিভি, হেডফোনও বিস্ফোরণের খবর শোনা যায়। স্মার্টফোন বিস্ফোরণের অন্যতম কারণ হচ্ছে ফোন গরম হয়ে যাওয়া। তাই ফোন যেন গরম না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। এজন্য অতিরিক্ত চার্জ দেওয়া থেকে বিরত থাকুন। ফোন চার্জে দিয়ে অনেকেই কথা বলেন, গেম গেলেন কিংবা ফেসবুক স্ক্রোল করেন। এগুলো একেবারেই করা যাবে না। এতে ফোন গরম হয়ে হাতেই বিস্ফোরণ ঘটতে পারে। ফোনের সঙ্গে যে চার্জার দিয়ে দেওয়া হয়, চার্জ দিতে সেটি ব্যবহার করা যথোপযুক্ত। একই রকম দেখালেও নিম্নমানের চার্জার ব্যবহার করলে ফোন গরম হয়ে যেতে পারে। খারাপ হয়ে যেতে পারে ভেতরের যন্ত্রপাতি। এমনকি ফোনের ব্যাটারিতে দেখা দিতে পারে শর্ট সার্কিটের সমস্যা। যে কোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। ফোনের সঙ্গে যে চার্জার দিয়ে দেওয়া হয়, চার্জ দিতে সেটি ব্যবহার করা যথোপযুক্ত। একই রকম দেখালেও নিম্নমানের চার্জার ব্যবহার করলে ফোন গরম হয়ে যেতে পারে। খারাপ হয়ে যেতে পারে ভেতরের যন্ত্রপাতি। এমনকি ফোনের ব্যাটারিতে দেখা দিতে পারে শর্ট সার্কিটের সমস্যা। যে কোনো সময় বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে। অনেক সময় ফোনের ত্রুটির কারণেও বিস্ফোরণ ঘটতে পারে। এটি হতে পারে নির্মাণের সময় কিংবা ব্যবহারের সময়। তাই যখনই স্মার্টফোনে কোনো ত্রুটি দেখা দেবে তখনই সার্ভিসিং করান। ত্রুটিযুক্ত স্মার্টফোন ব্যবহার করা একেবারেই ঠিক হবে না। ত্রুটির কারণেই ফোনের ভেতরে থাকা লিথিয়াম আয়ন ব্যাটারি বিস্ফোরিত হয়। বিদ্যুতের কানেকশনে ত্রুটিও স্মার্টফোন বিস্ফোরণের কারণ হতে পারে। অনেক সময় দেখা যায় যে দেয়ালের বৈদ্যুতিক সকেটগুলো দেওয়া এবং সেখানেই স্মার্টফোন চার্জ দিচ্ছেন। এতে শর্ট সার্কিট হয়ে যে কোনো সময় স্মার্টফোন বিস্ফোরণ হতে পারে। দীর্ঘক্ষণ সূর্যের নিচে ফোন রাখবে না। রোদে চার্জ করবেন না ফোন। এমন কি অতিরিক্ত গরম ও আর্দ্র জায়গায় ফোন চার্জ এড়িয়ে চলুন। পুরোনো স্মার্টফোন বিস্ফোরণের ঘটনা বেশি ঘটে। তাই অনেক বেশি পুরোনো মডেল বা অনেকদিন ধরে একই ফোন ব্যবহার এড়িয়ে চলুন। আবার অনেকে ফোন পুরোনো হলে অনেকেই পাড়ার দোকান থেকে ব্যাটারি বদল করেন। বেশিরভাগ সময় তা কোম্পানির আসল ব্যাটারি হয় না। নকল ব্যাটারি বিস্ফোরণের সম্ভাবনা বেশি থাকে। (সূত্র টাইমস অব ইন্ডিয়া)
Read moreCars have been stopped at the BNP rally on the orders of the government:Owner-Labor Leaders
Cars have been stopped at the BNP rally on the orders of the government:Owner-Labor Leaders Dhaka: Ahead of BNP’s divisional mass meetings across the country, transport owners and labor union leaders have opened up about the public transport strike at various places. Protesting the strike, the owners and labor union leaders said that they are not in favor of this strike. Their decision is not to strike. The government and administration are forcing the strike.It is not the owners and workers but the government that is involved.The leaders of the two organizations said that the police and the local Awami League leaders are forcibly stopping the transport mainly around the BNP rally, so that less BNP people come to the rally. They are losing money in this government fueled strike. Due to political program they are also being labeled as political. Workers are also suffering.A labor leader said that their federation has a slogan of ‘Dal yar yar, Paribahan Malik ek Katar’. Therefore, transport owners supported by Awami League cannot take such a decision if they wish. They are being forced only because of government obstruction. It has nothing to do with the owner or the workers. Bangladesh Road Transport Workers Federation Central Joint Secretary General Advocate Shamchur Rahman Shimul Biswas told Banglanews that this strike is not related to the interests of owners and workers. The government is forcing it in the name of the owners. The anti-people government has strategically pitted the public transport owners against the people. As the government is undermining the image of the public transport owners, it has put the owners in danger. Central Joint Secretary of Bangladesh Road Transport Workers Federation Humayun Kabir Khan said that the government is forcing the transport strike to disrupt the BNP’s program across the country. Police and Awami League leaders are doing it under pressure. It is being protested in various places. But they cannot avoid it because of the government. Their president Md. Shajahan Khan who is a member of the central presidium of Awami League and a former minister. Recently he also said that they have no involvement with this strike. The public…
Read moreআবহাওয়া অধিদপ্তরের সংকেতের মানে কি?
আবহাওয়া অধিদপ্তরের সংকেতের মানে কি? সমুদ্রবন্দরের জন্য ১১টি সংকেত ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত: জাহাজ ছেড়ে যাওয়ার পর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সম্মুখীন হতে পারে। দূরবর্তী এলাকায় একটি ঝোড়ো হাওয়ার অঞ্চল রয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬১ কিলোমিটার। ফলে সামুদ্রিক ঝড়ের সৃষ্টি হবে। ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত: গভীর সাগরে একটি ঝড় সৃষ্টি হয়েছে। সেখানে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। বন্দর এখনই ঝড়ে কবলিত হবে না, তবে বন্দর ত্যাগকারী জাহাজ পথে বিপদে পড়তে পারে। ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত: বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগ কবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার হতে পারে। ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত: বন্দর ঘূর্ণিঝড়-কবলিত। বাতাসের সম্ভাব্য গতিবেগ ঘণ্টায় ৫১-৬১ কিলোমিটার। তবে ঘূর্ণিঝড়ের চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার মতো তেমন বিপজ্জনক সময় হয়নি। ৫ নম্বর বিপৎসংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতর এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৬ নম্বর বিপৎসংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করতে পারে। ৭ নম্বর বিপৎসংকেত: বন্দর ছোট বা মাঝারি তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৬২-৮৮ কিলোমিটার। ঝড়টি বন্দরের ওপর বা এর কাছ দিয়ে উপকূল অতিক্রম করতে পারে। ৮ নম্বর মহাবিপৎসংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার ঘূর্ণিঝড়ের কবলে পড়তে পারে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে বাঁ দিকে রেখে উপকূল অতিক্রম করবে। ৯ নম্বর মহাবিপৎসংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা এর বেশি হতে পারে। প্রচণ্ড ঝড়টি বন্দরকে ডান দিকে রেখে উপকূল অতিক্রম করবে। ১০ নম্বর মহাবিপৎসংকেত: বন্দর প্রচণ্ড বা সর্বোচ্চ তীব্রতার এক সামুদ্রিক ঘূর্ণিঝড়ের কবলে পড়বে। ঝড়ে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার বা তার বেশি হতে পারে। ১১ নম্বর যোগাযোগ বিচ্ছিন্ন সংকেত: আবহাওয়ার বিপৎসংকেত প্রদানকারী কর্তৃপক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং স্থানীয় আবহাওয়া কর্মকর্তা পরিস্থিতি দুর্যোগপূর্ণ বলে মনে করেন। আবহাওয়া অধিদপ্তরের সংকেতের মানে কি? আবহাওয়া অধিদপ্তরের সংকেতের মানে কি? নদীবন্দরের জন্য চারটি সংকেত ১ নম্বর নৌ সতর্কতা সংকেত: বন্দর…
Read moreস্মার্টফোনের ব্যাটারি নষ্ট করে যে সকল অ্যাপ
স্মার্টফোনের ব্যাটারি নষ্ট করে যে সকল অ্যাপ স্মার্টফোনে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ব্যাংকিংয়ের কাজও ঘরে বসেই করে নেওয়া যায় এই অ্যাপের মাধ্যমে। তবে হ্যাকাররা ভুয়া অ্যাপের মাধ্যমে আপনার ফোনের দখল নিতে পারে। বিভিন্ন ভাইরাস এবং ম্যালওয়্যার ছড়িয়ে দেয় অ্যাপের মাধ্যমে। সম্প্রতি গুগল এমন বেশ কিছু অ্যাপ সরিয়ে নিয়েছে প্লে স্টোর থেকে। যেগুলো শুধু ম্যালওয়্যার ছড়ানোই নয়, ফোনের বেশি ডাটা খরচ করত। এমনকি এসব অ্যাপ মোবাইলের ব্যাটারির পক্ষে খুবই ক্ষতিকারক। এ ধরনের অ্যাপ ব্যবহারের ফলে মোবাইলের ব্যাটারির ক্ষতি হচ্ছে। এমন কিছু অ্যাপের তালিকা জানিয়েছে গুগল। যেগুলো প্লে-স্টোর থেকে এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। চিন্তার বিষয় হচ্ছে, প্রায় ২০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এ অ্যাপগুলো। আপনার ফোনে থাকলে এখনই রিমুভ করে ফেলুন অ্যাপগুলো। দেখে নিন এই তালিকায় রয়েছে এমন কিছু অ্যাপের নাম- ফ্লাসলাইট (টর্চ) কিউআর রিডার্স ক্যামেরা ইউনিত কোনভার্টস টাস্ক ম্যানেজারস এমন ১৬টি অ্যাপ শনাক্ত করেছে গুগল। যেগুলোতে ক্লিকার নামের নামের ম্যালওয়্যার দেখা গিয়েছে। এসব অ্যাপ খোলার পর সেগুলো ডাউনলোড হয় রিমোট কনফিগারেশনের মাধ্যমে। ফলে তারা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায়। সেই কনফিগারেশন ডাউনলোড করার পর, সেটি ফায়ারবেস ক্লাউড মেসেজিং সিস্টেমে রেজিস্টার হয়ে যায়। এরপর সেখান থেকে গ্রাহকদের কাছে পুশ মেসেজ পাঠানো হয়। এর মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
Read moreইলিয়াস আলীর ছেলেকে নিয়ে মিশেল ব্যাশেলেতের সঙ্গে দেখা করেছে বিএনপি
ইলিয়াস আলীর ছেলেকে নিয়ে মিশেল ব্যাশেলেতের সঙ্গে দেখা করেছে বিএনপি বিএনপির নেতা ইলিয়াস আলীর ছেলেকে নিয়ে আজ (১৭ আগস্ট) বিএনপির একটি দল ঢাকা সফররত জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেতের সঙ্গে দেখা করেছে। আজ দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিশেল ব্যাশেলেতের সঙ্গে দেখা করেন বিএনপির প্রতিনিধিরা। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন দলটির মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল এবং ইলিয়াস আলীর ছেলে ও মানবাধিকারবিষয়ক উপকমিটির সদস্য আবরার ইলিয়াস উল্লেখয, ২০১০ সালে বিএনপির নেতা ইলিয়াস আলী ঢাকার বনানী থেকে নিখোঁজ হন। গত ১২ বছরেও তাকে উদ্ধার করা যায়নি।
Read moreজ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাড়ছে রেলের ভাড়া
জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে বাড়ছে রেলের ভাড়া জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়ছে রেলের ভাড়া। রেলমন্ত্রী মঙ্গলবার জানিয়েছেন রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে সরকার চিন্তা করছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পরপরই বাস ভাড়া বাড়ানো হয়েছে। এই বাড়ানোর খেসারত দিতে হবে দেশের নিরীহ মানুষকে। সব রকমের যানবাহনের ভাড়া বৃদ্ধির পাশাপাশি বাড়তে শুরু করেছে পণ্যের পরিবহন খরচ। এতে তেলের দাম বাড়ার উত্তাপ বাজারে ছড়িয়ে পড়তে শুরু করেছে ইতোমধ্যেই। জিনিসপত্রের দাম বাড়ছে হু হু করে। এদিকে তেলের দাম বাড়ানোর পর প্রতিবাদ হিসাবে সভা-সমাবেশে কর্মসূচি অব্যহত রাখছে রাজনৈতিক দল গুলো। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বাম রাজনৈতিক সংগঠন গুলোর পক্ষ থেকে ঢাকার শাহবাগে প্রতিবাদ কর্মসূচি পালনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু পুলিশের বেপরোয়া পিটুনিতে টিকতে পারে নি তারা।
Read moreআইজিপি বেনজির আহম্মদ কি যুক্তরাষ্ট প্রবেশ করতে পারবে?
আইজিপি বেনজির আহম্মদ কি যুক্তরাষ্ট প্রবেশ করতে পারবে? আইজিপি সম্মেলনে বেনজিরের নাম প্রস্তাব প্রসঙ্গে জাতিসংঘ! জাতিসংঘ প্রতিনিধি নির্বাচন করেনা, প্রবেশের অনুমতির এখতিয়ার যুক্তরাষ্ট্রের-মুখপাত্র ডোজারিক! মানবাধিকার লংঘনের দায়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও দেশটিতে অনুষ্ঠেয় জাতিসংঘের চিফ অব পুলিশ সামিটে (ইউএনকপ) আইজিপি বেনজির আহমেদের সম্মেলনে অংশ নিতে নাম প্রস্তাব প্রসঙ্গে সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেছেন, ” সভায় প্রতিনিধিত্ব কে করবে জাতিসংঘের তরফে এই সিদ্ধান্ত নেয়া হয়না বরং সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ দেশের প্রতিনিধি মনোয়ন দিয়ে থাকে। তবে ভিসা এবং প্রবেশের অনুমতি দেবার এখতিয়ার যুক্তরাষ্ট্রের।” আবার বাড়ছে সয়াবিন তেলের দাম সোমবার জাতিসংঘের নিয়মিত ব্রিফ্রিংয়ে পুলিশের আইজিপির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা এবং সম্মেলনে যোগ দিতে সে দেশে যাবার অনুমতি প্রসঙ্গে জানতে চাইলে মুখপাত্র ডোজারিক এসব কথা বলেন। প্রশ্নোত্তর পর্বে জাতিসংঘ স্থায়ী সংবাদদাতা মুশফিকু ফজল আনসারী জানতে চান- বাংলাদেশ সরকার জাতিসংঘের পুলিশ প্রধানদের সম্মেলনে প্রতিনিধি হিসেবে দেশটির পুলিশ প্রধান বেনজিরের নাম ঘোষণা করেছে। মানবাধিকার লংঘনের দায়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের আইজিপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। স্টেট ডিপার্টমেন্ট এবং ট্রেজারি ডিপার্টমেন্ট দুই তরফ থেকেই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। আমার অবাক লাগছে- মানবাধিকার লংঘনের দায়ে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেবার পরও তিনি কীভাবে এই আমন্ত্রণ পেলেন এবং আদতে কী তিনি ওই সম্মেলনে যোগ দেবার সুযোগ পাবেন? জবাবে ডোজারিক বলেন, “এখানে দুইটি বিষয় রয়েছে। প্রথমত, জাতিসংঘের সদস্য রাষ্ট্র অর্থাৎ নিজ দেশ যে কাউকে সংস্থাটির সম্মেলনে যোগ দেবার জন্য বাছাই করতে পারে। এটা জাতিসংঘের তরফে সিদ্ধান্ত দেয়া হয়না। আর পরের বিষয়টি হলো-প্রবেশের অনুমতি আর ভিসা দেবার প্রশ্ন। এ বিষয়টি নিয়ে এখানে অবস্থিত যুক্তরাষ্ট্র মিশনকে প্রশ্ন করা যেতে পারে। কারণ তাঁরাই ভিসা বা প্রবেশের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে ।” আইজিপি বেনজির আহম্মদ কি যুক্তরাষ্ট প্রবেশ করতে পারবে? আইজিপি বেনজির আহম্মদ কি যুক্তরাষ্ট প্রবেশ করতে পারবে? Video: UN Web tv Mushfiqul Fazal Ansarey fb
Read moreভোলায় ওসিকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত আবদুর রহিমের স্ত্রী
ভোলায় ওসিকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন নিহত আবদুর রহিমের স্ত্রী বিদ্যুৎখাতে লুটপাট, ব্যাপক দুর্নীতি, অব্যবস্থাপনা ও লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে গুলি চালিয়ে হত্যার অভিযোগে ভোলা সদর থানার ওসি তদন্তসহ ৩৬ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।মামলায় ওসি আরমান হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমের স্ত্রী খাদিজা বেগম বাদী হয়ে বৃহস্পতিবার ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হত্যা মামলাটি দায়ের করেন। স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার ঘটনায় থানায় রক্ষিত মৃত্যু সংক্রান্ত যাবতীয় তথ্য আগামী ৮ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রেরণের নির্দেশ দেন ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার কামাল। আগামী ৮ই সেপ্টেম্বর অধিকতর শুনানি শেষে মামলার বাকি আদেশ দেয়া হবে বলে আদালত সূত্রে জানা যায়। ভোলায় বিএনপি’র বিক্ষোভ সমাবেশ শেষে মিছিলের শুরুতেই পুলিশ বেপরোয়া লাঠিচার্জ, টিয়ার শ্যাল ও গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো অনেকে আহত হন গুলিবিদ্ধ হয়ে। পুলিশের গুলিতে আহত ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নূরে আলম ঢাকায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩ আগস্ট শাহাদাত বরণ করেন। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরো ২০ জন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ঢাকায় চিকিৎসাধীন আছে বলে জানা গেছে। পুলিশের গুলিতে নিহত এবং আহত হলেও উল্টা পুলিশ বাদী হয়ে ৪ শতাধিক বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। বৃহস্পতিবার ভোলা সদর থানার ওসিকে প্রধান আসামী করে ৩৬ জনের বিরুদ্ধে পাল্টা মামলা করেছেন নিহত আবদুর রহিমের স্ত্রী।
Read more৪১ দিনে ১০০ কোটি ছাড়িয়ে গেলো পদ্মা সেতুর টোল
৪১ দিনে ১০০ কোটি ছাড়িয়ে গেলো পদ্মা সেতুর টোল পদ্মা সেতু খুলে দেওয়ার ৪১ দিনে ১০০ কোটির বেশি টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে দুই প্রান্তের টোল প্লাজা (মাওয়া ও জাজিরা) দিয়ে প্রায় আট লাখ যানবাহন পারাপার হয়েছে। রবিবার (৭ আগস্ট ২০২২) সকালে বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের জানান, গত ৪১ দিনে পদ্মা সেতু দিয়ে গড়ে প্রতিদিন প্রায় ২০ হাজার করে যানবাহন পার হয়েছে।বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়, গত শুক্রবার (৫ আগস্ট ২০২২) পর্যন্ত পদ্মা সেতুতে মোট টোল আদায় হয়েছিলো ৯৯ কোটি ৭ লাখ ৮৩ হাজার ৪০০ টাকা এবং যানবাহন পার হয়েছিলো ৭ লাখ ৪৫ হাজার ৩৪৯টি। পদ্মা সেতুর মাওয়া প্রান্তে দায়িত্বে থাকা নির্বাহী প্রকোশলী জানান, শনিবার পর্যন্ত দুই টোল প্লাজা থেকে মোট ১০১ কোটি ৯ লাখ ১৪ হাজার ৪০০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ে যানবাহন পারাপার হয়েছে ৭ লাখ ৯৭ হাজার ৮১৫টি।
Read moreআবার বাড়ছে সয়াবিন তেলের দাম
আবার বাড়ছে সয়াবিন তেলের দাম টাকার বিপরীতে ডলারের মূল্য বাড়ার কারণে সাধারণ মানুষের ঘারে খরচের বোঝা বৃদ্ধি শুরু হয়েছে। ইতোমধ্যে জ্বালানি তেলের দামও বাড়ানো হয়েছে অস্বাভাবিকভাবে। এতে সাধারণ মানুষকেই চড়া মূল্য দিয়ে পণ্য কিনে জীবন ধারণ করতে হবে। ইতোমধ্যেই সয়াবিন তেলের দাম বৃদ্ধির প্রস্তাব করেছে, মিলমালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। প্রতি লিটার সয়াবিন তেলের দাম ২০ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে এই সংগঠনটি। এই প্রস্তাব অনুযায়ী প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা, এক লিটারের বোতল ২০৫ টাকা এবং পাঁচ লিটারের বোতল ৯৬০ টাকায় গিয়ে দাঁড়াবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ বছর বোতলজাত সয়াবিন তেল সর্বোচ্চ প্রতি লিটার ২০৫ টাকায় বিক্রি হয়েছিল। যা সম্প্রতি দুই দফায় ২০ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলো। এর মধ্যে সর্বশেষ গত ২১ জুলাই লিটারপ্রতি দর ১৪ টাকা কমানো হয়। মিল মালিকরা আবারো সেই জায়গায় নিয়ে যেতে চাচ্ছে সয়াবিন তেলের দাম। যদিও আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমে ইতোমধ্যেই যুদ্ধ শুরুর পূর্বাবস্থায় দাঁড়িয়েছে। অবশ্য বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এখন বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের দাম ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় ভোজ্যতেলের আমদানিমূল্য বেড়েছে। এ কারণে দাম সমন্বয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। ট্যারিফ কমিশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের চাহিদা আছে। এর মধ্যে প্রায় ১৮ লাখ টন আমদানি হয়। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২১-২২ অর্থবছরে দেশে প্রায় ৫ লাখ ১৫ হাজার টন অপরিশোধিত সয়াবিন তেল আমদানি হয়েছে। আগের বছরের চেয়ে প্রায় ৭৫ হাজার টন কম আমদানি হয়েছে ২০২১-২২ অর্থবছরে।
Read moreচট্রগ্রামের মিরসরাই ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত আহত ৩
চট্রগ্রামের মিরসরাই ট্রেনের ধাক্কায় ১১ জন নিহত আহত ৩ চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেন আসার সময় লাইনে উঠে যাওয়া মাইক্রোবাসের ১১ যাত্রী প্রাণ হারিয়েছেন ট্রেনের ধাক্কায়। শুক্রবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার বড়তাকিয়া রেল স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবার বাড়ি হাটহাজারীর আমানবাজার এলাকায়। স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রুটে চলা আন্তনগর ট্রেন মহানগর প্রভাতীর যাত্রাকালে মাইক্রোবাসটি দ্রুতগতিতে রেললাইন অতিক্রম করার চেষ্টা করে। কিন্তু সেটি লাইনে ওঠার পর ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়। তারা আরো বলেন, মাইক্রোবাসটি করে কয়েকজন খৈয়াছড়া ঝর্ণা দেখতে এসেছিলেন। বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার এসআই সৈয়দ আহমদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। সর্বশেষ মিরসরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী বলেন, দুর্ঘটনায় মোট ১১ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটিকে রেললাইন থেকে সরানোর চেষ্টা করছি। দুর্ঘটনার পরপর চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নিজাম উদ্দিন বলেছিলেন, খৈয়াছড়া এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হয়েছেন।
Read moreভাসানীর সাধারন জীবনযাপনে অসাধারণ পরিচিতি।
ভাসানীর সাধারন জীবনযাপনে অসাধারণ পরিচিতি। চীন থেকে ফিরতি পথে পাকিস্তানে নেমেছিলেন মাওঃ আঃ হামিদ খান ভাসানী। সেখানকার মেয়র এক নাগরিক সংবর্ধনা দিয়েছিলেন ভাসানীকে। ভাসানীর মাথায় তালের টুপী আর পরনে ছিল লুঙ্গি, একেবারে সাদা গ্রামের লোক, স্টেজে উঠেছেন ভাষণ দিতে। ভাসানীর বেশ ভূষা দেখে দর্শক শ্রোতাদের মধ্যে গুনগুন মন্তব্য করতে শুরু করলো একজন ফিসফিস করে বলতে লাগলো”ইয়ে তো মিসকিন হ্যায়।কোরান তেলাওয়াত দিয়ে ভাসানীর বক্তব্য শুরু হতেই ওই শ্রোতাদের কণ্ঠে আরেকটি মন্তব্য ভেসে এলো “ইয়ে তো মাওলানা হ্যায়। ভাসানীর রাজনৈতিক বক্তব্য শুরু হতেই ঐ একই দর্শক শ্রোতারা বলে উঠলেন “আরি বাহ্ ইয়ে তো পলিটিশিয়ান হ্যায়”। ভাসানী যখন বিশ্ব পরিস্থিতি ও বিশ্ব মোড়লদের শোষণ পীড়ন নিপীড়নের কথা বলতে শুরু করলেন তখন ঐ একই দর্শক শ্রোতারাই বলে উঠলেন “হায় আল্লাহ ইয়ে তো এস্টেট মেন হ্যায়”।হ্যাঁ এমনই ছিলেন মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। যিনি সর্বদা মজলুমদের পক্ষ নিয়ে লড়াই করে গেছেন।
Read moreটিকটকার বায়েজিদের বিরুদ্ধে ১৫(৩) ধারায় মামলা।কি আছে এই ১৫(৩) ধারায়
টিকটকার বায়েজিদের বিরুদ্ধে ১৫(৩) ধারায় মামলা।কি আছে এই ১৫(৩) ধারায় পদ্মা সেতুর নাট-বল্টু খুলে টিকটক করা বায়েজিদ কে আটক করেছে সিআইডি। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় মামলা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে পদ্মার উত্তর পাড় থানাকে। কি আছে- ১৫ এর ৩ ধারায়: অন্তর্ঘাতমূলক কাজ যেমন রেলপথ, ঝুলন্ত রজ্জু পথ, রাস্তা, খাল, সেতু-কালভার্ট, বাঁধ-সেতু, বন্দর, ডকইয়ার্ড, বাতিঘর, বিমান ঘাঁটি, টেলিগ্রাফ লাইন বা খুঁটি বা টেলিভিশন বা বেতার প্রতিষ্ঠানের সম্পদের কার্যক্ষমতা ব্যাহত করা অথবা সম্পদগুলির ক্ষতি করার উদ্দেশ্যে কোন ব্যক্তি অনৈতিক কাজ করতে পারবে না- যদি করেন তাহলে তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ১৫(৩) ধারায় অভিযুক্ত করা হবে। এ অপরাধের শাস্তি কি- যদি কোন ব্যক্তি এই ধারার কোন বিধানের লংঘন করে তাহলে মৃত্যুদন্ড, যাবজ্জীবন অথবা চৌদ্দ বছর পর্যন্ত যে কোন মেয়াদে কারাদন্ড হবে সেইসাথে তাকে অর্থদন্ডেও দন্ডিত করা যাবে।
Read moreগাজওয়াতুল হিন্দ কি?
গাজওয়াতুল হিন্দ কি? গাজওয়াতুল হিন্দ হলো পৃথিবীর বড় যে কয়টি ধর্মযুদ্ধ হবে সেটার মধ্যে একটি। এটি হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন তাহারা সকলেই জান্নাতি হবে এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জিহাদ । এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশে যুদ্ধ চালিয়ে যাবে। মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য। অন্য বর্ণনায় আছে,গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!”রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক। ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন। রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ) তিনি আরো বলেছেন, ঐ সময় মুসলিমরা যে যেখানেই থাকুক না কেন তারা যেন সেই জিহাদে অংশ গ্রহন করেন। গাজওয়াতুল হিন্দ কি ? গাজওয়াতুল হিন্দ কি ? গাজওয়াতুল হিন্দ কি ? গাজওয়াতুল হিন্দ কি ?
Read moreবন্যায় সাপ নিয়ে সতর্কতা
বন্যায় সাপ নিয়ে সতর্কতা বর্তমানে চলমান দেশের সার্বিক বন্যা পরিস্থিতিতে মানুষের সাথে সাপের মারাত্মক ভাবে সংস্পর্শ হওয়ার প্রবল সম্ভবনা আছে।কারন চারদিকে অথৈই পানি থাকায় কিছু বিষধর সাপও এখন শুষ্ক ও উচু স্থানের সন্ধানে মানুষের বাসস্থানে প্রবেশের চেস্টা করবে।তাই সাপের কামড় থেকে বাচার জন্য অবশ্যই অবশ্যই রাতে ঘুমানোর আগে মশারি টানিয়ে ঘুমাতে হবে।এর কোনো বিকল্প নেই।সেই সাথে জুতা পড়ার সময় তা ভালভাবে চেক করে পড়তে হবে।না দেখে অন্ধকারচ্ছন্ন যে কোনো জায়গায় হাত দেয়া থেকে বিরত থাকুন।আবারো বলছি এসময় মশারি টানিয়ে ঘুমানোর কোনো বিকল্প নেই। বন্যা ও বর্ষাতে চারিদিক পানির কারণে ঘরে সাপ আশ্রয় নিতে পারে… শুকনা মরিচ ২/৩ টা পুড়তে পারেন। শুকনা মরিচ পোড়ার গন্ধ সাপ সয্য করতে পারেন ফলে এই মরিচ পোড়ার গন্ধে সাপ বেড় হয়ে চলে যাবে। রসুন কেটে টুকরো টুকরো করে ঘরের চারদিকে ছড়িয়ে দিতে হবে। এতে ঘরে সাপ ঢুকবে না। অথবা ঘরে সাপ থাকলে বেরিয়ে যাবে।
Read more
























