Jobs circular

Career Alert CCDB NGO Hiring Now

Career Alert CCDB NGO Hiring Now

সিসিডিবি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, এমআরএ সনদ নম্বর-২৯৫। বিভিন্ন জেলায় সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি সিসিডিবির মাইক্রো ফাইন্যান্স প্রােগ্রাম পরিচালনার জন্য নিমােক্ত পদে লােক নিয়ােগ করা হবে
প্রতিষ্ঠানের নামঃ- সিসিডিবি নজিও

১. পদের নাম: শাখা ব্যবস্থাপক

কাজের প্রকৃতি: স্বাধীনভাবে ক্ষুদ্রঋণ কার্যক্রমের শাখা পর্যায়ের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করা।

শিক্ষাগতঃ- যােগ্যতা: স্নাতকোত্তর পাশসহ (৩টি দ্বিতীয় বিভাগ) |

অভিজ্ঞতাঃ- ক্ষুদ্রঋণ শাখা ব্যবস্থাপক হিসেবে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ- শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে মাসিক বেতন ২৫,০০০/= টাকা।

বয়স: অনূর্ধ্ব ৩৮ বছর। মােটর সাইকেল চালানাের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

২. পদের নাম: মাঠ সংগঠক

কাজের প্রকৃতি: ক্ষুদ্রঋণ কার্যক্রমে ঋণ বিতরণ ও আদায়ের কাজ পরিচালনা করা।

শিক্ষাগত যােগ্যতা: ন্যূনতম এইচএসসি পাশ।

 দুটো পরীক্ষায় দ্বিতীয় বিভাগ অথবা ২.৫ জিপিএ থাকতে হবে। জাতীয় পর্যায়ের এমআরএ’র সনদপ্রাপ্ত এনজিওতে ঋণ কার্যক্রমে | ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনঃ- সর্বসাকুল্যে মাসিক বেতন ১৭,০০০/= টাকা।

বয়সসীমা:২২-৩২ বছর। বাইসাইকেল চালানাে বাধ্যতামূলক

উক্ত পদসমূহে ৬ মাস পর স্থায়ীকরণ করা হবে এবং সংস্থার প্রচলিত বেতন স্কেল অনুযায়ী | অন্যান্য সুযােগ-সুবিধাদি প্রদান করা হবে। এছাড়া প্রার্থীদের যােগদানের সময় ৩০০ টাকার নিন-জুডিশিয়াল স্ট্যাম্পে জামানতনামা, সর্বশেষ শিক্ষাবর্ষের মূল সনদপত্র এবং ১নং পদের জন্য  ১৫,০০০ টাকা এবং ২ নং পদের জন্য ১০,০০০ টাকা সিকিউরিটি মানি (সুদসহ ফেরতযােগ্য)  হিসেবে জমা দিতে হবে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে স্বহস্তে লিখিত দরখাস্ত, সদ্য তােলা পাসপাের্ট সাইজের এক কপি রঙিন ছবি ও জীবন-বৃত্তান্তসহ (অভিজ্ঞতার বিবরণসহ) এইচআরএমডি বিভাগ, সিসিডিবি, ৮৮ সেনপাড়া পর্বতা, মিরপুর-১০, ঢাকা-১২১৬ -এই ঠিকানায় পাঠানাের জন্য অনুরােধ করা যাচ্ছে।   দরখাস্তে অবশ্যই সচল মােবাইল নম্বর উল্লেখ করতে হবে।  

web:- https://ccdbbd.org/

ccdb ngo job circular 2022
ccdb ngo job circular 2022
ccdb logo
ccdb logo
ccdb bangladesh
ccdb bangladesh

Career Alert CCDB NGO Hiring Now Career Alert CCDB NGO Hiring Now Career Alert CCDB NGO Hiring Now Career Alert CCDB NGO Hiring Now Career Alert CCDB NGO Hiring Now

বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন:
👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না।
👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না।
👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না।
👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *