Abul khair tobacco Best Job 22Abul khair tobacco Best Job 22

Abul khair tobacco Best Job 22

আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ এর মার্কেটিং বিভাগে তামাকজাত পণ্য বাজারজাতকরণের উদ্দেশ্যে উপযুক্ত বেতনে ওয়াক-ইন-ইন্টারভিউ এর মাধ্যমে কিছু সংখ্যক লােক নিয়ােগ করা হবে। পরিশ্রমী এবং সুস্বাস্থ্যের অধিকারী যে কোন বাংলাদেশী পুরুষ নাগরিক নিম্নোক্ত শর্তাবলী পূরণ সাপেক্ষে উল্লিখিত পদের জন্য প্রার্থী হতে পারবেন।

এ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অফিসার (AMO)

শিক্ষাগত যােগ্যতা: স্নাতক বা সমমান পাশ। 

অভিজ্ঞতাঃ– FMCG Sales/ অন্যান্য প্রােডাক্ট সেলস এ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে ।

বয়সঃ– নূন্যতম ২৪ বছর। অন্যান্য যােগ্যতা ও চটপটে, উপস্থাপনায় দক্ষতা সম্পন্ন, সর্বোপরি প্রার্থীর অবশ্যই Convincing ability থাকতে হবে। 

বেতনঃ– আলােচনা সাপেক্ষে (২২০০০ থেকে ২৬০০০ টাকা)। 

কর্মস্থলঃ– বাংলাদেশের যে কোন এলাকা। 

দায়-দায়িত্বঃ ব্যবসায়ীগণের সাথে সম্পর্ক উন্নয়ন এবং প্রতিটি রিটেইল আউটলেটে নিজস্ব ব্র্যান্ড সমূহের উপস্থিতি নিশ্চিতকরণের পাশাপাশি ট্রেড বেনিফিট ও ব্র্যান্ডের গুণগতমান উপস্থাপন পূর্বক দায়িত্বপ্রাপ্ত জোনে নিজস্ব ব্র্যান্ড সমূহের বিক্রয় ও মার্কেট শেয়ার উত্তরােত্তর বৃদ্ধির জন্য সংস্থার নিয়মানুযায়ী নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে কাজ করা। 

সাক্ষাৎকার ও সকাল ৯.০০টা হতে দুপুর ১২.০০টা পর্যন্ত নিম্নলিখিত সিডিউল অনুযায়ী অনুষ্ঠিত হবে।
তারিখউপস্থিতের ঠিকান
১২/০৩/২০২২
১৬/০৩/২০২২
২৪/০৩/২০২২
৩১/০৩/২০২২
বুল খায়ের গ্রুপ
নাভানা এফ এস কসমমা বাড়ী # ৪/বি, রােড # ৯৪, ২য় তলা, গুলশান-২, ঢাকা-১২১২ 
১৪/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
দীন ইসলাম ভবন, আমানতপুর ব্রিক ফিল্ড সংলগ্ন, বেগমগঞ্জ, নােয়াখালী 
১৪/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
২৮৮, সালাম ভবন, ট্রাঙ্ক রােড (পাসপাের্ট অফিসের উত্তর পাশে), নােয়াপাড়া, কুমিল্লা
১৫/০৩/২০২২  আবুল খায়ের ভেজিটেবল অয়েল ইন্ডাষ্ট্রিজ লিঃ
৭/৮, নাসিরাবাদ আই/এ, বায়েজিদ (রুবি গেইট), চট্টগ্রাম
২০/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
মেসার্স রফিকুর রহমান ভূঁইয়া, পুরাতন রেজিস্ট্রি অফিস, ভূইয়া বাড়ী, পাঠান বাড়ী রােড, ফেনী।  
২২/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ 
হামিদা মঞ্জিল (২য় তলা), সি এন্ড বি রােড (থানা কাউন্সিলের বিপরীতে), বরিশাল
২৯/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ
বড় বনগ্রাম, খানকা শরীফ গেট (জিয়া পার্ক সংলগ্ন) শাহমখদুম, রাজশাহী
২৭/০৩/২০২২আবুল খায়ের টোব্যাকো কোং লিঃ 
বাড়ি নং-০১, রােড নং-০১, মুলাটোল পাকার মাথা, রংপুর
বিঃ দ্রঃ

১. প্রত্যেক প্রার্থীকে জীবন বৃত্তান্তর সাথে সকল শিক্ষাগত যােগ্যতার সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি | পাসপাের্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে।

২. সকল শিক্ষাগত যােগ্যতার মূল সার্টিফিকেট/মার্কশীট সহ এস.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ড, অভিজ্ঞতার সনদপত্র এবং Original National ID Card ইন্টারভিউ বাের্ডে প্রদর্শনের জন্য অবশ্যই সাথে রাখতে হবে।

৩. সাক্ষাৎকার এর জন্য উপস্থিত প্রার্থীদের কোন প্রকার টি.এ/ডি.এ প্রদান করা হবে না। তবে প্রাথমিকভাবে নির্বাচিত এবং ১৪দিনের ট্রেনিং প্রােগ্রাম সম্পন্নকৃত প্রার্থীগণকে কোম্পানির বিধি মােতাবেক Training Allowance প্রদান করা হবে। ৪. অনিবার্য কারণবশতঃ কর্তৃপক্ষ আংশিক বা সকল নিয়ােগ প্রক্রিয়া বন্ধ করার অধিকার সংরক্ষণ করেন।

Abul khair tobacco Best Job 22 Abul khair tobacco Best Job 22 Abul khair tobacco Best Job 22 Abul khair tobacco Best Job 22

আবুল খায়ের টোব্যকো লোগো
Abul khair tobacco circular
Abul khair tobacco Best Job 22

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *