নতুন নিয়োগ পপি এনজিও

নতুন নিয়োগ পপি এনজিও

 পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

প্রতিষ্ঠানের নামঃপিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)
পদের নামঃসহকারী ব্যাবস্থাপক-প্রশিক্ষন

শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর।

বয়স:- ৪০ বছর

কর্মস্থল:- ভৈরব , কিশোরগঞ্জ,।

অভিজ্ঞতা:- ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।

বেতন শিক্ষানবিশকালে:- ৩০৪০৩/- এবং স্থায়ীকরণের পরে ৩৩২১০/- এছাড়াও নিয়মিতকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতা সনদপত্র  ২ কপি সদ্য তােলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির  নাম, ঠিকানা, মােবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ২০/১১/২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় । ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। ই-মেইলেও আবেদন পাঠাতে পারেন:- ht@popibd.org  শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:- www.popibd.org

পপি এনজিও চাকরির সুযোগ

নতুন নিয়োগ পপি এনজিও নতুন নিয়োগ পপি এনজিও

ইবনে সিনা ট্রাস্ট অভিজ্ঞতা ছাড়া চাকরি

Part-Time Job Opportunity

কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ

CARSA Foundation NGO Auditor Job

সময়ের সংলাপের ফেইসবুক পেইজ

নতুন নিয়োগ পপি এনজিও
পপি NGO চাকরির সুযোগ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *