নতুন নিয়োগ পপি এনজিও
পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগােষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ১৯৮৬ সাল থেকে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়ােগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
| প্রতিষ্ঠানের নামঃ– পিপল্স ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) |
| পদের নামঃ– সহকারী ব্যাবস্থাপক-প্রশিক্ষন |
শিক্ষাগত যােগ্যতাঃ- স্নাতকোত্তর।
বয়স:- ৪০ বছর
কর্মস্থল:- ভৈরব , কিশোরগঞ্জ,।
অভিজ্ঞতা:- ক্ষুদ্রঋণ কার্যক্রমে প্রশিক্ষক হিসেবে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা।
বেতন শিক্ষানবিশকালে:- ৩০৪০৩/- এবং স্থায়ীকরণের পরে ৩৩২১০/- এছাড়াও নিয়মিতকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যােগ্যতা সনদপত্র ২ কপি সদ্য তােলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির নাম, ঠিকানা, মােবাইল নম্বর সহ আবেদনপত্র আগামী ২০/১১/২০২২ তারিখের মধ্যে উপ-পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), পিপলস ওরিয়েন্টেড প্রােগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭ ঠিকানায় । ডাকযােগে/কুরিয়ারে/সরাসরি প্রেরণ করতে হবে। ই-মেইলেও আবেদন পাঠাতে পারেন:- ht@popibd.org শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নিয়ােগ পরীক্ষা গ্রহণ করা হবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:- www.popibd.org
পপি এনজিও চাকরির সুযোগ
নতুন নিয়োগ পপি এনজিও নতুন নিয়োগ পপি এনজিও
ইবনে সিনা ট্রাস্ট অভিজ্ঞতা ছাড়া চাকরি
কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ
CARSA Foundation NGO Auditor Job


