সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
| সেতু (SETU) জাতীয় ভিত্তিক বেসরকারী উন্নয়ন সংস্থা। বিগত ৪০ বছর যাবত ক্ষুদ্রঋণ কর্মসূচী, স্যানিটেশন, শিক্ষা, স্বাস্থ্য, যুব উদ্বুদ্ধকরণ, শিশুশ্রম নিরসন, নিরাপদ পানি সরবরাহ, জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধী উন্নয়ন প্রভৃতি কর্মসূচী বাস্তবায়ন করে আসছে। সংস্থা বর্তমানে খুলনা, রাজশাহী, রংপুর ও ঢাকা বিভাগের ১৬টি জেলায় প্রায় ১.৮০ লক্ষ পরিবারে সেবা প্রদান করছে। এমআরএ নিবন্ধনভুক্ত এবং পিকেএসএফ ও ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমােচন কর্মসূচীর আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে নিম-লিখিত পদে দরখাস্ত আহবান করা হচ্ছে |
| প্রতিষ্ঠানের নামঃ- সেতু (SETU) |
| পদের নামঃ- সমন্বয়কারী, ক্ষুদ্র ঋণ কর্মসূচী |
পদ সংখ্যা: ০১
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর
বয়স: অনু ৪৫ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট পদে ০৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ৬৮,০০০/= টাকা।
| পদের নামঃ জোনাল ব্যবস্থাপক |
পদ সংখ্যা: ০৪
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর
বয়স: অনুর্ধ্ব ৪৫ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট পদে ০৪ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ৫০,৬০০/= টাকা।
| পদের নামঃ- ব্যবস্থাপক নিরীক্ষা |
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য/সিএ সিসি
বয়স: অনুর্ধ্ব ৪০ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ৩৯,৫০০/= টাকা
| পদের নামঃ- এলাকা ব্যবস্থাপক |
পদ সংখ্যা: ১০
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর
বয়স: অনুর্ধ্ব ৪০ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ৩২,৭০০/= টাকা।
| পদের নামঃ- প্রশিক্ষক |
পদ সংখ্যা: ০২
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর
বয়স: অনুর্ধ্ব ৪০ বছর
অভিজ্ঞতাঃ- ক্ষুদ্র ঋণ কার্যক্রমসহ প্রশিক্ষণ পরিচালনায় ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ২৫,৮০০/= টাকা।
| পদের নামঃ- শাখা ব্যবস্থাপক |
পদ সংখ্যা: ৩০
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর
বয়স: ২৮-৩৫ বছর
অভিজ্ঞতাঃ-সংশ্লিষ্ট পুদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ২৪,৮০০/= টাকা।
| পদের নামঃ- অভ্যন্তরীণ নিরীক্ষক |
পদ সংখ্যা: ০৫
শিক্ষাগত যােগ্যতা: স্নাতকোত্তর বাণিজ্য/সিএ সিসি
বয়স: ২৮-৩৫ বছর
অভিজ্ঞতাঃ- সংশ্লিষ্ট পদে ০৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
বেতন: ২৪,৮০০/= টাকা।
| পদের নামঃ- ফিল্ড অফিসার |
পদ সংখ্যা: ১০০
শিক্ষাগত যােগ্যতা: স্নাতক
বয়স: ২৫-৩৫ বছর
অভিজ্ঞতা: প্রযােজ্য নয়
বেতন: ১৬,৮০০/= টাকা।
| শর্তাবলী |
১। শিক্ষানবীশকাল ০৬ মাস।
২। নিয়মিতকরণের পর সংস্থার চাকুরী বিধি অনুযায়ী উৎসব ভাতা, নববর্ষ ভাতা, বীমা, ১০% সিপিএফ, আনুতােষিক সহ অন্যান্য সুবিধা প্রাপ্ত হবেন।
৩। সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন।
৪। অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে এবং বয়সসীমা শিথিলযােগ্য।
৫। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যােগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযােগ্য। চাকুরী নিয়মিতকরণের পর ন্যূনতম ০৩ (তিন) বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে।
৬। চাকুরীতে যােগদানের সময় নগদ ১০,০০০/= (দশ হাজার) টাকা ফেরতযােগ্য জামানত দিতে হবে।
৭। সকল পদে মােবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন।
৮। প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মটর সাইকেল চালাতে হবে।
০৯। লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে।
১০। ধূমপায়ী ও মাদকাসক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে।
| পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তােলা ৩ কপি পাসপাের্ট সাইজ রঙিন ছবি, জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের কপি, মােবাইল নম্বর উল্লেখ পূর্বক স্বহস্তে লিখিত আবেদন পত্র আগামী ফেব্রুয়ারী ২০, ২০২২ ইং তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, টি এন্ড টি কলােনী রােড, কোর্টপাড়া, পােষ্ট বক্স-১০, কুষ্টিয়া-৭০০০ এর ঠিকানায় সরাসরি |
Web:- www.setu.ngo



সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি সেতু এনজিও সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি
| সতর্ক বার্তা বর্তমান সময়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে অসংখ্য ভুয়া চাকরি বিজ্ঞাপন ছড়ানো হচ্ছে। এসব পোস্টে আকর্ষণীয় বেতন, সহজ শর্ত, দ্রুত নিয়োগের কথা বলা হয়, কিন্তু মূল লক্ষ্য হলো প্রার্থীদের প্রতারিত করা। অনেক সময় আবেদন ফি, রেজিস্ট্রেশন চার্জ বা মেডিকেল ফি’র নামে টাকা নেওয়া হয়। আপনার নিরাপত্তার জন্য অবশ্যই মনে রাখুন: 👉 কখনোই কারও কাছে টাকা পাঠাবেন না। 👉 অফিসিয়াল ওয়েবসাইট বা ভেরিফায়েড পেজ ছাড়া অন্য কোথাও বিশ্বাস করবেন না। 👉 চাকরি দেওয়ার নাম করে ব্যক্তিগত তথ্য যেমন NID, ব্যাংক অ্যাকাউন্ট, OTP কখনো শেয়ার করবেন না। 👉 সন্দেহ হলে প্রতিষ্ঠানটির অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে যাচাই করুন। সতর্কতা অবলম্বন করলে আপনি ভুয়া চাকরি বিজ্ঞাপন থেকে নিরাপদ থাকবেন। সতর্ক থাকুন, সচেতন থাকুন এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করুন। সময়ের সংলাপের ফেইসবুক পেইজ গুম প্রতিরোধে নতুন অধ্যাদেশ জারি বাংলাদেশে পেপ্যাল আসার সম্ভাবনা সন্ধানী লাইফ ইন্সুরেন্স চাকরি বিজ্ঞপ্তি |
