চাকরি দিবে স্কয়ার টয়লেট্রিজ লি:স্কয়ারে সেলস অফিসার হিসেবে চাকরি

চাকরি দিবে স্কয়ার টয়লেট্রিজ লি:

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড এ চাকরির সুযোগ
ISO9001:2015 সনদপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেট্রিজ ও কসমেটিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এ নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়ােজন। পদের নাম: সেলস অফিসার কর্মস্থল: বাংলাদেশের যেকোনাে স্থান দায়িত্ব ও কর্তব্য: দোকান থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
প্রতিষ্ঠানের নামঃ- স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
পদের নামঃ- সেলস অফিসার

কর্মস্থলঃ– বাংলাদেশের যে কোন স্থান       

কাজের ধরনঃ-
  • দোকার থেকে পণ্য অর্ডার নেওয়া এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা।
  • বিক্রয়ের নির্ধারিত লক্ষমাত্রা অর্জর করা
  • পরিবেশকের সাথে সুসম্পর্ক বজায় রাখা

আরও পড়ুনঃ- ২৮০ পদে রেলওয়োতে সহকারী লোকোমোটিভ মাস্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

শিক্ষাগত যোগ্যতা
  • নূন্যতম উচ্চমাধ্যমিক পাশ
বয়স
  • ৩০ বছর

অভিজ্ঞতা
  • বিক্রয় ক্ষেত্রে ২-৩ বছরের বাস্তব অভিজ্ঞতা
উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, জীবনবৃত্তান্ত এবং স্বহস্তে লিখিত আবেদনপত্র সহ আগামী ৩১ জানুয়ারি ২০২২ তারিখের মধ্যে মহাব্যবস্থাপক, মানবসম্পদ বিভাগ, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ন সেন্টার (১১তলা), ৭২, মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২ ঠিকানা বরাবর পাঠাতে হবে।

ই-মেইল বিষয়ে অবশ্যই আঞ্চলিক বিভাগ ও পদের নাম সেলস অফিসার উল্লেখ করতে হবে। মনোনীত প্রার্থীদের নিম্নোক্ত বিভাহে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান এবং সময় পরবর্তী এসএমএস এর মাধ্যমে জানানো হবে।

ঢাকা বিভাগ , বগুড়া বিভাগ, সিলেট বিভাগ, খুলনা বিভাগ, চট্রগাম বিভাগ। প্রার্থীগণ উপরের যে বিভাগে পরীক্ষায় অংশ গ্রহন করতে ইচ্ছুক তা অবশ্যই খামের উপর উল্লেখ করতে হবে।

ই-মেইলঃ- hrd-stl@squaregroup.com

আরও নিয়োগ বিজ্ঞপ্তি পড়ুনঃ- *

চাকরি দিবে স্কয়ার টয়লেট্রিজ লি: চাকরি দিবে স্কয়ার টয়লেট্রিজ লি: চাকরি দিবে স্কয়ার টয়লেট্রিজ লি:

  • সাউথ এশিয়া পার্টনারশীপ-বাংলাদেশ এনজিওতে চাকরি ২০২২
  • ৩০০ পদে SSLCOMMERZ Ltd. চাকরির সুযোগ

Career opportunity বিকাশ লি:

SAINT-Bangladesh Career Alert

Meghna Bearing Industries Career Opportunity

NRBC Bank PLC চাকরির ‍সুযোগ

United co-operative society NGO Job

ইবনে সিনা ট্রাস্ট অভিজ্ঞতা ছাড়া চাকরি

Part-Time Job Opportunity

কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ

CARSA Foundation NGO Auditor Job

সময়ের সংলাপের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *