ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়াক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া

ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া

বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা হঠাৎ করেই আরও অবনতির দিকে গেছে। তাঁর ভাষায়, রবিবার রাত থেকে খালেদা জিয়া “অত্যন্ত সংকটাপন্ন অবস্থায়” রয়েছেন।

সোমবার দুপুরের দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন,
“গত রাত থেকেই ম্যাডাম খুব ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তিনি লড়াই করছেন সুস্থ হয়ে ফিরে আসার জন্য। এখনো এমন অবস্থায় নেই যেখানে ইতিবাচক কিছু বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের এখন একমাত্র ভরসা সবার দোয়া।”

তিনি আরও জানান, খালেদা জিয়া বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। সিসিইউ থেকে আইসিইউ, সেখান থেকে ভেন্টিলেটর—চিকিৎসার প্রতিটি ধাপই এখন ব্যবহৃত হচ্ছে। তাঁর ভাষায়,
“ম্যাডামের অবস্থা অত্যন্ত নাজুক। চিকিৎসার সব ধরনের জটিল পর্যায়ই বর্তমানে প্রয়োগ হচ্ছে।”

চিকিৎসায় আগের মতোই যুক্ত রয়েছেন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এর সঙ্গে সম্প্রতি চীনের বিশেষজ্ঞ দলের সদস্যরাও যুক্ত হয়েছেন বলে জানান আজম খান। তিনি বলেন,
“সবাই সর্বোচ্চ চেষ্টা করছেন। বাকিটা সৃষ্টিকর্তার হাতে।”

খালেদা জিয়া এক সপ্তাহ ধরে হাসপাতালেই চিকিৎসাধীন। লিভারজনিত সমস্যা, কিডনির কার্যক্ষমতা কমে যাওয়া, শ্বাসকষ্টসহ একাধিক জটিলতা মিলিয়ে তাঁর সামগ্রিক অবস্থা ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠেছে।

২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পরপরই চিকিৎসকেরা জানান তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। গত সপ্তাহে বিএনপির মহাসচিব জানিয়েছিলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা “অত্যন্ত সংকটাপন্ন” এবং বিদেশে নেওয়ার মতো সক্ষম অবস্থায় তিনি নেই।

ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া ক্রিটিকাল কন্ডিশনে খালেদা জিয়া

কাস্টমার সার্ভিস স্পেশালিস্ট চাকরি

Akij Bakers নিয়োগ বিজ্ঞপ্তি

আবুল খায়ের গ্রুপে এস আর নিয়োগ

CNRS Organization চাকরির সুযোগ

Sales Executive পদে চাকরির সুযোগ

সময়ের সংলাপের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *