মহিলা বিষয়ক অধিদপ্তরে সম্পূর্ণ সরকারি খরচে কারিগরি প্রশিক্ষণ আসন ৬০ টি
মহিলা বিষয়ক অধিদপ্তরে সম্পূর্ণ সরকারি খরচে কারিগরি প্রশিক্ষণ আসন ৬০ টি
| গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র মহিলা বিষয়ক অধিদপ্তর জিরাবো, সাভার, ঢাকা। |
| প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত কারিকুলাম অনুযায়ী “মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র” নরসিংহপুর, জিরাবো, সাভার, ঢাকায় ৩৪তম ব্যাচের (জানুয়ারী-মার্চ/২০২২ সেশনে) প্রশিক্ষণার্থী ভর্তির জন্য দেশের যে কোন এলাকার ১৮ থেকে ৩৫ বৎসর বয়সের ভর্তি ইচ্ছুক মহিলাদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। |
| ১। ট্রেড কোর্সের নামঃ- বেসিক কম্পিউটার (কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন) |
| শিক্ষাগত যোগ্যতা |
- এইচ.এস.সি পাশ/ তদূর্ধ্ব
| প্রশিক্ষণের মেয়াদ |
- ৩ মাস
| সর্বোমোট আসন সংখ্যা |
- ২০ জন
| পরিক্ষার তারিখ |
- ০২/০১/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১০.০০ ঘটিকা
আরও পড়ুনঃ- জয়পুরহাট রুরাল ডেভেলপমেন্ট মুভমেন্ট (জেআরডিএম) চাকরি
| ২। ট্রেড কোর্সের নামঃ- পেস্ট্রি এন্ড বেকারী প্রোডাকশন |
| শিক্ষাগত যোগ্যতা |
- অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
| প্রশিক্ষণের মেয়াদ |
- ৩ মাস
| সর্বোমোট আসন সংখ্যা |
- ১৫ জন
| পরিক্ষার তারিখ |
- ০২/০১/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১০.০০ ঘটিকা
| ৩। ট্রেড কোর্সের নামঃ- মাশরুম চাষ ও জৈব চাষাবাদ |
| শিক্ষাগত যোগ্যতা |
- অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
| প্রশিক্ষণের মেয়াদ |
- ৩ মাস
| সর্বোমোট আসন সংখ্যা |
- ১০ জন
| পরিক্ষার তারিখ |
- ০২/০১/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১০.০০ ঘটিকা
| ৪। ট্রেড কোর্সের নামঃ- ড্রেস মেকিং এন্ড টেইলরিং |
| শিক্ষাগত যোগ্যতা |
- অষ্টম শ্রেণী পাশ/ তদূর্ধ্ব
| প্রশিক্ষণের মেয়াদ |
- ৩ মাস
| সর্বোমোট আসন সংখ্যা |
- ১৫ জন
| পরিক্ষার তারিখ |
- ০২/০১/২০২২ খ্রিঃ তারিখ রোজ রবিবার বেলা ১০.০০ ঘটিকা
আরও পড়ুনঃ- শক্তি ফাউন্ডেশন ফর ডিসএ্যাডভান্টেজড উইমেন-এ চাকরি
| প্রশিক্ষণার্থীদের প্রদেয় সুযোগ সুবিধা সমূহঃ |
০১। প্রশিক্ষণ কেন্দ্রে মনোরম পরিবেশে নিরাপত্তা সহকারে সম্পূর্ণ বিনা/সরকারি খরচে প্রশিক্ষণার্থীদের আবাসিকভাবে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে।
০২। প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা হিসেবে ৩০০/-(তিন শত) টাকা প্রদান করা হয়।
০৩। জাতীয় মাশরুম উন্নয়ন ও সম্প্রসারণ কেন্দ্র, সাভার, ঢাকা, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন, ঢাকা ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অভিজ্ঞ নিয়মিত/অতিথি প্রশিক্ষকদের দ্বারা উল্লেখিত | ট্রেডে প্রশিক্ষণ প্রদান ও মূল্যায়ণ পরীক্ষা নেয়া হয়।
০৪। প্রশিক্ষণার্থীদের নির্বাচিত ট্রেডের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি ও কৃষি চাষের উপর রুটিন মাফিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
০৫। প্রশিক্ষণ শেষে পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড/মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক সনদপত্র প্রদান করা হয়।
০৬। উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের জন্য জাপানে যাওয়ার সুযোগ সহ প্রতি ব্যাচে শিক্ষা সফরের ব্যবস্থা রয়েছে।
| ভর্তির নিয়মাবলী/শর্তাবলী |
০১। প্রশিক্ষণ কোর্সের বিবরণ অনুযায়ী ভর্তি ইচ্ছুক প্রার্থীদের আবেদনপত্রসহ বিজ্ঞপ্তিতে প্রকাশিত তারিখ ও সময় অনুযায়ী মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবো, সাভার, ঢাকায় নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। নির্বাচিত প্রশিক্ষণার্থীগণকে নির্বাচনের দিন হতে প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করতে হবে।
০২। আবেদনকারীকে সাদা কাগজে ০৪টি ট্রেড কোর্সের মধ্যে পছন্দক্রম উল্লেখ করে নিজের নাম, পিতার নাম, স্বামীর নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বৈবাহিক অবস্থা, ধর্ম, জন্ম তারিখ, বয়স, অভিভাবকের নাম ও মোবাইল নম্বর উল্লেখ পূর্বক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, নরসিংহপুর (গ্যারেজ), জিরাবো, সাভার, ঢাকা বরাবর ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/atcdwa@gmail.com ই–মেইলে/সরাসরি আবেদন পৌছানো যাবে। কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নং ০১৭১২১৯৫৬৫৯ উল্লেখ করতে হবে। সকল প্রশিক্ষণার্থীকে সরাসরি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য দরখাস্তসহ ০২/০১/২০২২ খ্রিঃ তারিখ বেলা ১০.০০ ঘটিকার পূর্বেই উক্ত প্রশিক্ষণ কেন্দ্রে অবশ্যই উপস্থিত হতে হবে।
০৩। আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র/মার্কশিট, জন্ম নিবন্ধন সনদ,গরিকত্ব সনদ ও ০৩ কপি পাসপোর্ট সাইজ ছবি (সকল কাগজপত্র সত্যায়িত করে) জমা দিতে হবে। জেলা/উপজেলা | মহিলা বিষয়ক কর্মকর্তার সুপারিশকৃত প্রার্থীদেরকে ভর্তির জন্য অগ্রাধিকার দেয়া হবে।
০৪। কোন চাকুরীরত, অধ্যয়নরত ছাত্রী, ছোঁয়াচে বা সংক্রামক রোগে আক্রান্ত অথবা অন্তঃসত্ত্বা মহিলাদের আবেদন করার প্রয়োজন নাই।
০৫। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা কোন কার্ড এবং টি.এ/ ডি.এ প্রদান করা হবে না।
| প্রয়োজনে যোগাযোগঃ- ০১৭১২১৯৫৬৫৯ ০১৭১৩৮০৮৭৮৪ ০১৯২৫০০৫৬৪১ ০১৭১২৫১২১৯৬ | (মিনু পারভীন) উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মহিলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্র, জিরাবো, সাভার, ঢাকা। |

