News

শ্যামলী নামকরণের ইতিহাস

Spread the love

শ্যামলী নামকরণের ইতিহাস

বাগানের কথা যখন হচ্ছেই, তখন একসময় শ্যামলিমায় ঢাকা ঢাকার আরেকটি স্থানের কথাও না বললেই নয়, যেটি আজ শ্যামলী নামে পরিচিত। এই এলাকার নামকরণের ইতিহাস অবশ্য খুব প্রাচীন নয়। পাকিস্তান আমলে, ১৯৫৭ সালে সমাজকর্মী আব্দুল গণি হায়দারসহ বেশ কয়েকজন গণ্যমান্য ব্যক্তি মিলে এই এলাকায় বাড়ি করেন। তবে বাড়ি তো করেছেন, কিন্তু মনমতো নাম খুঁজে পাচ্ছিলেন না তারা। তখন সবাই মিলে আলোচনায় বসেন, এবং এলাকায় প্রচুর গাছপালা থাকার সুবাদে, এলাকাটির নাম তারা দেন শ্যামলী।

শ্যামলী নামকরণের ইতিহাস

কারওয়ান বাজার নামকরণের ইতিহাস

পরীবাগ নামকরণের ইতিহাস

আজিমপুর নামকরণের ইতিহাস

ভূতের গলি নামকরণের ইতিহাস

রমনা নামকরণের ইতিহাস

পিলখানা নামকরণের ইতিহাস

গেন্ডারিয়া নামকরণের ইতিহাস

ধানমন্ডি নামের নাম করনের ইতিহাস

মাহুতটুলি নামকরণের ইতিহাস

হাতিরঝিল নামকরণের ইতিহাস

এলিফ্যান্ট রোডের নামকরণের ইতিহাস

সময়ের সংলাপের ফেইসবুক গ্রুপ

সময়ের সংলাপের ফেইসবুক পেইজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *