লোকবল নিয়োগ দিচ্ছে যমুনা ফিউচার পার্ক
দেশের স্বনামধন্য শিল্প-গোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “যমুনা ফিউচার পার্ক” এর জন্য জরুরি ভিত্তিতে নিম্নবর্ণিত পদে যোগ্য ও অভিজ্ঞতাসম্পন্ন লোক নিয়োগ করা হবে।
ফায়ার ক্রু :
প্রার্থীকে ন্যূনতম এস.এস.সি পাসসহ সু-স্বাস্থ্যের অধিকারী এবং বয়স ১৮ বৎসর হতে ৩৫ বৎসর পর্যন্ত ও উচ্চতা ন্যূনতম ৫-৭”। যাহারা ৫-৭” নিচে তাহাদেরকে আবেদন না করার জন্য বলা হলো।
আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা ০১ (এক) কপি পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ফটোকপিসহ এই বিজ্ঞপ্তি প্রকাশের দিন হতে ১০ (দশ) দিনের মধ্যে নিম্নোক্ত ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
খামের উপরে প্রার্থিত পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।
সিনিয়র জিএম (এইচআর), যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-১২২৯।
লোকবল নিয়োগ দিচ্ছে যমুনা ফিউচার পার্ক লোকবল নিয়োগ দিচ্ছে যমুনা ফিউচার পার্ক
Career opportunity বিকাশ লি:
Meghna Bearing Industries Career Opportunity
United co-operative society NGO Job
ইবনে সিনা ট্রাস্ট অভিজ্ঞতা ছাড়া চাকরি
কাজী ফার্মস গ্রুপে চাকরির সুযোগ
CARSA Foundation NGO Auditor Job
